নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্যের পথে, মানবতার পথে

মেহেদী হাসান ''

সময় পাপ।সময় পূণ্য।সময় ঘাতক।সময় চিকিৎসক।

মেহেদী হাসান '' › বিস্তারিত পোস্টঃ

খুন (আত্মকাহিনী)

২০ শে জুন, ২০১৩ রাত ১২:২২

আমি লাল,

প্রচণ্ড কুৎসিত লাল,

তার উপরে কালো আভা,

হ্যাঁ ,আমি রক্ত।



আমি একাত্তুরের রক্ত,

আমি বুলেটের আঘাতে প্রবাহিত রক্ত,

আমি মুদ্রা, স্বাধীনতার মূল্যমান।



আমি রক্ত,

আমি মুক্তিযোদ্ধার মাতাল রক্ত,

আমি ফিনকি দিয়ে এঁকে দিয়েছি বাংলার মানচিত্র।



আমি বিদ্রোহী রক্ত,

আমি বেয়নেটের আঘাতে গড়িয়ে পড়ি,

আমি বাংলার মাটি উর্বর করি।



হ্যাঁ, আমি রক্ত।

আমি ধর্ষিত কিশোরীর প্রথম রক্ত,

আমি কিশোরীর স্বপ্ন ভঙ্গ।



আমি রক্ত

আমি মুদ্রা

আমি স্বাধীনতার স্বপ্ন

স্বাধীনতার মূল্যমান।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি মুদ্রা, স্বাধীনতার মূল্যমান।

মুদ্রাকে স্বাধীনতার মানদণ্ড হিসেবে বলার পেছনে কি যুক্তি থাকতে পারে ভাবছি।



হ্যাঁ, আমি রক্ত।
আমি ধর্ষিত কিশোরীর প্রথম রক্ত,
আমি কিশোরীর স্বপ্ন ভঙ্গ।

এই লাইনগুলো অনেক বেশী আবেগি +++

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬

মেহেদী হাসান '' বলেছেন: রক্তই হল একমাত্র মুদ্রা, যা দিয়ে স্বাধীনতা কেনা যায়।
তাই রক্ত বলছে, "আমি মুদ্রা, স্বাধীনতার মূল্যমান।"

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

মেহেদী হাসান '' বলেছেন: আপনার "না" অনেক সুন্দর লেগেছে।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুন্দর ভাবে ব্যাখ্য দেয়ার জন্য। এবার আমিও সহমত জানাচ্ছি। সত্যি রক্তই একমাত্র মুদ্রা যা দিয়ে স্বাধীনতা কেনা যায়। আপনাকে অনুসরন করছি।

ধন্যবাদ" না " ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ, কান্ডারী অথর্ব ভাই,
আপনাকেও অনুসরণ করি। :)

৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

শাওণ_পাগলা বলেছেন: আমি রক্ত
আমি মুদ্রা
আমি স্বাধীনতার স্বপ্ন
স্বাধীনতার মূল্যমান।

++++++++
এই চারটা লাইন দিয়ে যথাযথ ভাবে শেষ করলেন কবিতাটা। ভালো লাগলো।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

মেহেদী হাসান '' বলেছেন: আপনাকে ধন্যবাদ

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ এহসান সাবির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.