![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গাজীপুরের গহীন গ্রামের দিকে যাত্রা শুরু করেছি। আমি শুধু গ্রামের নামটা জানি। আর কিছুই জানিনা। আমার শরীরে গতরাতের পরা কুচকানো টি শার্ট, মুখের ভেতর সকালে ব্রাশ না করা দাঁত, বুকের ভেতর কম্পমান আর্দ্র হৃদয়, চোখের ভেতর জমা এক সমুদ্র জল। আমি মানুষের কাছে শুনে শুনে মাশরাফির গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু করেছি । মাশরাফি মারা গেছেন।
মাশরাফিকে আমি কাপ্তান বলে ডাকতাম। ও ছিলো আমার রুমমেট, ভাই, বন্ধু। দুই মাস ও আমার সাথে ছিলো। এই দুই মাসের সৃতী আমাকে ফেরারী আসামীর মতো তাড়া করতে করতে মাশরাফির বাড়িতে নিয়ে যাচ্ছে। এই অতি রুপবান যুবক আমার প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা দেখিয়েছে তার ঋন শোধ করার সুযোগ না দিয়ে সে অন্য জগতের বাসিন্দা হয়ে যাচ্ছে এই স্বার্থপরতা আমি মানতে পারছি না।
মাশরাফির বাড়িতে যখন পৌছালাম তখন সূর্য মধ্য গগনে। একটা খাটিয়ার উপরে সাদা কাফনের ভেতর পচিশ বয়সি যুবক নাকের ভেতর তুলা ঢুকিয়ে শুয়ে আছে। আমার ইচ্ছা করছে , নাক থেকে তুলা খুলে ফেলতে যাতে নিঃশ্বাস নিতে পারে। আমি খাটিয়ার পাশে বসে মাশরাফির মাথায় হাত রাখলাম। ফর্সা মুখ ফ্যাকাসে হয়ে গেছে। মাশরাফির মা , আমার কাছে এসে বললো, বাবাগো তুমি কে? আমি আমার নাম বললাম । উনি আমার বুকের মধ্যে ঝাপিয়ে পড়লো। বললো, বাবাগো , আমার সোনা পাখি তোমার কথা কতো আমাকে বলেছে। আমি চোখের জলের বাধ তুলে নিলাম। মাশরাফির মায়ের চোখের জলের ধারা , আমার চোখের জলের সাথে এক হয়ে গেলো। দূরে একটা পাতা শুন্য বাচ্চা পেয়ারা গাছের নিচে এক যুবতি ডুকরে কাদছে । তাকে আমি চিনি। মাশরাফির প্রেমিকা। তার হৃদয় ঘেষে বসার মানুষ আজ আর নাই। হায়!
সন্ধার দিকে রুমে ফিরলাম।মাশরাফির গিটার পড়ে আছে এক কোনায়। কোন একদিন মুখ ফস্কে বলেছিলাম, আমি গিটার শিখবো । নিজের প্রিয় গিটার দিয়ে বলেছিলো, ভাই রাখেন এইটা। আমার কথা মনে থাকবে এইটা দেখে।
এতোদিন পর মাশরাফির নাম্বার ইমোতে ভেসে উঠলো। আমার মনে হলো , ছেলেটা বেচে আছে। তাকে লিখতে ইচ্ছে হলো, হ্যালো কাপ্তান।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩
মাধুকরী মৃণ্ময় বলেছেন: এই অসীম শক্তিশালী সত্বা, ক্ষুদ্র দুঃখে মরে যায়। এইটা ভেবে আমার দুঃখ হয়।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আসলেই দুঃখজনক।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩১
ফয়সাল রকি বলেছেন: দুঃখজনক।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯
মিরোরডডল বলেছেন: খুবই কষ্টের অনুভূতি । আহা সেই মেয়েটি !
কাছের মানুষ বা প্রিয়জনকে হারানোর চেয়ে কষ্ট আর কি হতে পারে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৫
মাধুকরী মৃণ্ময় বলেছেন: মাশরাফি আর মেয়েটার জন্য আমি সমান দুঃখ পেয়েছিলাম।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
শের শায়রী বলেছেন: হৃদয় ছুয়ে গেল।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৭
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ধন্যবাদ।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: আমার কলেজের এক মেয়ে আত্নহত্যা কিরেছিলো।
তার কিছুদিন পর টেবিল গোছাতে গিয়ে তার একটা পরীক্ষার খাতা আমার হাতে এল, সে অনুপুস্থিত ছিল বলে খাতাটা আমার কাছে রেখেছিলাম, আসলে দিবো বলে। সে আর আসেনি।
হাত কেঁপে উঠেছিল খাতাটা পেয়ে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার পরিচিত এক ছেলে আত্মহত্যা করেছিল। দেখতে গিয়েছিলাম। ওর প্রেমিকা দূর থেকে দেখছিল আর কাঁদছিল। মনে পড়লে এখনও কষ্ট লাগে।