![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম একটি মহান ধর্ম। প্রতিটা মুসলমানই তা স্বীকার করেন এবং তা নিয়ে গর্ববোধ করেন। কথা হচ্ছে, নোয়াখালিসহ নানান জায়গায় যখন হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা হয় তখন ধর্মের মাহাত্ম্য কোথায় গিয়ে ঠেকেছে তা চর্মচক্ষুতেই দেখা যাচ্ছে এবং অনুধাবন করা যাচ্ছে। জামাত শিবির না হয় হাতেগোনা কিছু মানুষ, কিন্তু এই হাতেগোনা মানুষদের ঠেকাতে প্রতিবেশীরা এলাকার লোকজন এগিয়ে আসেন নাই। তাহলে আপনি কিভাবে দাবী করেন আপনার ধর্ম মহান? আপনার বাড়ির পাশের লোকটার বাড়ি যখন পুড়িয়ে দেয়া হচ্ছে আপনি তখন নিশ্চুপ, প্রতিবাদ প্রতিরোধ কোনটাই করলেন না।
আপনার ধর্মের মাহাত্ম্য আপনাকেই প্রমান করতে হবে পাশের অন্য ধর্মাবলম্বী মানুষটার জান-মালের সুরক্ষা দিয়ে। নইলে জামাত-শিবির ঠিকই আপনার ধর্মের মাহাত্ম্য বাকি দুনিয়াকে জানান দিয়ে যাবে। ধর্ম যেহেতু একটা ব্যাক্তি বিশ্বাস, তাই ব্যাক্তিকেই সবচাইতে বেশী সচেতন হতে হবে তার ধর্মের অপব্যাবহার রোধে। কিন্তু কাউকে কি সেখানে এগিয়ে আসতে দেখেছি?
নানান ধার্মিক লেবাসধারী লোকজন বলে বেড়াচ্ছেন নানা জায়গায়, ৯০ ভাগ মুসলমানের দেশে নাস্তিকেরা কিভাবে তাদের ধর্ম এবং নবীকে অপমান করার সাহস পায়। তাহলে আমি এখন একটা পালটা প্রশ্ন করি, গুটিকয়েক জামাত-শিবির নরপশুরা কিভাবে ৯০ ভাগ মুসলমানের দেশে অন্য ধর্মাবলম্বীদের মন্দির-বাড়ি পোড়ায়?
এখন আপনাদের ধর্ম কোথায়? ধর্মের মাহাত্ম্যই বা কোথায়? কোথায় লুকিয়েছে আপনাদের শান্তির ইসলাম? নাকি সবই আপনাদের ফাকাবুলি, যা বলেন আসলে সুবিধা নেয়ার জন্য।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ধন্যবাদ লিংক শেয়র করার জন্য ...।
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
অণুষ বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
নিরব বাংলাদেশী বলেছেন:
Click This Link
Click This Link