নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উষ্টা খেয়ে মুক থুপরে পরেচি, আর দাড়াতে চেষ্টা করিনি।

আমি একটা পাগল। মাথা ঠিক নাই। এবং পাগল হওয়ার কারণে আমি সকল আইনের আওতামুক্ত।

ডেমোনিয়াক ম্যাডম্যান

বানানে ইচ্ছাকৃত কিঞ্চিত ভুল থাকপেই থাকপে।।

ডেমোনিয়াক ম্যাডম্যান › বিস্তারিত পোস্টঃ

চলচিত্রকথনঃ Mucize (2015).. যেটা মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছেনা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১০


এটা কোন রিভিউ নয়, লেখাটা শুধু ভাললাগার অভিব্যক্তি প্রকাশার্থে। বলছি ২০১৫ সালের তুর্কী মুভি Mucize (The Miracle) এর কথা। জানার ভুল না হয়ে থাকলে বলব ২/৩ বছর আগে ডাব্বে বা অন্যান্য হরর মুভির মাধ্যমে মানুষ তুর্কী মুভিগুলো দেখা শুরু করে। হরর মুভি অতোটা ভাল না লাগলেও তখন জনপ্রিয় হওয়া মুভিগুলো দেখা হয়েছিল।
....আমি সবসময় মুভির পেছনে পরিচালকের দক্ষতার বিষয়টা খেয়াল করি। সে হিসেবে তুর্কী পরিচালকদের ব্যাপারে ভাল একটা আশা জন্মেছিল। Mucize তে আবারও সে আশার একটা প্রতিফলন দেখলাম। সাথে সাথে সাগর-নদী, পাহাড়-পর্বতে আবেষ্টিত প্রকৃতিতে নির্মিত মুভিগুলোর প্রতি আলাদা একটা টান আছে। Mucize র জন্য যথাযথ স্থান নির্বাচন দেখেও মোহিত হয়েছি, যাকে বলে খাপে খাপ। এমন পরিবেশ দর্শকের মনে প্রশান্তি যোগাতে কার্যকরী ভূমিকা পালন করে।
....অভিনেতা অভিনেত্রী সবাইকেই জীবনে প্রথম দেখলাম। দেখে যা বুঝলাম, কেউ কারো থেকে কম না। গল্পের বিশেষ চরিত্র শারীরিক প্রতিবন্ধী "আজিজ" রূপে অভিনেতার অভিনয় দেখে পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছি। কিভাবে পারে তারা? পুরো মুভিতে মনে হয়েছে যেন সত্যিই কোন শারীরিক প্রতিবন্ধীকে দিয়ে চরিত্রটা করানো হয়েছে।

...অসাধারণ এক কাহিনীগল্প এমন দুর্দান্তভাবে চিত্রায়ন করা হয়েছে যে ভালোলাগার রেশ কাটতেই চাচ্ছেনা। যতটা হেসেছি, প্রশান্তি পেয়েছি, ততটা কষ্টও লেগেছে বটে। শেষতক এতই মুগ্ধ হয়েছি যে আমি কাউকে বুঝাতে পারিনি কেমন অনুভব হচ্ছে। কিছুটা মনেপরে ঠিক এমন অনুভূতি হয়েছিল The Classic, The Notebook, From up on poppy hill, Your Name, Always, Twice Born, Leap Year, Teachers Diary র মত মুভিগুলো দেখে।
যাইহোক। গতকাল যখন বড়ভাই এসে বলল "ভাল মুভি আছে কোন?" দিয়ে দিলাম এটা। ভাই-ভাবি একসাথে মুভিটা দেখা শেষে ভাইয়া এসে বলল "শেষ না করে উঠতে পারলাম না"। :-B
... আমি অতিরিক্ত ভাল না লাগলে কখনও কোন মুভি নিয়ে লেখিনা। এতটা সময় ব্যয় করে লেখা শুধু সবাইকে জানানোর জন্য। মুভির কাহিনী বলার প্রয়োজন মনে করছিনা। দেরি না করে শুধু দেখে ফেলেন। তারপর এসে ভাল লাগুক বা খারাপ লাগুক আমাকে জানাবেন। আরো হতভম্ব হলাম একদম শেষে এসে যখন জানতে পারলাম সত্য ঘটনা অবলম্বনে মুভিটি নির্মিত।
অবশেষে বলতে চাই, যারা এটা দেখেছেন, আমাকে এমন আরো কিছু মুভি সাজেস্ট করুন যেন এমন সুন্দর মুভিগুলো আরও বেশিদিন অদেখা না থাকে। /:)

