নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ঘুরে বেড়াতে, গান শুনতে, বই পড়তে...

মাহাদী হাসান প্রেত

আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!

মাহাদী হাসান প্রেত › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক রেজিস্ট্রেশন!!! কোন ভুল করছেন না তো?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩



বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করেছেন? ভুল করলেন না তো!!!
সময় থাকলে একটু দেখুন। কাজে লাগতেও পারে!

ইতিমধ্যে আঙুলের ছাপ দিয়ে সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন? আপনি অবশ্যই একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করেছেন।
কিন্তু কিছু প্রশ্ন যে থেকেই যায়। ভূত যে শড়িষার সাঝেই থাকে।
আপনার ছবি, স্বাক্ষর সবই নকল করা যাবে। কিন্তু আপনার আঙুলের ছাপ কখনো নকল করা যাবে না। আর সেই আঙুলের ছাপ আপনি লম্বা লাইন ধরে দাঁড়িয়ে বিদেশী বেনিয়া কোম্পানির কম্পিউটারে কপি করে দিয়ে এলেন! একটাবার ভাবলেনও না কী হতে পারে! কি হতে পারে বলছি শুনুনঃ

১. ধরুন আপনি একজন প্রভাবশালী ব্যাক্তি। গত রাতে আপনার এলাকায় একটা ভয়াবহ খুন হয়েছে। ডেড বডির পাশে একটা ধারালো ছুরি পাওয়া গেছে! পরের দিন খবরের কাগজে শিরোনাম, "দুর্বিত্তের ছুরির আঘাতে যুবক খুন"!
আপনি এলাকায় নেই। কোথাও বেড়াতে গেছেন। সকালে খবর পড়ে এতোই চমকে উঠলেন যে আপনার হাত থেকে চায়ের কাপটাই পড়ে গেল।
অথচ কোর্ট কিন্তু আপনাকেও খুনের সাঁজা দিতে পারে। যদি ওই ছুরিতে আপনার হাতের ছাপ পাওয়া যায়!
গাঁজাখুরি গপ্পো মনে হচ্ছে, না?
নারায়নগঞ্জের সাত খুনের ঘটনা ভুলে গেছেন? আমাদের দেশে কালো পোষাক পরা বিশেষ একটা সরকারী বাহিনী আছে। টাকা দিলে এরা পেশাদার খুনির মতো মানুষ খুন করে। একজন দুইজন নয়, একেবারে সাতজন, অথবা তারও বেশি খুন করে ফেলতে পারে।
এদের একজনকে খুনের দায় থেকে বাঁচাতে আপনার মতো একজন আমজনতার আঙুলের ছাপ কাজে লাগানোটা খুব একটা দোষের হবে না (?)

বিরক্ত লাগছে? বাদ দিন। অন্য কথা বলি।

২. বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা চুরির কথা তো নিশ্চই শুনেছেন! কিংম্বা ATM BOOTH থেকে সাধারন গ্রাহকের টাকা চুরি!
কীভাবে সম্ভব বলুনতো? ওতো কড়া সিকিউরিটি ভেঙে টাকা চুরি?
খুব সহজ। হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে।
ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে আপনার ব্যাংক এ্যাকাউন্টও কিন্তু আপনার আঙুলের ছাপের মাধ্যেমই পরিচালনা করা হবে।
অথচ সেই আঙুলের ছাপ আপনি দিয়ে এলেন! আপনার ব্যাংকে টাকা থাকবে তো? ভেবেছেন একটা বার?

৩. বড়বড় অফিসগুলোতে হাজিরা, ছুটি, বেতন, সবই Fingerprint দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। যাতে গ্রাহক ব্যাতীত অন্য কেউ জালিয়াতি না করতে পারে। কিন্তু আপনার কিন্তু এখন আর সেই নিরাপত্তাটি নেই।

সিম রেজিস্ট্রেশন নিঃসন্দেহে সাধু উদ্যোগ। কিন্তু এর জন্য কিন্তু আগের সিস্টেমটাই যথেষ্ট ছিল। অনিবন্ধিত সিমগুলো বন্ধ করলেই হতো। কিন্তু হবে কি?
এই পদ্ধিতে সর্বপ্রথম সিম রেজিস্ট্রেশন চালু করেছিল পাকিস্তান। একটি উগ্রপন্থী, বর্বর দেশ। বাংলাদেশ সেই পদ্ধতি অনুসরন করলো। অথচ বিশ্বের বড়বড় উন্নত দেশে কিন্তু এই ব্যবস্থা নেই।
আমি ইউরোপ, আমেরিকায় থাকা অনেক বন্ধুর সাথে কথা বলে দেখেছি। ওসব দেশে সিম রেজিস্ট্রেশন করতে বায়োমেট্রিক পদ্ধতি লাগে না।

এখনো হয়তো ওরকম কিছু হবে না। কিন্তু শুরুটা আমরা করে দিয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

সুরাইয়া বীথি বলেছেন: তাহলে কি আমরা সিম রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকব ? ¿

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

মাহাদী হাসান প্রেত বলেছেন: বুঝতে পারছি না কি করবো! আর কি করা উচিৎ! তবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কেন অবৈধ হবে না এটা জানতে চেয়ে হাইকোর্ট নাকি আজ নোটিশ দিয়েছে।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বিজন রয় বলেছেন: কিসের ভুল।
আমি যদি ভাল হই তো ওরা আমার সব তথ্য নিয়ে কি করবে?

