![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!
প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতিতে শূন্যস্থানের কোন স্থান নেই। আপনি বা আমি না থাকলে এই পৃথিবীর কিছুই থেমে থাকবে না। একইভাবে সূর্য উঠবে, সূর্য ডুববে, ভোর হবে, রাত হবে, তারপর আবার ভোর...
আপনার বা আমার প্রিয় কোন মানুষ খুব বেখেয়ালেই একদিন ভুলে যাবে- একদিন আমরা ছিলাম। ঠিক যেভাবে আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে খুব প্রিয় কোন মুখ।
আজকে আপনি যে পথে হাঁটছেন- আপনার অবর্তমানে সেই পথেই পড়বে অন্য কারো পায়ের ছাপ। ভাবতেই খুব কষ্ট লাগে তাইনা? আপনি নেই! অথচ আপনার খুব প্রিয়-শখের কোন জিনিসে অন্য কারো হাতের স্পর্শ, প্রতিদিন। আপনার প্রিয় চেয়ারটাতেই হয়তো বসছে, অন্য কেউ।
পৃথিবীর সবই আছে, শুধু আপনি নেই। তারপর আপনার শূন্যস্থানটাও আর শূন্য নেই, সেখানে অন্য কেউ।
আপনার শূন্যস্থান কিভাবে পূর্ণ হবে, কাকে দিয়ে পূর্ণ হবে তা দেখার সুযোগ প্রকৃতি মানুষকে দেয়নি। কেন দেয়নি? এই অসহ্য কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের নেই বলে?
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০
মাহাদী হাসান প্রেত বলেছেন: হুম। অনেক নির্মম সত্য।
ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭
শেয়াল বলেছেন: ওরে বাপরে !
কঠিন লেখা
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৩
মাহাদী হাসান প্রেত বলেছেন: শুকরিয়া পন্ডিত মশাই।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২
সুতনু সুহৃদ বলেছেন: তবে কিছু মানুষের স্থান আমাদের মনে অপূর্ণই থাকে, বাবা মা , কিংবা কাছের মানুষ, হয়তো স্মৃতি গুলো একটু ধুলোজমা হয়, তবে কোন একাকী সন্ধ্যায় ঠিক ধুলো মুছে সেগুলো আমরা মনে করি।
২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
মাহাদী হাসান প্রেত বলেছেন: তাও ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭
অতঃপর হৃদয় বলেছেন: কঠিন কথা বলেছেন; সত্য বলেছেন।