![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।
মস্তিষ্কে অনুপ্রবেশকারী বিভৎস কতেক আকৃতি।
আক্রোশে বিস্ফোরিত প্রতিরূপ থাকবে তোর দৃষ্টিসীমার বাইরে। উস্কে দিব, প্রজ্বলিত করব নির্লিপ্ত আর নিষ্প্রভ যত কুমন্ত্রণা। ভস্মীভূত হবি, তোর দেহ-মন-আত্মা। আকাশ জুড়ে শুন্যে উড়বে আমার লালিত পালিত ক্রোধ। তৃষ্ণায় মুমূর্ষু তোকে পান করাব শুকরের তাজা রক্ত। তোর আত্মচিৎকার অতিক্রম করে যাবে ছায়াপথের শেষ প্রতিচ্ছায়া। আর অমানুষিক এক জীর্ণশীর্ণ অট্টহাসি লেপ্টে থাকবে আমার বিকৃত অবয়বে। থেমে থাকবেনা বুনো শয়তানি উপাসনা।
- ডেমোনিয়াক ম্যাডম্যান (শয়তান কর্তৃক সম্মোহিত পাগল)
3:05am / 20.10.14
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এইতো বর্তমান অবস্থা জানালাম।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
কাব্য পূজারি বলেছেন: আপনার উপাসনা সংক্রান্ত কিছু বলেন । আমি আগ্রহি