নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে বুঝতে পারছি না আমি কে বা কি ?

মাধুকরী মৃণ্ময়

কিংকর্তব্যবিমুড়

মাধুকরী মৃণ্ময় › বিস্তারিত পোস্টঃ

জাদুকর !

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪



হুমায়ুন আহমেদ মারা গেছেন। আমি তখন উত্তরার একটা গেষ্ট হাউজে চাকুরী করি। আমার দিনে বারো ঘন্টা ডিউটি, সপ্তাহে কোন ছুটি নাই, দুই ঈদের এক ঈদে ছুটি । এই রকম টাইট চাকরী। এই টাইট চাকরির ভেতর দিয়ে আমি ফাক খোজা শুরু করলাম । আমি ম্যানেজারের কাছে যেয়ে বললাম, স্যার আমার তিন চার ঘন্টার জন্য একটু ছুটি লাগবে, শহীদ মিনারে যাবো। ম্যানেজার স্যার ঘোৎ করে উঠলেন। আমি ভাবলাম হুমায়ুন আহমেদের কথা শুনে তিনি নরম হতে পারেন। বললাম , স্যার হুমায়ুন আহমেদ মারা গেছেন। আমি তাকে দেখতে যেতে চাই। ম্যানেজার স্যার বললেন, কোন হুমায়ুন আহমেদ, যে মেয়ের বান্ধবীকে বিয়ে করেছে। লুইচ্চার ব্যাটা লুইচ্চা।
আমি কথা বলি না। চুপ করে দাঁড়িয়ে থাকি । ম্যানেজারের বোধ হয় আমার করুন মুখ দেখে দয়া হলো । বললো যাও।
অসংখ্য মানুষের ভিড়ে আমি হুমায়ুন আহমেদ কে দেখতে পারি নাই। পরে আমার আর ইচ্ছাও করে নি। যে এতো গুলো ম্যাজিক্যাল মোমেন্ট একটা জাতীকে দিলো , তার নাই হয়ে যাওয়া মুখ আমার দেখতে ইচ্ছা করে নাই। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। বকুল তলায় দেখলাম , একটা স্কুলের ড্রেস পড়া মেয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাদছে। আমি সেই বালিকার দিকে তাকিয়ে থাকলাম। যে লোকটাকে এই মেয়ে মনে হয় কোন দিন দেখেও নাই । সেই লোকটার জন্য এতো মায়া বুকের ভেতর মানুষ কেমনে রাখে। এই ভেবে আমার চোখ আদ্র হলো। আমি আকাশের দিকে তাকালাম । বৃষ্টি নামে না কেন!

তার পরের বছর গেষ্ট হাউজে একটা শ্রীলঙ্কান গেষ্ট এলো । তার নাম গামিনি সারথী। আমাকে একটা মুভি দেখিয়ে বললো, হ্যাভ ইউ ওয়াচড দিজ মুভি। আমি বললাম , ইয়েস। সে বললো , আমার বাংলাদেশে আসার অন্যতম কারন হলো, এই মুভি রাইটার এর সাথে দেখা করা। দিস মুভি মেইড মি ক্রাই। আমি বললাম, লেটস গো। আমি আর গামিনি গহিন শাল বনের এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে যখন নুহাশ পল্লী পৌছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। ভিজিটিং আওয়ার শেষ । আমি ওখানকার লোকদের বললাম , এই মানুষ শ্রীলঙ্কা থেকে এসেছে , হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে । আমি তাকে বলি নাই যে হুমায়ুন আহমেদ মারা গেছেন। একবার তাকে হুমায়ুন আহমদের কবর দেখার সুযোগ দেন। আমরা নুহাশ পল্লীর ভেতর ঢুকলাম। কবর দেখিয়ে বললাম , তিনি গত বছর মারা গেছেন। লোকটা হুমায়ুন আহমদের কবরের পাশে নতজানু হয়ে বসে চোখ বন্ধ করে বসে কিছুক্ষন বিড় বিড় করলো। আমি বললাম , কি প্রার্থনা করলে। সে বললো, আমি ঈশ্বরের কাছে বললাম, যে শ্যামল ছায়ার মতো মুভি বানিয়ে এই দুর পরবাসীর হৃদয় স্পর্ষ করেছে, তার পরের জীবন তুমি শ্যামন ছায়াময় করে দাও। আমি নিভু নিভু আলো্তে নুহাশ পল্লীর অগনিত বৃক্ষ, বিস্তৃত ঘাস , বৃষ্টি বিলাস, লীলাবতির দিকে তাকালাম । ভাবলাম মানুষ আসলে মরে না।

তারও বহু বছর আগে । আমি ক্লাস নাইনে। আমি আর আমার বন্ধু বাপ্পি সাইকেল চালিয়ে পাবলিক লাইব্রেরিতে যেতাম বই পড়তে। আমি পড়তাম মাসুদ রানা , তিন গোয়েন্দা। বাপ্পি পড়তো হিমু অমানিবাস। পড়ে আমার কাছে গল্প করতো। একটা যুবক, যার নাম হিমু। সে হলুদ পকেট বিহীন পাঞ্জাবী পড়ে , খালি পায়ে, জ্যোৎস্না রাতে সারা শহর হেটে বেড়াই। তার প্রেমিকার নাম রুপা। সে পড়ে নীল শাড়ি।
আমি আর বাপ্পি বহু জ্যোৎস্না ধোয়া রাত আমাদের শহরে হেটে বেড়িয়েছি। আমাদের হলুদ পাঞ্জাবী ছিলো না, ছিলো খালি পা। ইউক্যালিপ্টাস গাছের উপর চাদের আলো পড়তো, সেই গাছের পাতা , শাখা প্রশাখার ছায়া পড়তো রাস্তার উপর। মনে হতো আলো দিয়ে কেউ আল্পনা একেছে। আমরা সাবধানে হাটতাম যাতে আল্পনা নষ্ট না হয়ে যায় !

