![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-গোসল করেনা এরকম ছেলেদেরই পছন্দ করেন পরিনীতি চোপড়া। এক সাক্ষাৎকারে এমন বলেন বলিউড সুন্দরী।
-স্পেনের রানী ইসাবেলা সারাজীবনে মাত্র দুইবার নাকি গোসল করেছিলো।
-ফ্রান্সের মানুষ সেই শত শত বছর আগে থেকে এই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে এসেছে যে, তারা গোসল খুবই কম করে, এতো কম যে, মাসে মাত্র এক কিংবা দুইবার!
তারা এজন্যই পারফিউম ব্যবহার করে থাকে। ফ্রান্সের তৈরি পারফিউমের বিশ্বজোড়া খ্যাতি তো সবারই জানা।
-স্পেন, ফ্রান্স, অষ্ট্রিয়ার মেয়েদের কাছে সেসব পুরুষই পছন্দের যারা গোসল কম করে। পুরুষের গাঁয়ের গন্ধটাকেই তারা নেশার মত খোঁজে।
-ইরানের অধিবাসী আমু হাজিজ, দীর্ঘ ৮৬ বছর গোসল না করে থেকেছে।
এরকম আফ্রিকা, এশিয়া, ইউরোপ জুড়ে অসংখ্য উদাহরণ আছে।
-নিউ ইয়র্কের গ্রিন ভিলিজ বা ইউরোপের মমার্তের সেই বিখ্যাত শিল্পী-সাহিত্যিকরা, যারা দীর্ঘদিন ধরে গোসল না করেই থাকতো। তাদের কথাও বলা যায়।
-বাংলাদেশি অভিনেতা কাজী মারুফ শীতকালে সপ্তাহে একদিনও গোসল করেন না। তিনি দুয়েকসপ্তাহ পরপর গোসল করেন।
-Ablutophobia বা গোসল ভীতি যাদের আছে তারা এইখান থেইকা সাহস সঞ্চয় করতে পারেন।
তাছাড়া প্রত্যেকদিন গোসল করলে ত্বকের বেশ ক্ষতি হইতে পারে বইলা মনে করেন ত্বক বিশেষজ্ঞরা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩
গালিব আফসারৗ বলেছেন: হা হা হা, তাই নাকি।
গোসল একটা অভ্যাসের জিনিষ। আর আমাদের উপমহাদেশে মনে করা হহয় ডেইলি গোসল করতেই হবে এরকম। কিন্তু পাশ্চাত্যে গোসলটা অনিয়মিত একটা ব্যাপার।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭
আবিদা সিদ্দিকী বলেছেন: ছি! ইয়াক থু!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
গালিব আফসারৗ বলেছেন:
এইগুলা হইল ইউরোপীয়ান কালচার
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮
মানিজার বলেছেন: আমি তু শরিলের কন্ডিশনের উপর গোসল করি । গরমের দিনেও মাঝে মাঝে গ্যাপ হয় দুই-তিনদিন । শীতের দিনের তু কথাই নাই । আবার এমনও আছে একদিনে দুইবার গুসল করতে হয় ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
গালিব আফসারৗ বলেছেন: বাহ, আপনি তো দেখি ইউরোপীয় কালচারে সহজেই অভ্যস্ত হইবেন। অবশ্য তাই হওয়া উচিত, অত্ত গোসল কইরা কি হইব
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯
মাআইপা বলেছেন: প্রতিদিন গোসল, তা শীত হোক অথবা শৈত্যেপ্রবাহ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
গালিব আফসারৗ বলেছেন: অধ্যবসায়ী মানুষ আপনি
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: আমার রেকর্ড ১৬ দিন, আমি তখন ক্লাশ নাইনে পড়তাম।
হা হা হা ......
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
গালিব আফসারৗ বলেছেন: হা হা হা, পোষ্ট এডিট কইরা তাইলে আপনার নামও দিয়ে দেই দাদা
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: দেন দেন, সবাই জানুক।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
গালিব আফসারৗ বলেছেন: বাংলার কবি বিজন রায় একটানা ১৬ দিন পর্যন্ত গোসল না করে ছিলেন! ভবিষ্যৎ ইতিহাসে জ্বলতে থাকবে।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
মাআইপা বলেছেন: টাইটেল দেখে ভেবেছিলাম আমার এক পরিচিতজনের কথা বলবো, যার রেকর্ড ২৮ দিন।
কিন্তু লেখা পড়ে দেখলাম ওখানে ঋষি মহাঋষি রয়েছে, যাদের জীবনই পার হয়ে যাচ্ছে।
আর শুধু গোসল করলেই অধ্যবসায়ী হওয়া যায় ? হা হা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭
গালিব আফসারৗ বলেছেন: ২৮ দিন! বারে বাহ! আপনার ঐ পরিচিতজনরে জাতীয় যাদুঘরে রাখার ব্যবস্থা করেন।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: আমি তো দুই পাতিল গরম পানি দিয়ে গোছল করি রোজ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
গালিব আফসারৗ বলেছেন: গোসল ছাড়া বাঙ্গালী! কল্পনায় আসেনা খুব।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: গোসল না করলে আমার কাছে কেমন যেন লাগে। কাজেই রেগুলার গোসল আমার অভ্যাসে পরিণত হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
গালিব আফসারৗ বলেছেন: হুম। অধিকাংশেরই এমন হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিবেন।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
ডায়োজেনিস বলেছেন: আমি দুই তিন দিন পর পর করি, শীতকালে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
গালিব আফসারৗ বলেছেন: হা হা হা,
গুড
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
আবু তালেব শেখ বলেছেন: একদিন গোসল না করলে রাতে ঘুম হয় না। কয়েকবছর আগে শৈত্যেপ্রবাহ চলাকালীন গোসল দিইনি ও খোদা রাতে দেখি ঘুমই আসছেনা। রাত ১১টার দিকে পুকুরে ঠান্ডা পানিতে অবশেষে ডুবাতে হয়ছিল।
আবার গরম পানি দিয়ে গোসলের অভ্যাস নেই