![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি মূলত একজন কবি।মুক্তক ছন্দে কবিতা লিখে থাকি।ইদানিং,কিছু স্ক্রীপ্ট লিখছি।তাছাড়া,অভিনয় চর্চা করছি এবং একজন অভিনেতা হিসেবে কিছু সৃষ্টি রেখে যাওয়ার সুপ্ত ইচ্ছে আছে।সব ধরনের চলচ্চিত্র ভালবাসি।ডকু,ফিচার,শর্ট,বিজ্ঞাপন,নাটক,টেলিফ্লিম,মুভি সবকিছুই দেখি।বেসুরো কন্ঠে অঞ্জন দত্ত,কবির সুমন,অনুপম রায়,ফসিলস,চন্দ্রবিন্দু,ভূমি,ক্যাকটাস,মুহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গান গাইতে চেষ্টা করি ও শুনতে ভালবাসি।অভিনয়ে শ্রদ্ধেয় অমর মহানায়ক মান্না আমার আদর্শ।তাছাড়া,আমি বুম্বাদা(প্রসেনজিৎ),ফেলুদা(সব্যসাচী),শাশ্বত মূখার্জী,রূদ্রনীল ঘোষ,পরমব্রত চ্যাটার্জী,নায়ক রাজ রাজ্জাক,ডিপজল,মিশা সৌদাগর,শায়ন মুন্সী,কাজী মারুফ,সায়মন সাদিক,আরেফিন শুভ,কাজী হায়াৎ,রজতাভ দত্ত,পরান বন্দোপ্যাধ্যায়,উৎপল দত্ত,ভানু বন্দোপ্যাধ্যায় সহ আরো অনেকের অভিনয় পছন্দ করি এবং অনুসরণ করি।আমার প্রিয় কবি জীবনানন্দ দাস।কবিতায় তাঁকে আমি আমার আদর্শ মানি।আমার প্রিয় গীতিকার অঞ্জন দত্ত,কবির সুমন এবং সুদীপ কুমার দীপ।অঞ্জন দাকে আদর্শ মানি।আমি মানব ধর্মে বিশ্বাসী।আমি সকল প্রকার জাত,ধর্ম,বর্ণের উর্ধ্বে।সকলে মঙ্গল কামনায়...ভালোবাসা রইলো......মান্না।
Sudip Kumar Dip
একটা প্রেম দরকার, মাননীয় সরকার..
গণতান্ত্রিক রাষ্ট্র বলে কথা..
আর পাঁচটা ছেলে...দশটা মেয়ে পেলে
আমার কেনো থাকবে ব্যাকূলতা?
এদিক সেদিক ডেটিং.....ফার্স্ট ডেটও সেটিং
অপেক্ষাতেই দিন গুনে যাই...
চাতক দুটি চোখে...থাকছি একা শোকে
আমার তরে বরাদ্ধ কি নাই?
একটা মেয়ে দরকার, বুঝলেন নাকি সরকার...
আঙুল ধরে থাকবে সকাল-দুপুর...
পায়ে পায়ে হাঁটবে....ঠোঁটে ঠোঁট কাটবে...
ঘরের বুকে বাজবে চুড়ি-নুপুর...
বলবে শুধু আমায়...'এই প্রেম কে থামায়...
চলো গিয়ে বিয়ে করে ফেলি...'
আমি বলবো 'না, না'...ওসব করতে মানা
আকাশ দেখতে চলো দু-চোখ মেলি...
একটা সখী দরকার....বুঝে নিন সরকার...
দিন গেলেও রাত তো যাচ্ছে না...
একাকি এ জেলে...আসল সুখ কি মেলে!
মন তো আর পাশ্ তে পারছে না...
শৈশব, কৈশোর শেষে....যৌবন গেলো এসে...
এবার একটু ভেবে দেখলে পারেন!
ছল-চাতুরি বাদ...আমার বড্ড সাধ
না পারলে নিজেই গদি ছাড়েন...
একটা মায়া দরকার....জেনে নিন সরকার
রান্না-বান্না, আদর-সোহাগ দিবে...
মাসিক মাসোয়ারা....কোনো শর্ত ছাড়া
যা যা লাগে, সবই এসে নিবে...
আপনিও ভোট পাবেন, যত্তোগুলা চাবেন
আমার মতো অনেকেই তো আছেন...
সুযোগ কাজে লাগান, সংসদ পাড়া জাগান
এবার না হয় একটু ঝেড়ে কাঁশেন..
গানটি গাইবেন Asif Akbar ভাইয়া। Pritam Banerjeeদা'র সুর করা শেষ। উপরওয়ালা সহায় হলে ২৬ আগস্ট ভয়েস দিবেন ভাইয়া। এই গানটি পেয়ে আবার 'চুলের যত্ন নিও'র কথা ভুলে যায়েন না সবাই!
©somewhere in net ltd.