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ একজন গ্রেট মানুষ।
তিনিই বাংলাদেশের এক নম্বর সাহিত্যিক। তারমতো এত জনপ্রিয়তা আর কোনো লেখক পান নি।

এখনও সেই গেস্ট হাউজে চাকরী করছেন?

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৭

মাধুকরী মৃণ্ময় বলেছেন: গেষ্ট হাউজ ছেড়েছি অনেক বছর আগে।

২| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫২

নতুন বলেছেন: হুমায়ূন আহমেদ বাংলাদেশীদের দুইটা প্রজন্মের একজন আত্নীয়ের মতন হয়ে গিয়েছিলো।

তার মৃত্যুতে মনে হয়েছে কাছের কোন আত্নীয় হারিয়েছি।

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৪

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমার কাছেও তাই মনে হয়। আমি মেনে নিতে পারছিলাম না যে এই লোকটা আর লিখবে না।

৩| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার মুক্তিযুদ্ধ বিষয়ক একটা সিনেমাতে দেখেছিলাম ইঞ্জিনচালিত নৌকা । যেটা 971 সালে ছিল না। এটা একটা বড় ধরনের ভুল‌ অথচ কেউ উনাকে ভুলটি ধরিয়ে দেয়নি।

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আপনি স্ট্যানলি কুবরিক এর মুভি দেখেন বা হালের নোলানের। অনেক ভুল পাবেন। মুল কথা হচ্ছে সেই সব ভুল সিনেমার গল্প বলাতে বাধা হয়ে দাড়াচ্ছে কিনা।

৪| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: গ্রেট! শতাব্দীর বিস্ময়!
কষ্ট মানুষকে আবেগময় করে দেয়। বার করে ভিতরে নির্যাস। আপনার সেই কঠিন জীবনে শ্রদ্ধেয় সাহিত্যিকের শোক যাত্রায় শামিল হওয়ার জন্য ম্যানেজারকে বলে কোনক্রমে সময় ম্যানেজ করেও পরে আশাহত হওয়া বিষয়টি অতীব বেদনার। পরের বছর শ্রীলঙ্কান অতিথিকে সাহিত্যিকের মৃত্যুর খবরটি না জানিয়ে নুহাশ পল্লী হয়ে কবরস্থানে প্রার্থনা করার মধ্যে যেন এক বছরের যাপিত হৃদয়ের ব্যথার আংশিক পরিসমাপ্তি ঘটলো।
পাঠক ও একজন গুনমুগ্ধ ভক্ত হিসেবে এটাই হোক আমারও প্রার্থনা,
" যে শ্যামল ছায়ার মতো মুভি বানিয়ে এই দূর পরবাসীর হৃদয় স্পর্শ করেছে, তার পরের জীবন তুমি শ্যামল ছায়াময় করে দাও।"

সঙ্গে আপনার অনুভূতিটাও," আমি নিভু নিভু আলোতে নুহাশপল্লীর অগণিত বৃক্ষ, বৃস্তিত ঘাস, বৃষ্টিবিলাস, লীলাবতীর দিকে তাকালাম। ভাবলাম মানুষ আসলে মরে না।" ভারি চমৎকার লাগলো।

পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৩

মাধুকরী মৃণ্ময় বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্যও শুভকামনা।

৬| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুভূতি
আমার প্রিয় লেখক সাহিত্যিক

:( আল্লাহ তাকে ক্ষমা করে দিন

৭| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: ধন্যবাদ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সত্যিই তিনি যাদুকর।
শব্দের যাদুকর।
কথার যাদুকর
ভাবের যাদুকর

আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা। এত গভীর করে অনুবব করতে পারাও একটা বিশেষ যোগ্যতা।
শ্রীলংকান ব্যাক্তির প্রার্থনা তো অসাম!
" যে শ্যামল ছায়ার মতো মুভি বানিয়ে এই দূর পরবাসীর হৃদয় স্পর্শ করেছে, তার পরের জীবন তুমি শ্যামল ছায়াময় করে দাও।"

+++

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১

মাধুকরী মৃণ্ময় বলেছেন: এই শহরে এক জাদুকর এসেছিলো । তার স্পর্ষে সমস্ত কিছু সোনা হয়ে যেতো।

৯| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার নিকটা সুন্দর। হুমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতিচারণাও ভালো লাগলো।

১০| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমি জানি =p~ ! আবার আসবেন।

১১| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

মিরোরডডল বলেছেন: সত্যি ওনার লেখায় ম্যাজিক ছিল ।
এই একজন মানুষ যিনি একইসাথে মানুষ কে হাসাতে পারতো আবার কাঁদাতেও পারতো ।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: ম্যাজিসিয়ান। কিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.