![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!
একটা কবিতার পাতা ছিঁড়ে দিলে কী হবে?
চানাচুর, ঝালমুড়ির একটা ঠোঙা'ও হবে না।
যত্তোসব অচল-বাতিল মাল!
বড়োজোর এটো-ঝুটো মোছা যেতে পারে ও' দিয়ে!
ফিরে যাও তরুন কবি,
ভেবেছিলে প্রেমিক হবে?
তবে প্রস্তুত থাকো, মরণোত্বর সম্মাননা পাবে,
এপিটাফে কেউ লিখে দেবে- ভালোবাসি!
তোমাকে কি বলেনি কেউ-
কবিদের জীবন থাকতে নেই?
বলেনি কেউ তোমায়-
কবিদের প্রেমে পড়ে না কেউ?
মরণেই কবির স্বার্থকতা!
কবি মরে গেলে কাগজে ছবি ছাপা হয়,
হয়তো আঁচলে চোখ মুছে প্রাক্তন প্রেমিকা!
কবি মরে গেলেই কবিতারা পরিচিতি পায়!
কবি মরে গেলে বুড়ো কাকেরা ফিরে আসে এই জীর্ণ শহরে,
কবিতার ভাষা হয়ে ওঠে কাকের সংলাপের মতো কঠিন।
কবি মরে গেলেই কবির প্রাক্তন প্রেমিকা প্রথমবার অনুভব করে
তাকে নিয়ে কেউ আর কবিতা লিখবে না কোনদিন।
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
মাহাদী হাসান প্রেত বলেছেন: জ্বী আমার লেখা। অনেক ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০২
পুলহ বলেছেন: খুবই ভালো লাগলো কবিতাটা।
শক্তিশালী ভাবের সাবলীল ভাষার কবিতা।
শুভকামনা জানুন ভাই !
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২
মাহাদী হাসান প্রেত বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
আমিনুল ইসলাম500 বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতাটা এটা কি আপনার লেখা?