![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!
2441139...
নাম্বারটা খুব চেনা চেনা লাগছে, না? লাগতেই হবে! দুই বাংলার কোটি যুবকের চির চেনা নাম্বার! একটু দাঁড়ান, একটা কল দিয়ে দেখি! একটা সুখবর আছে!
ক্রিং ক্রিং... ক্রিং...
- হ্যালো!
- হ্যালো! এটা কি 2441139?
-জ্বী! কাকে চাই?
- বেলা আছে? বেলা বোস! দিন না ডেকে বেলাকে একটি বার! ব্যালেন্স যাচ্ছে কমে এই প্রিপেইড সেলফোনে। জরুরী, খুব জরুরী দরকার!
- দুঃখিত! বেলা বোস আর এখন এই নাম্বারে থাকে না।
- কোথায় থাকে? ঠিকানাটা একটু দেয়া যাবে, প্লিজ?
- ফ্রান্সে থাকে! ফ্রান্স কোথায় জানেন তো! য়্যূরোপ, য়্যূরোপ!!! ঠিকানা দেব? ফ্রান্সে যাবেন দেখা করতে?
- না, না, লাগবে না। মাত্র তো চাকরিটা পেলাম, এখনো বেতন পাইনি। ফ্রান্সে যাবো কিভাবে? দুই মাসের বাড়ি ভাড়াই দেয়া হয়নি!
- কোথা খেকে যে এইসব উটকো ফোন আসে!!! যত্তোসব!!!
- রাগ করবেন না প্লিজ। জাস্ট নাম্বারটা একটু দেবেন! একটাবার শুধু ফোন করবো!
- না, না! অপরিচিত কাউকে নাম্বার দেয়া নিষেধ।
- ঠিক আছে, লাগবে না। দয়া করে একটা খবর পৌঁছে দেবেন? কথাটা শুনলে বেলা অনেক খুশি হবে!
- কী বলবেন, তাড়াতাড়ি বলুন।
- চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!!!
শুনলেন তো সবই! ভাই, দয়া করে জুতো জোড়াকে এবার একটু রেহাই দিন। হন্যে হয়ে চাকরী খোঁজাটা এবার ছাড়ুন। কষ্টে চিষ্টে কোন রকমে একটা কেরানীর চাকরী পেলেও পেয়ে যেতে পারেন। কিন্তু বেলা বোসকে পাবেন না কোনদিনই। বেলা বোসদের প্রেম বরাবরই ডলার পাউন্ডে বিক্রি হয়ে যায়। বিলাসবহুল এ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট বাড়ি রেখে তারা কখনোই আপনার সাবলেট নেয়া বাড়িতে এসে উঠবে না।
তারচে নিন! এই সস্তা সিগারেট টা জ্বালান। দুইটা সুখটান দিয়ে সটানে পার্কের বেঞ্চে শুয়ে পড়ুন। স্বপ্নে একটাবার বেলা বোসের মুখটা উকি দিলেও দিতে পারে!!!
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯
মাহাদী হাসান প্রেত বলেছেন: এ তো আমাদের প্রতিদিনের জীবনের চলচিত্র ভাই!!!
২| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর বক্তব্য। পাউন্ড ডলার ছাড়া ওদের প্রেম আশা করা বৃথা । কেরানীর দৃষ্টি বেশি উপরে ফেলা চলে না। সস্তা সিগারেটেই সীমাবদ্ধ রাখা উচিত।
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
মাহাদী হাসান প্রেত বলেছেন: চলুন ভাই! হয়ে যাক একটা সস্তা ফিল্টার কিংস!!!
(মন্তব্যের জন্য ধন্যবাদ!)
৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: প্রেম কবেই টাকার কাছে বিক্রি হয়ে গেছে
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
মাহাদী হাসান প্রেত বলেছেন: ঠিক বলেছেন। তারচে চলুন এবার থেকে টাকার প্রেমেই পড়ি।
৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
Dh Mashud বলেছেন: ভালো লিখছেন ভাই।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭
মাহাদী হাসান প্রেত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৫| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
মিজানুর রহমান মিরান বলেছেন: বেলা বোসরে দরকার নাই!! ডলার বোস চাই!
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮
মাহাদী হাসান প্রেত বলেছেন: ঠিকই বলেছেন। তবে আপনার কাছে ডলার বোস থাকলে আপনার বেলা বোসেরও অভাব হবে না কখনো।
৬| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
মিজানুর রহমান মিরান বলেছেন: বেলা বোসরে দরকার নাই!! ডলার বোস চাই!
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭
মাহাদী হাসান প্রেত বলেছেন: আপনার কাছে ডলার বোস থাকলে বেলা বোসেরা এমনিতেই আপনার পেছনে ছুটবে।
৭| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯
কানিজ রিনা বলেছেন: প্রেম না ফ্রেম টাকা দিয়ে ফ্রেম কিনা
যায়। ধরুন একটা ছবি ফ্রেম দিয়ে
বাঁধানো। ওই ফ্রেমটাই টাকা ৃদিয়ে
পাওয়া যায় যে সব মেয়েরা টাকার
প্রলোভনে প্রেমের ভানে পুরুষ চালায়
তারা হচ্ছে সমাজে ঘুর পোকা।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫
মাহাদী হাসান প্রেত বলেছেন: আপনি হয়তো বুঝতে কিছুটা ভুল করেছেন। আমাদের যে সমাজ ব্যাবস্থা তাতে ওই বয়সে একটা মেয়ে চাইলেও কিন্তু প্রেমের সঠিক মূল্য দিতে পারে না। তাদের ঠিকানা বদলাতে, নতুন ফোন নাম্বারে যেতে বাধ্য করা হয়। আর্থিক অথবা সামাজিক প্রতিষ্ঠার কাছে নিজেকে বিকাতে বাধ্য হয়।
তবে কিছু ঘুনপোকা আগেও ছিল, আজও আছে। ওরা থাকবেই শেষ পর্যন্ত।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
হান্টার পোলা বলেছেন: ঠিক লিখেছেন!