নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে বুঝতে পারছি না আমি কে বা কি ?

মাধুকরী মৃণ্ময়

কিংকর্তব্যবিমুড়

মাধুকরী মৃণ্ময় › বিস্তারিত পোস্টঃ

শনিবার সন্ধ্যা (তোমাকে পারিনি ছুতে আমার তোমাকে)

৩১ শে মে, ২০১৯ রাত ১২:২১


প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব
পঞ্চম পর্ব

এটা একটি অমিথ্যা গল্প। জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে লেখক স্বয়ং দায়ী। উপযুক্ত প্রমান দিয়ে ক্ষতি পূরন আদায় করতে পারেন !




কি মনে করে অর্ণব বলল , থাক, নাম বলতে হবে না। নামে কিছুই যায় আসে না। ঠান্ডা কফিতে একটা অনিচ্ছাকৃত চুমুক দিয়ে অর্ণব বলল, তুমি কি এখনো ওকে ভালোবাসো। জোহরা পাশের টেবিলের চশমা পড়া এক ছেলেকে দেখিয়ে বলল, আমার কাছে সে এখন অন্য সব মানুষ। ওর নাম নির্ঝর । তারপর ? চোখে একরাশ কৌতুহল নিয়ে অর্ণব প্রশ্ন করল। তারপর আর পর নেই, নেই কোন ঠিকানা। দুই হাত নাড়িয়ে হাসতে হাসতে জোহরা বলল। এই হাসি দেখে অর্ণবের মনে হলো , এই মেয়েটা একটু আগে জীবনের রুড়তম ঘটনা বলেছে তা কেঊ বিশ্বাস করবে না।
তারপর কি হলো , বলো । আমি শুনতে চাই। জোহরা বলল, তারচেয়ে তুমি একটা কাজ করো , কোন এফ এম রেডিওর সাথে যোগাযোগ করো , আমি আমার গল্প বলবো , টাকাও পাবো। তুমিও খুসি , আমিও খুসি, দেশবাসি খুসি । উইন উইন সিচুয়েশন। অর্ণব বলল, মনে করো এই রেস্টুরেন্টের নাম এফ এফ সি না এফ এম। আমি তোমার একমাত্র শ্রোতা। আর টাকার বদলে বার্গার খাওয়াচ্ছি। জোহরা থাম্বস আপ করে বলল , ডান।

মামুন আমার কাজিন। আমি যখন নির্ঝরকে ভোলার জন্য নানা ফন্দি ফিকির করছি তখন মামুন আমাকে সময় দেয়া শুরু করলো। আমি মামুনের বাইকে চড়ে ভার্সিটি যেতাম । নির্ঝরকে বোঝাতে চাইতাম , ওর জন্য আমার কিছুই যায় আসে না। আমি এখন অন্য স্বপ্নে ব্যাস্ত। আসলে এগুলো সব শো অফ ছিল। আমি চাইতাম নির্ঝর জ্বলুক আমার এইগুলা দেখে । ও জ্বলতো। নানাভাবে ফিরে আসতে চাইতো । কিন্তু আমি চাইতাম না ও কোনভাবে ফিরে আসুক আবার ওকে ভুলতেও পারতাম না। এমন সময় মামুন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই । সে নাকি আমাকে ভালোবেসে ফেলেছে । আমাকে বিয়ে করতে চাই। আমি কোনভাবেই রাজি হচ্ছিলাম না। বাড়ি থেকে আমাকে নানা ভাবে বোঝানো শুরু করলো। এমন সময় আমার বান্ধবী ফোন করে বলল, নির্ঝর নাকি বলেছে, আমি ছাড়া কোন পুরুষ জোহরা এ জীবনে কল্পনা করতে পারবে না। অথচ ও একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। এই কথা শুনে বাড়িতে বলে দিলাম, আমি বিয়েতে রাজী।

