![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।
কোনপ্রকার ভূমিকা ছাড়াই রিভিউ লিখে দিলাম। তবে ভূমিকার কথা বললে বলতে হবে, আমি খুব মুভি প্রিয় একজন পুলা। ফরেইন মুভিগুলা বেশি ভাললাগে। ইংরেজী কম বুঝি। অশিক্ষীত। মুভি রিভিউ অন্য সবার মত সুন্দর করে লিখতে পারিনা। ভাল থাকবেন। ধন্যবাদ।
সংক্ষিপ্ত রিভিউঃ
১৫ বছর আগের একটি কেসের তদন্তের মেয়াদ তখন শেষের দিকে। যা ঘটেছিল এক মহিলার বাচ্চার সাথে যে কিনা অপহরণ আর নির্মম খুনের শিকার হয়েছিল। কিন্তু তদন্তের মেয়াদের শেষের দিকে এসে গোয়েন্দারা কিছু ক্লু খুঁজে পায়। কেউ একজন খুনের স্পটে ফুলের তোড়া রেখে গেছে। সিসি ক্যমেরার ফুটেজে কাউকে দেখা গেলেও চেহারা আর শনাক্ত করা যায়না। আরো কিছু ক্লু ধরে খুনির কাছাকাছি পৌঁছে যায় গোয়েন্দারা। কিন্তু শেষমেষ হাত ফসকে পালিয়ে যায় খুনি। এদিকে মামলার তদন্তের মেয়াদও ফুরিয়ে গেল। আর তারপরই এক অপহরণকারী নিজের শিকার খুঁজতে বেড়িয়ে পরে। একটি বাচ্চা মেয়েকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবী করে বসে সে। গোয়েন্দাদের সামনে খাপে খাপ মিলে যেতে থাকে সব, যে সেই পুরনো কেসটার সাথে এই অপহরণ আর মুক্তিপণ চাওয়ার ধরণের পরিপূর্ণ মিল রয়েছে। দুজনেই যে একই ব্যাক্তি তা আরা বুঝতে বাকি রইল না। গোয়েন্দারা কান টেনে মাথা নিয়ে আসতে পারে কিনা তা জানতে হলে দেখতে হবে মাথানষ্ট এই কোরিয়ান থ্রীলার মুভিটি। কোরিয়ান পরিচালকেরা যে পদেপদে টুইষ্ট দিয়ে দর্শকদের ভালই বোকা বানাতে পারেন, তার দারুন একটি উপমা এই মুভিটি।
একনজরে Montage:
--Director: Jung Geun-Sub
--Writer: Jung Geun-Sub
--Producer: Ahn Young-Jin
--Cinematographer: Lee Jong-Youl
--Release Date: May 16, 2013
--Runtime: 120 min.
--Genre: Suspense-Thriller / Mystery / Crime
--Distributor: Next Entertainment World
--Language: Korean
--Country: South Korea Genre: Thriller
(সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়ার বিধি-নিষেধ থাকায় দিলাম না। গুগল মামা থাকতে চিন্তা নাই )
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: মুভিটা যেহেতু ২ ঘন্টা, সময় তো করতেই হবে
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
রিকি বলেছেন: শেষের টুইস্টটা পুরো মাথা নষ্ট ম্যান টাইপ---চরম একটা মুভি। অনেকদিন আগে দেখেছি
মেলাদিন পর আপনার লেখা দেখে ভালো লাগছে ভাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: টুইস্টের কথা বলে দেওয়াও একটা স্পয়লার মনেহয় আমার কাছে। কিন্তু অন্যকে আগ্রহী করতে না বলে পারিনা।
নতুন কিছু সাজেশন দিয়েন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: অনেকদিন পর এসে আপনাদের পেয়ে আমারো ভাল লাগছে
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
অরন্য১৫ বলেছেন: মুভিটা দেখতেই হবে। রিভিউ পরে খুব ভাল লাগল। আমি একজন মুভি টেস্টার। প্রথম বার্তা থেকে আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
দেখে ফেলুন যত ধ্রুত সম্ভব
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
রিকি বলেছেন: নতুন কিছু সাজেশন দিয়েন
ভাই আমাকে সাজেশন দেন, আমি নিজেই বহুত ফাঁকি দিচ্ছি আজকাল !!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: গত কিছুদিনের মধ্যে Sin Nombre (2009) [Mexico], The Brotherhood of War, My Little Bride, New World, The Man From Nowhere, Bekas...... ইত্যাদি দেখলাম। সবগুলাই ভাল লেগেছে।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
আবুল হাসান নূরী বলেছেন: কোরিয়ান মুভি নিয়ে ব্লগে বেশ ইতিবাচক রিভিও দেখা যায়। কোরিয়ান ভাষা না জানার কারণে এসব সযত্নে এড়িয়ে চলি। ইংরেজিতে ডাবিং করা কোরিয়ান মুভি কোথাও পাওয়া যাবে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ভাষা কোরিয়ান তো সমস্যা কি। ইংরেজী সাবটাইটেল তো অ্যাভাইলেবল
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ভাষা কোরিয়ান তো সমস্যা কি। ইংরেজী সাবটাইটেল তো অ্যাভাইলেবল। এগুলা ইংরেজী ডাবিং বের হয়না
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কোরিয়ানরা মারাত্নক সব মুভি বানাইতেছে গত কয়েকবছর ধরে ।
যেমন রোমান্টিক চমৎকার মুভি বানাইতেছে তেমনি একশন ,রহস্যের ও
গল্পগুলোও সেই টাইপ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: গত কয়েকবছরেরখবর জানিনা। ধারনা, ৯০ দশকের শেষ থেকে তারা (কোরিয়ান পরিচালকেরা) খুব ভাল করছে এ পর্যন্ত।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
আবু শাকিল বলেছেন: মুভিটা দেখতে হপে
রিভিউ এর জন্য ধন্যবাদ ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: দিলাম ডাউনলোড ।
বিফলে মেগাবাইট ফেরৎ দিতে হইবেক কইলাম
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ভালা না লাগলে অবশ্যই মেগা ফেরত দিমু
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: সময় করে দেখতে হবে।