নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উষ্টা খেয়ে মুক থুপরে পরেচি, আর দাড়াতে চেষ্টা করিনি।

আমি একটা পাগল। মাথা ঠিক নাই। এবং পাগল হওয়ার কারণে আমি সকল আইনের আওতামুক্ত।

ডেমোনিয়াক ম্যাডম্যান

বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।

ডেমোনিয়াক ম্যাডম্যান › বিস্তারিত পোস্টঃ

লজ্জাহীনতার মাথায় বারি!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

পরশু রাতের কথা। বানিজ্যমেলাত্তে বাসে কৈরা ফির্তাছি, কারণ আমার আব্বাজান আমাকে প্রাইভেট কার কিনে দেন্নি। সিট পাইনাই তাই খাড়াই আছিলাম। সামনে কোট প্যান্ট পরিহিত একজন মাথা নোয়ায়া মুপাইল টাচ কর্তাছে। আমি যা দেখলাম... তিনি FB অ্যাপস এ আছেন। নটিফিকেশনে ঢুকলেন। এক মাইয়া রিকু একসেপ্ট কর্ছে। মাইয়ার প্রোফাইলে গিয়া আগা গোড়া চেক কর্লেন। অতঃপর উপ্রে তাকাইলেন। আমি তকন আরেকদিকে চায়া রৈছি। হেঃ হেঃ হেঃ :D

এবার তিনি মেসেজে গেলেন.. অনেক কষ্টে লেখতে দেখলাম "Thanx a lot. Bye."..। লজ্জাহীনতার মাথায় বারি মাইরা মেসেজ সেন্ড কর্লেন, অ্যাপস ক্লোজ কৈরা মুফাইল পকেটে। ইত্তেফাক মোড়ে যখন উনি নেমে যাবেন, খেয়াল কর্লাম... বয়স হবে ৩৫/৩৭+..মুখ ভরা দাড়ি, চশমা পরা। অতঃপর আমি জীবনে আরেকবার মগা হয়া আঙ্কেলের সিটে বসলাম। জীবনে নির্লজ্জতার আরো কি কোন রূপ দেখা বাকি আছে?।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.