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: Mucize.... এর বাংলা মানে কি হবে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ইংরেজী নাম The Miracle... বাংলায় "অলৌকিক" হবে

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

নাহিদ০৯ বলেছেন: ডাউনলোড লিংক দেন

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: খুব নাম করেছে তো। খুঁজলে সহজেই পেয়ে যাবেন। আমি আসলে আরেকজন থেকে নিয়েছিলাম ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: ছবিটার কাহিনী কী নিয়া?

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: একজন শিক্ষকের একটি পাহাড়ী দুর্গম এলাকায় শিক্ষকতার জন্য যাওয়া এবং সেখানকার মানুষদের সাথে গড়ে ওঠা একটা সম্পর্ক সাথে অনেককিছু। বেশি বললে মজা নষ্ট হবে। :p

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

আমিন রবিন বলেছেন: আমি প্রথম টারকিশ মুভি দেখি Five minarets in new york

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: টার্কিশ বেশি একটা দেখা হয়নি /:)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: লিংক দেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: খুব নাম করেছে তো। খুঁজলে সহজেই পেয়ে যাবেন। আমি আসলে আরেকজন থেকে নিয়েছিলাম ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

সুমন কর বলেছেন: কিছু দিন ধরে ফেসবুকে এ মুভি নিয়ে বেশ লেখা হচ্ছে। তাই সময় করে রবিবার এক বসায় দেখে নিলাম। ভেবেছিলাম আমিও রিভিউ লিখব। দেখি সময় হয় কিনা !! আপনার লেখাও ভালো হয়েছে।

তবে আরো বেশি প্রত্যাশা ছিল। আমার কাছে, আজিজের চেয়ে শিক্ষকের অভিনয় বেশি ভালো লেগেছে। সবার দেখার মতো মুভি একটি। দর্শকরা দেখে ফেলুন........

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এটাকে রিভিউ বললে ভুল হবে। ভাললাগার অনুভূতি প্রকাশার্থে আসলে পোষ্টটা লেখা। !:#P

আজিজের চেয়ে শিক্ষকের অভিনয় বেশি ভালো লেগেছে বিষয়টা মানতে পারলাম না। দুই হাত, দুই পা, মুখ, এমনকি সম্পূর্ণ শরীরটা দিয়ে আজিজের অভিনয় ছিল।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

উচ্ছল বলেছেন: দেখার আগ্রহটা বেড়ে গেল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: দেখা ফেলুন জলদি।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

আটলান্টিক বলেছেন: No mercy কোরিয়ান মুভিটা দেখেছেন?

না দেখলে দেখে ফেলুন।একটা মাষ্টারপিস মুভি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: No Mercy দেখেছি কমপক্ষে ৪ বছর আগে। এমনকি কোরিয়ান নামকরা যত মুভি আছে তার ৭০/৮০% মুভি দেখা আছে আমার। :``>>

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

একুশে২১ বলেছেন: "I fell in love with my wife" :``>>

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: spoiler

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৯

রাকিবুল_ইসলাম বলেছেন: Mucize 2015 Full Movie Download 720p DVDRip 1.3GB With English Subtitle

http://www.okmoviesin.com/mucize-2015-full-movie-download-720p-dvdrip/

১২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

নৈরীতা বলেছেন: অনেক ভালো লেগেছে মুভিটা! ধন্যবাদ আপনার রিভিউ এর জন্যে।
Teachers Diary এর torrent খুঁজে পাচ্ছি না। কেউ কি দিতে পারেন লিংক?

১৩| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:৫৪

জাহাজী বলেছেন: দিন দিন তুর্কি সিনেমার প্রতি আসক্তি বেড়েই যাচ্ছে। অসাধারণ সিনেমা Mucize । আরেক তুর্কি মাস্টারপিস Dag-II ্নিয়ে আমি রিভিউ লিখেছি, দাওয়াত রইল আমার ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.