নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়..

ভরযুক্ত অপদার্থ

অনিয়মিতভাবে ব্লগে বসি........

ভরযুক্ত অপদার্থ › বিস্তারিত পোস্টঃ

যে কারনে আমার পোস্ট টা সরিয়ে দেয়া হল ............

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

কিভাবে ব্লগ লেখা যায়

আমি কি লিখব?



আগে যে কখনও এভাবে লিখিনি।

আপনার যা পছন্দ তাই লিখতে পারেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করুন। হতে পারে আপনি ফুলের বাগান ভালবাসেন । কিভাবে গোলাপ লাগাতে হয় সেটা নিয়েও লিখতে পারেন । বিষয়ের বৈচিত্র্য লোকের আগ্রহ বাড়াবে ।

যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন। কঠিন ও জটিল বাক্য এড়িয়ে চললে ভুল হবার সম্ভাবনা কম থাকে ।





এখানে লেখা রয়েছে ,আপনার যা পছন্দ তাই লিখতে পারেন। এবং যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন।



তাহলে আমার পোস্ট টা ১ লাইনের হওয়ার জন্য কেন সরিয়ে দেয়া হল ?



আমি লিখেছিলাম ফেসবুক আর সামহ্যোয়ার ইন ব্লগ এর পার্থক্য কি ?



এখানে ব্লগের কোন শর্তাবলী লংঘন করা হয়েছে ? জানলে নিজেকে শুধরে নিতাম .......

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

রাহী আবদুল্লাহ বলেছেন: B-)) B-)) B-))

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: 8-| X(

২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

টানিম বলেছেন: ভাল লিখতে চেষ্টা করেন । এই সব পোস্ট ব্লগে ভাল লেখা রাখতে দেয় না

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ব্লগে সাধারন প্রশ্নোত্তরে ... লেখা আছে .....

যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন।

আর , সব পোস্ট ভালো হবে এমন তো নয় ,

পোস্ট সরানোর ক্ষেত্রে, ব্লগের কোন শর্তাবলী লংঘন করা হয়েছে ?

জানলে নিজেকে শুধরে নিতাম ....

৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

বিডি আমিনুর বলেছেন: @ভরযুক্ত অপদার্থ নিক টা মোডু দের পছন্ধ হয় নাই তাই আপনার ঐ পোস্ট টি সরিয়ে দেয়া হয়েছে B-) B-) B-)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :|




৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :|

৫| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: প্লাস

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :|

৬| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কবে দিয়েছিলেন?

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: কাল ....

৭| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এটা স্টিকি করা হোক
পোস্টে পেলাচ B-)) B-))

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: মজা নিয়েন না ভাই ....

৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

মাক্স বলেছেন: আপনের কালকের পোস্টে জানা আপু কমেন্ট করে গেসিল। সেটা কি মনে আছে আপনার?

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ্যা মনে আছে ,

তিনি খুব সুন্দরভাবে তার মন্তব্যে বলেছিলেন , এমন পোস্ট নাকি ব্লগিং সংস্ক্ তির সাথে যায় না , এই বিষয়টা বোঝানোর জণ্য এটা কিছু সময় রেখে দেওয়া হল......


কিভাবে ব্লগ লেখা যায়
আমি কি লিখব?

আগে যে কখনও এভাবে লিখিনি।
আপনার যা পছন্দ তাই লিখতে পারেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করুন। হতে পারে আপনি ফুলের বাগান ভালবাসেন । কিভাবে গোলাপ লাগাতে হয় সেটা নিয়েও লিখতে পারেন । বিষয়ের বৈচিত্র্য লোকের আগ্রহ বাড়াবে ।
যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন। কঠিন ও জটিল বাক্য এড়িয়ে চললে ভুল হবার সম্ভাবনা কম থাকে



ব্লগে সাধারন প্রশ্নোত্তরের এই লেখার সাথে সেটি কি স্ববিরোধী কথা হয়ে গেল না....


এই বিষয়ে জানা আপুর দ্ ষ্টি আকর্ষন করছি ......
























১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি আশা করছি ,জানা আপু এ বিষয়ে তার অবস্থান পরিস্কারভাবে তুলে ধরবেন ।

৯| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

নস্টছেলে বলেছেন: ভাই কি মোরে চিনছেন?



গরিবের কথা পুরান হইলে ফলে :(

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ ভাই ঠিকই কইছেন .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.