নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উষ্টা খেয়ে মুক থুপরে পরেচি, আর দাড়াতে চেষ্টা করিনি।

আমি একটা পাগল। মাথা ঠিক নাই। এবং পাগল হওয়ার কারণে আমি সকল আইনের আওতামুক্ত।

ডেমোনিয়াক ম্যাডম্যান

বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।

ডেমোনিয়াক ম্যাডম্যান › বিস্তারিত পোস্টঃ

বালুপাসা দিপসে আমি কি করাম? :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

রাত ৮টার দিকে বাইরে বাইরৈছিলাম। চোঁখ ধাধাল রাস্তার পাশে সদ্য গড়ে ওঠা কিছু ফুলের দোকানের চমকপ্রদক লাইটিং দেখে। মনে মনে ভাবছি তখন, “আরে মগা!! কিয়ের লাইটিং দেক্তাছোছ রে।। ?? ফুল দেখ।”



অনিচ্ছা সত্বেও মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তার কথায় সায় দিয়ে এক কিনারায় খাড়ায়া ফুল দেক্তে লাগলাম।। আহাঃ কি রূপ তার, ওর, ওটার, এটার, গোলাপের।



আচ্ছা! ফুল দেখে তোর লাভ কি রে? (মাঝে মাঝে “মন” বন্ধুর এরূপ দুমুখি প্রশ্নে আমার বেসম্ভপ পরিমানে রাগ উটে যায়।)

তবে মাথায় প্রশ্নটার বাতাস বয়ে গেলু। আসলেই তো, ফুল দেকে লাভ কি? কিনার সিদ্ধান্ত নিলে পরে দেকেশুনে যাচাইবাছাই করার একটা কতা ছিল। কিন্তু ফুল কিনব কেনু? কাকে দিমু ফুল? বালুবাসা দিপসে ফুল দেওনের মত কে আছে আমার?



রাত ৮.৫৭ মিনিটে একজনের কল আমার মুফাইলে তশরিফ নিয়াইলো।

- হুম!!

- কৈ আপ্নে?

- বাসায়।

- আমাকে ফুল দিবেন না?

- দিমু

- কখন?

- কালকে

- “অমুক” এর কি খবর? ফুল দিবেন না অরে?

- অয় কাছে থাকলে তো দিমু

- আচ্ছা! মোবাইলে টাকা পাঠায়েন তো।

- আচ্ছা, একটু দেরি হৈব

- দেরি-টেরি বুঝিনা। এক্ষন পাঠান।

- আচ্ছা

টুঃ টুঃ টুঃ রেখে দিল ওপাশ থেকে।



পাইছি!!! বালুবাসা দিপসের কাজ পাইছি!! ফুল কিনা। যেহেতু কতা দিছি যে তারে ফুল দিমু। অন্তত তার জন্য হলেও একটা ফুল আমারে কিনতে হৈব। তবে আরো একটা ফুল কিনার কতা ভাবছি। অইটা রাইক্ষা দিমু অনন্তকাল। নাহ! অনন্তকাল রাখমুনা নিজের কাছে। যেদিন দেওনের মত কাউরে পামু, ওদিন তারে ফুলটার দায়িত্ব বুঝাই দিমু। সেই অবধি হয়ত ফুলটা শুকাইয়া যাইব। অছুবিথা নাই তাতে।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ইচ্ছা করে বানান ভুল করে কি মজা পান? :|| :||

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: সচরাচর কথা বলার ভঙ্গিমা টা লেখায় প্রকাশ করি। :P

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.