নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উষ্টা খেয়ে মুক থুপরে পরেচি, আর দাড়াতে চেষ্টা করিনি।

আমি একটা পাগল। মাথা ঠিক নাই। এবং পাগল হওয়ার কারণে আমি সকল আইনের আওতামুক্ত।

ডেমোনিয়াক ম্যাডম্যান

বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।

ডেমোনিয়াক ম্যাডম্যান › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Body (El Cuerpo)... মাথানষ্ট থ্রিল আর টুইস্টের সমন্বয়ে নির্মিত যে মুভিটি।

২৯ শে মে, ২০১৫ সকাল ১০:০৮

The Body (El Cuerpo)

কেউ একজন বলেছেন, পৃথিবীর তাবৎ থ্রিলারের মায়েরে বাপ! আমি যথার্থ না বলে বাড়িয়ে বলতে পারবনা।
আমি বলব, থ্রিলারের মায়েরে আন্টি।

দীর্ঘদিন পর ভায়োলেন্সের বাইরে গিয়ে এমন একটা ওভার আল্ট্রা টুইস্টেড মুভি দেখার সৌভাগ্য হলো। যেটা টুইস্টের বাপ-মা-ভাইবোন Incendies, Oldboy, No mercy র পর আমার দেখা সেরা টুইস্টেড মুভি। শুরু থেকেই The Body র প্রতিটা মূহুর্ত শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখবে আপনাকে। মুভির প্লটেই নিজেকে কল্পনা শুরু করে দিবেন। বারবার এদিক ওদিক হয়ে যাবেন একের পর এক চমকে ওঠা রহস্যের কিনারা খুঁজে বের করতে। যতই সামনে এগোচ্ছিলাম, কল্পনায় একটা প্লট দার করাচ্ছিলাম যে শেষমেষ এই হবে। কিন্তু পরক্ষনেই আবার সেটা মুছে ফেলি। জনরা গুলিয়ে ফেলছিলাম, এই ভাবি হরর তো এই ভাবি থ্রিলার, তো আবার ভাবি রিভেঞ্জ। (আপাতত ধরি থ্রিলার। কারণ উপরে থ্রিলার বলে আসছি :p ) কোন প্লট মিলল না শেষ পর্যন্ত। পদেপদে দর্শককে ঠক খাওয়ানোর অসিম ক্ষমতার জন্যে পরিচালক অষ্কারের দাবিদার। মুভি দেখার সময় ভাবছিলাম, আমার নিজের অষ্কার থাকলে এই ডিরেক্টর ওরিওল পাওলোরে দিয়া দিতাম। আর যদি পরে কোন অষ্কার পাইতাম, সেটা দিতাম ডিক্যাপ্রিওরে। :p (বেশি ত্যানা পেঁচানো হয়ে যাচ্ছে)

যাইহোক, খুঁতহীন থ্রিলার মুভি বোধহয় একেই বলে। অন্তত আমার চোখে কিছুই ধরা পড়েনি বা দেখিনি কোন অসংগতি। যতটা ধরা পরেছে The Sixth Sense, Fight Club দেখে। গ্রামের মানুষের মুখে একটা কথা প্রচলিত আছে, "পাদে বেশি, হাগে কম"। ফাইট ক্লাব নিয়ে কাদা ছোড়াছুঁড়ি দেখে আমার এ কথাটাই বেশি মনে আসে। যেখানে The Body র মত হেভী ওয়েট টুইস্টেড মুভি নিয়া টু শব্দ হয়না।





প্লটঃ
মর্গ থেকে নাই হয়ে গেল ধনী এবং সফল ব্যবসায়ী একজন মহিলার মৃতদেহ। যার স্বামীও একজন ফরেনসিক ডাক্তার। মহিলার মৃত্যুর কারণ হার্ট এটাক। কিন্তু লাশ চুরি হয়ে যাওয়ায় তদন্ত টিম ঘটনাটাকে পরিকল্পিত খুন হিসেবে ধরে নেয়। কে এই কাজ করতে পারে, কেন করতে পারে, লাশ এখন কোথায় – এই ব্যাপারগুলো পরে আসছে। আপাতত গোয়েন্দাদের মাথায় ঢুকছে না, সুরক্ষিত মর্গ থেকে লাশ সরানো হল কী করে? কী দেখেই বা মর্গে ডিউটিরত গার্ড পুলিশকে ফোন দিয়েছিল? কেনই বা সে আতংকে অস্থির হয়ে পালানোর চেষ্টা করেছিল? কিছু জানা সম্ভব না তার কাছ থেকে, কারণ পালাতে গিয়ে একসিডেন্ট করে সে কোমায়। শেষমেষ গোয়েন্দাদের সন্দেহর তীর মৃত মহিলার স্বামীর দিকে ..........
__________________________

