![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি মূলত একজন কবি।মুক্তক ছন্দে কবিতা লিখে থাকি।ইদানিং,কিছু স্ক্রীপ্ট লিখছি।তাছাড়া,অভিনয় চর্চা করছি এবং একজন অভিনেতা হিসেবে কিছু সৃষ্টি রেখে যাওয়ার সুপ্ত ইচ্ছে আছে।সব ধরনের চলচ্চিত্র ভালবাসি।ডকু,ফিচার,শর্ট,বিজ্ঞাপন,নাটক,টেলিফ্লিম,মুভি সবকিছুই দেখি।বেসুরো কন্ঠে অঞ্জন দত্ত,কবির সুমন,অনুপম রায়,ফসিলস,চন্দ্রবিন্দু,ভূমি,ক্যাকটাস,মুহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গান গাইতে চেষ্টা করি ও শুনতে ভালবাসি।অভিনয়ে শ্রদ্ধেয় অমর মহানায়ক মান্না আমার আদর্শ।তাছাড়া,আমি বুম্বাদা(প্রসেনজিৎ),ফেলুদা(সব্যসাচী),শাশ্বত মূখার্জী,রূদ্রনীল ঘোষ,পরমব্রত চ্যাটার্জী,নায়ক রাজ রাজ্জাক,ডিপজল,মিশা সৌদাগর,শায়ন মুন্সী,কাজী মারুফ,সায়মন সাদিক,আরেফিন শুভ,কাজী হায়াৎ,রজতাভ দত্ত,পরান বন্দোপ্যাধ্যায়,উৎপল দত্ত,ভানু বন্দোপ্যাধ্যায় সহ আরো অনেকের অভিনয় পছন্দ করি এবং অনুসরণ করি।আমার প্রিয় কবি জীবনানন্দ দাস।কবিতায় তাঁকে আমি আমার আদর্শ মানি।আমার প্রিয় গীতিকার অঞ্জন দত্ত,কবির সুমন এবং সুদীপ কুমার দীপ।অঞ্জন দাকে আদর্শ মানি।আমি মানব ধর্মে বিশ্বাসী।আমি সকল প্রকার জাত,ধর্ম,বর্ণের উর্ধ্বে।সকলে মঙ্গল কামনায়...ভালোবাসা রইলো......মান্না।
নানা ভালো আছেন?
বলেই মাঠের দিকে দৌড় দিল আল হাজেন।
পিচ্চিটা খুব চটপটে।।
চোখ ঘষলাম বিকেল বেলায়...
তাকালাম,দেখলাম একটা লাল কাপড়ের উপর একটা লাল মলাটের খাতা।
সোকেসের ভেতর দেখলাম লাল সাইকেল রূপি খেলনা।এগুলোর কোনোটা রিমুর,কোনোটা ঐ পিচ্চির।
বাইরে আসলাম,দেখলাম খড়ের গাদা,গোল হয়ে বসেছে গো সভা।
ঠিক অন্যান্য দিনের মত!কৈ পূর্বপ্রস্তুতি?
পুকুর দেখলাম,আজকাল ঢেউদের ও কোনো সাড়া নেই।
শুধু অযথাই দিশেহারা সদ্য জন্ম নেওয়া দেশী গাভীর বিদেশী বাছুরটা।
একটু এগুলাম,দেখলাম,সামনে রাস্তায় কাদাদের ট্রাফিক জ্যাম।দোকানে নতুন কিছু ইসরায়েলি পন্য তুলেছে সুরুজ।
আজান হচ্ছে।পষ্ট শোনা যায় না।মাইক নষ্ট।ঠিক করতে দৌড়ে যাচ্ছে মিলন,তামিম,সাকিবদের দল।
সেই সন্ধ্যাতেও ফুল কুড়াচ্ছে পাড়ার কিছু কিশোরী।প্রতিদিনের সেই মাদল পূজা।
মোড়ে বসে আছে ধান্দাবাজ স্বপন কবিরাজ।
চোখে পড়ল কোরবানের কবর।বিষখেকো মরা।পচা মানুষের গন্ধ পেয়েছিলাম সেবার।
রাস্তার ধারে পায়খানা করেছে এক মুসলিম শিশু।মা ধুয়ে দিল তার পিছনাংশ।হঠাৎ,পশ্চিম আকাশে একটা বক্ররেখা।ঐ মায়ের চোখে মুখে গন্ধভরা ঈদের চাঁদ।তাকিয়ে দেখলাম ফোনের ডিস্প্লেতে।একটিsms.তাতে লেখা ঈদ মোবারক|
©somewhere in net ltd.