নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে ছিল রাজা হব

n

মফিজ

মফিজ › বিস্তারিত পোস্টঃ

ছ।ত্রলীগ যেন রাস্তার বেওয়ারিশ কুকুর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

১৯৭৫ এর ১৫ই আগষ্ট এর পূবর্ে একটি সামাজিক অনুষ্ঠানে এক সেনা কর্মকতর্ার স্ত্রীকে লাঞ্চিত করে জনৈক আওয়ামী নেতা।ঐ সেনা কর্মকতর্া পরবতর্ীতে অভ্যুত্থানে যোগ দেন।

নারী নিগ্রহ যেন আওয়ামী কমর্ীদের মজ্জাগত স্বভাব।১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনে উৎসব হয়।

বর্তমানেও দেশের বিভিন্ন জায়গায় ইভ টিজিং হচ্ছে যার সাথে ছাত্রলীগ জড়িত।

সিলেট এমসি কলেজের ছাত্রীদের মেস ঘিরে এই বদমাসদের অপতৎপরতার খবর সম্প্রতি পত্রিকায় এসেছে।

আরও কিছু ঘটনা,

প্রকাশ্যে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোন মানব সন্তানের পক্ষে অসম্ভব।সম্প্রতি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে নিজ দলীয় কমর্ী হত্যা করে তারা তাদের পশু সত্বার প্রমান দিয়েছে।

এবার আমার কিছু অভিজ্ঞতা,

এদের দখলে থাকা একটি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছি।ভতর্ি পরীক্ষা থেকে শুরু করে পাশ করা পর্যন্ত এই ফকিরের বাচ্চা গুলোকে চাঁদা দিতে হয়েছে।

ভতর্ি পরীক্ষা দিতে হলে এদের নিম্নমানের গাইড বই অবশ্যই কিনতে হবে।কলেজে কোন ফি জমা দিতে হলে আগে এদের চাঁদা পরিশোধ করতে হবে।

কাজেই আমি মনে করি শিরোনাম যথাথর্।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

বাউল সৌরভ বলেছেন: খুবই খারাপ লাগছে। এসবের কোন সমাধান আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.