ধুমধাম করে আমার বিয়ে হলো। বিয়ের পর বুঝলাম আসলেই আমি নির্ঝরকে বাদে কোন পুরুষকে মেনে নিতে পারছি না। মামুন নির্ঝরের ব্যাপারটা জানতো। ও হয়তোবা বুঝতে পেরেছিল যে আমি ওকে মেনে নিতে পারছি না। আমার প্রতি কেমন যেন উদাসিন হয়ে গেল। আমিও খুব একটা পাত্তা দিতাম না। সে সারাদিন কোথায় কোথায় ঘুরে এসে সারা রাত বসে বসে টিভি দেখতো। আমি খাইছি কিনা, ভালো আছি কিনা। এসবে কোন মাথা ব্যাথা ছিল না। এমন করতে করতে দিনগুলো বিষাদময় হয়ে উঠতে থাকে। একবার রোজার দিন । সন্ধার সময় আমি ভাতের মাড় ফেলতে গিয়ে , সব টুকু মাড় আমার পায়ের উপর পড়লো। আমি চিৎকার করে পড়ে গেলাম। মামুন ড্রইংরুমে টিভি দেখছিলো। সে একবার দেখতেও আসলো না। বাড়ির অন্যসব মানুষ এসে আমাকে হসপিটালে নিয়ে গেলো। সে একবার আমাকে হসপিটালেও দেখতেও আসে নাই।
আমি শ্বশুর বাড়ি ফিরে আসলাম । সেই দিনেই সে আমাকে জোর করতে লাগলো বিছানায় যাওয়ার জন্য। আমি জাস্ট তাকে বললাম, আই এম নট ইউর ড্যাম স্লেভ। আমি নিজের বাড়িতে ফিরে আসলাম। এবং মামুন কে ডিভোর্স দিলাম। মামুন এখন চাই, আমি যেন তার কাছে ফিরে যায়। সে প্রায় বাসে উঠে আজিমপুর থেকে বনানী পর্যন্ত আসে। আমার ভয় হয় , কোনদিন আমার অফিসে যেয়ে একটা ঝামেলা বাধাবে। নটে গাছটা মুড়ালো , আমার গল্প ফুরালো। এইবার জোহরা যে হাসি দিলো তা দেখে অর্ণবের মনে হলো, দুনিয়ার সমস্ত দুঃখ গাথা আড়াল করার জন্য মানুষের কি আপ্রান চেষ্টা !!

অর্ণবের কেন জানি মনে হচ্ছে সে যদি জোহরাকে ছুয়ে দেই তাহলে তার সমস্ত কষ্ট ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। অর্ণব সে কথা জোহরাকে বলতে পারছে না।তার লজ্জা লাগছে। সে অতি সংকোচে বলে তোমার কোন পা পুড়ে গিয়েছিলো, দেখাও।








মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বানানগুলো চোখে লাগে....

দুনিয়ায় এখনো অর্নবদের মতো বোকা আছে অনেক !

চলুক...

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৪৫

মাধুকরী মৃণ্ময় বলেছেন: বানান নিয়ে আজকে খুব ভয়ে ছিলাম। ধুর ভাই চোখে লাগুক।
আছে হয়তোবা যারা ভালোবাসার জন্য সমস্ত কিছু মেনে নিতে প্রস্তুত ।

২| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি অমিথ্যা গল্প।
....................................................
তাহলে কি এটা জীবন নামা ???

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৪৭

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমি যে একটা মুচকি হাসি দিলাম , সেটা কি আপনি বুঝতে পেরেছেন?!

৩| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা হা
হি হি হি হি
..........................................................
হাসিটা আমিই হাসলাম, গোপন মুচকি হাসি নয়

৪| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:

"আমাকে বিয়ে করতে চাই" ( মামুন গল্পকারকে বিয়ে করতে চায়)।

চাওয়া:

আমি চাই আমরা চাই
তুমি চাও তোমরা চাও
সে চায় তাহারা চায়

৫| ৩১ শে মে, ২০১৯ রাত ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: অর্ণব তো কখনো লিস্ট এ ই ছিল না।

৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:২৫

মাধুকরী মৃণ্ময় বলেছেন: হুম সেটাই মনে হয়।

৬| ৩১ শে মে, ২০১৯ ভোর ৪:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের মন কুচুরপতায় এক ফুটা পানির মতো টলমল।

৭| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: লেখায় একটু আবেগ দেন, রসকস দেন।

৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:১৫

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আপনার কথা রাখতে গিয়া তো আবেগ কমায়ে দিছি।

৮| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১:১৬

মুক্তা নীল বলেছেন:

মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে। অর্ণব এর সাথে তো জোহরার একটা গ্যাপ ছিল । এখন দেখা যাক কি হয়? সাথেই আছি....

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬

মাধুকরী মৃণ্ময় বলেছেন: দেখা যাক কি হয় !

৯| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: কবিতা ভালো হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.