তাই এটা নিয়ে আমি অত ভাবি না।
অবশ্য আমি এখানো করিনাই।

ধন্যবাদ।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মাহাদী হাসান প্রেত বলেছেন: বুঝতে পারছি না কি করবো! আর কি করা উচিৎ!

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

মাহাদী হাসান প্রেত বলেছেন: আপনার fingerprint ব্যাবহার করে অনেক কিছুই হতে পারে। কারন ভবিষ্যতে অনেক কিছুই fingerprint sensor দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনি ভালো হলেও হ্যাকাররা তো আর এতো ভালো না।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: তাহলে কি করবো !!!

৬| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কামের কথা কন!! বলেছেন: এটা সরকার চাইলে করতেই পারে আর আমরা ও বাধ্য দিতে।

কিন্তু আমার কোশ্চেন হচ্ছে সরকার বাহাদুর এর সঙ্গে এই সব মোবাইল অপারেটর দের কি কোন "পার্সোনাল ডাটা প্রোটেকশন (পি ডি পি এ) এগ্রিমেন্ট আছে কিনা, যেটা কিনা এই ইনফরমেশন এর লিমিটেড ইউজ কমপ্লাই করে এবং আনইথিক্যাল ইউজে সরকার সব রকম লিগ্যাল একশন অপারেটর দের বিরুদ্ধে নিতে পারে। ???
এটা মিলিয়ন ডলার কোশ্চেন যদি সরকার এর কাছে এর উত্তর এবং প্রফ থাকে সেটা গেজেট আকারে বা নিউজ পেপারে বলে দিলেই তো লেটা চুকায় গেলে।

কিন্তু দেখা যাচ্ছে সরকার/বি টি আর সি মুখে আটা লাগায় বসে আছে। কোন সাউন্ড নাই। সন্দেহ হচ্ছে এরা "PDP" সম্পর্কে জানে কি ?

৭| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনার ব্লাড স্যাম্পলও তো হসপিটালের কাছে আছে, ঐ রক্তাক্ত ছুরির সাথে আপনার একটু রক্ত যদি পাওয়া যায়? ধরুন আপনাকে বা আপনার বাসার কাউকে ফোনে কেউ হুমকি দিচ্ছে বা উত্যক্ত করছে, পরে খোঁজ নিয়ে দেখা গেলো সিমটার রেজিস্ট্রেশন ভূয়া। সেটা কি ভালো হবে? এতো কিছু চলে গেল... আর আঙ্গুলের ছাপ দিলেই সব অঘটন গুলো ঘটবে আপনার সাথে? সরকার একটা ভালো কাজ করতেছে, আমাদের উচিৎ সেটাতে সহযোগীতা করা। আপনাকে ফাসানোর ইচ্ছা থাকলে আপনার আঙ্গুলের ছাপ ছাড়াও সেটা করা সম্ভব।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

মাহাদী হাসান প্রেত বলেছেন: আমাদের পাশ্বাবর্তী দেশ ভারতেও কিন্তু এই সিস্টেম নেই। আপনি খোঁজ নিয়ে দেখুন উন্নত কোন দেশেই এই পদ্ধতি অনুসরন করা হয় না। আর জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট একটি সিমের বৈধ রেজিস্ট্রশনের জন্য। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কেন অবৈধ হবে না এটা জানতে চেয়ে হাইকোর্ট কিন্তু আজ নোটিশ দিয়েছে।

৮| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভারতেতো আমাদের মতো আঙ্গুলের ছাপ সহ ন্যাশনাল আইডিই নেই। উন্নত দেশে এয়ারপোর্ট দিয়ে ঢুকতে কিন্তু আঙ্গুলের ছাপ দেয়া লাগে, যা আমাদের দেশে লাগেনা। তারমানে এই না যে আমরাই ঠিক। জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট একটি সিমের বৈধ রেজিস্ট্রশনের জন্য, ঠিক, কিন্তু সমস্যা যেটা হচ্ছে ভূয়া ন্যাশনাল আইডি বা একজনেরটা দিয়ে আরেকজন রেজিস্ট্রেশন করেছে। আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হচ্ছে ডেটাবেজের সাথে রেজিস্ট্রেশনের সময় যেটা ওটা আসলেই সেই ব্যাক্তি কিনা, ছাপটা স্টোরও করা হচ্ছেনা কোথাও। এতে এতো আপত্তি থাকাতো উচিৎ না। আরেকটা ব্যাপার হলো মোবাইল রেজিস্ট্রেশনের সময় আঙ্গুলের ছাপ কিন্তু আপনি আগেও দিয়েছেন, তবে সেটা কালির ছাপ, ডিজিটাল না। আমাদের অবস্থা হয়েছে সিঁদুরে মেঘ দেখে ঘর পোড়া গরু ডরায় টাইপের, সারাক্ষন একটা "গেল, গেল" ভাব। ভালো কাজেও গেল, খারাপ কাজেও গেল....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.