নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ঘুরে বেড়াতে, গান শুনতে, বই পড়তে...

মাহাদী হাসান প্রেত

আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!

মাহাদী হাসান প্রেত › বিস্তারিত পোস্টঃ

নষ্ট নগরীর কাব্য

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫



এই নগরীর সব নষ্ট, ভ্রষ্ট আর ভন্ডদের ভীড়ে
হয়তো আমিও একদিন, ঠিক হারিয়ে যাবো।
গ্লাসে মদের রিনিঝিনি শব্দে মুগ্ধ হবো, মাতাল হবো,
হয়তো কারো পেটের ভাঁজে, বুকের খাঁজে মুখ গুজবো।

কী করবে তখন তুমি?
টেবিলের ওপর খাবার সাজিয়ে বসে থাকবে, অপেক্ষা করবে?
অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়বে?
না, না, তা কেন হবে বলো!
অমন আশা আমি করিও না কখনো।

হয়তো তুমিও কাউকে আলগোছে খুলে দেবে
তোমার অবাধ্য শাড়ীর ভাঁজ।
হয়তো আমার বিছানাতেই কেউ
দুমড়ে মুচড়ে দেবে তোমায়।
চুমুতে চুমুতে তোমায় উষ্ণ করে তুলবে
আবার শীতল করে দেবে।

হয়তো মাঝরাতে ক্লান্ত হয়ে
তুমি দরজা খুলে দেবে আমায়।
অন্য কোন উপায় নেই কলেই হয়তো
আমরা একসাথেই থাকবো।

কোন বিয়ে অথবা জন্মদিনের পার্টিতে
হাসিমুখে, পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো আমরা।
আমাদের ড্রয়িংরুমের দেয়ালে ঝুলে থাকবে ছবি,
শুধু আমরা আর কেউ কারো থাকবো না।

এই নষ্ট নগরীর গল্প এগিয়ে যাবে,
আরো কিছু নষ্ট চরিত্র উঁকি দেবে,
তুমি, আমি, আমরা,
এবং আমাদের অনাগত সন্তানেরা!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: এত সুন্দর লিখেছেন!!!

নগর চিত্রের নষ্টামী।
+++++

০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:০৭

মাহাদী হাসান প্রেত বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: মুগ্ধ হয়ে পড়ার মত কবিতা। খুব সুন্দর।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

মাহাদী হাসান প্রেত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন উৎসাহপূর্ণ কমেন্ট করার জন্য।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

মোঃ তালেব বলেছেন: ১৮+++++ দিলে ভাল হত

০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

মাহাদী হাসান প্রেত বলেছেন: কিছুটা অবশ্য সেরকমই। ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩১

রাবেয়া রাহীম বলেছেন: আমার লেখা "ছিলনা কোথাও প্রেম" পড়ার আমন্ত্রণ রইল, কিছুটা এই প্রেক্ষিতে লেখা।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

মাহাদী হাসান প্রেত বলেছেন: যথা আজ্ঞা মাননীয়া :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.