সাজেস্টকারী নাফি ভাইয়ের অনুভূতি শুনে বেশি বাড়াবাড়ি মনে হচ্ছিল। দেখা শেষে ভুল ভাঙ্গল। হলফ করে বলতে পারি, আপনি কল্পনাও করতে পারবেন না মুভির শেষে কি অপেক্ষা করছে আপনার জন্যে। মাত্র একরাতের কাহিনী নিয়ে এমন জমজমাট থ্রিলের অনুভূতি আর কোন মুভি দেখে পাইনি। মুভি শেষে পরিচালকের প্রতি একরাশ ক্রাশ আর কৃতজ্ঞতা ছাড়া মাথায় কিছু আসেনি। আলাদাভাবে ভালো লেগেছে মুভিতে উপস্থাপিত সাইকোলজিক্যাল গেম। তবে আফসোস লাগে, হলিউডি কিংবা ইংরেজি ভাষার মুভি নয় বলে এসব মাস্টারপিস হয়তো একটা বৃহৎ গোষ্ঠীর কাছে অজানা থেকে যায়।
___________________________

The Body (2012)
"El cuerpo" (original title)
Rating: 7.4/10 (11,432 users)
Personal Rating: 8.5/10
Director: Oriol Paulo
Writer: Oriol Paulo (screenplay), Lara Sendim (screenplay)
Stars: José Coronado, Hugo Silva, Belén Rueda, Aura Garrido
Runtime: 108 min
Rated: N/A
Genre: Mystery, Thriller
Released: 21 Dec 2012 (Spain)
Torrent Link: (দিতে নাকি বিধিনিষেধ আছে। :/ ভাল টরেন্ট সাইটে খুঁজলেই আশাকরি পেয়ে যাবেন।)

বিঃ দ্রঃ এটা আমার জীবনে প্রকাশিত প্রথম কোন মুভি রিভিউ। (অপ্রকাশিতগুলা কাগজে লেখা আছে :p ) ভুল-ত্রুটি, বেয়াদবি-গোস্তাখি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:১৩

রিকি বলেছেন: মুভিটার নাম অনেক শুনেছি, দেখা হয় নি :( রিভিউ তে ১ম লাইক। :)

২৯ শে মে, ২০১৫ সকাল ১০:২০

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: মুভিখোর ভাইদের মুখে এমন কথা শোনাও একটা টুইস্ট। :| নগদে দেখে ফেলুন ভাই।

আর আপনার লেখা রিভিউ গুলা আমার খুব ভাললাগে। হিংসায় নিজে কিছু লেখার অনুপ্রেরণা পাই :D

মন্তব্য এবং লাইকের জন্যে অনেক ধন্যবাদ। :P

২| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩০

রিকি বলেছেন: হিংসায় নিজে কিছু লেখার অনুপ্রেরণা পাই :-* :-* :-* :-* :-* :-* (আহা কি আনন্দ আকাশে বাতাসে) !!!!!! :D ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ>>>> খুনসুটি করা যাবে আপনার সাথে !!!! ;) ;) ;) ;) ;) আমি এই মুভি সত্যি এখনও দেখিনি--- তবে অনেক নাম শুনেছি--- দেখে ফেলব--- ফিকর নট--- !!! B-))

২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩৮

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: খুনসুটি ;) অবশ্যই।
আমি কোথাও এই মুভির আলোচনা শুনিনাই :| একদিন হঠাৎ একজন দিয়ে বলল দেখে ফেলেন, আর দেখে ফেললাম।

আপনি দেখে আপনার ভঙ্গিতে একটা রিভিউ কিন্তু অবশ্যই দিবেন। :)

৩| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম মুভি রিভিউ হিসেবে বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু শব্দের প্রয়োগ কেন যেন চোখে লাগছে। আমি বুঝতে পারছি আপনি উত্তেজনা ও উচ্ছাস প্রয়োগ করার জন্য মেটাফোর হিসেবে ব্যবহার করেছেন, তাও পাঠক হিসেবে আমার চোখে ও কানে তা লাগছে।

যাইহোক, এই মুভি অবশ্যই দেখতে হবে। আশা করি, হতাশ হবো না।

এবার একটি ভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি, কপিরাইট সংক্রান্ত কিছু্ কারনে আমরা বর্তমানে কোন ব্লগ পোস্টে কোন সিনেমা, নাটক, সফটওয়্যার, গান ইত্যাদির টরেন্ট লিংক সংযুক্ত করনকে অনুমোদন করছি না। তাই আপনি অনুগ্রহ করে পোস্ট থেকে টরেন্ট লিংকটি সরিয়ে নিন।

ধন্যবাদ। শুভ সকাল।

২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৫৫

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: প্রথম বিষয় সম্পর্কে আপনার ধারণা সঠিক। ভবিষ্যতে উচ্ছাস সংবরণ করে লেখার চেষ্টা করব। :|

কপিরাইট সংক্রান্ত কি কারনে টরেন্ট লিংক সংযুক্ত করনকে অনুমোদন করছেননা আমি জানিনা। তবুও লিংক সরিয়ে নিলাম /:)

৪| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৯

আমি দামাল ছেলে বলেছেন: ডাউনলোড দিলাম, লেখকের উচ্ছাস আর লেখনির ভঙ্গি দেখে আশা করছি হতাশ হবো না। অগ্রিম ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৭

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: হতাশ হলে ধন্যবাদ ফেরত :D

শুভেচ্ছা জানুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.