![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি মূলত একজন কবি।মুক্তক ছন্দে কবিতা লিখে থাকি।ইদানিং,কিছু স্ক্রীপ্ট লিখছি।তাছাড়া,অভিনয় চর্চা করছি এবং একজন অভিনেতা হিসেবে কিছু সৃষ্টি রেখে যাওয়ার সুপ্ত ইচ্ছে আছে।সব ধরনের চলচ্চিত্র ভালবাসি।ডকু,ফিচার,শর্ট,বিজ্ঞাপন,নাটক,টেলিফ্লিম,মুভি সবকিছুই দেখি।বেসুরো কন্ঠে অঞ্জন দত্ত,কবির সুমন,অনুপম রায়,ফসিলস,চন্দ্রবিন্দু,ভূমি,ক্যাকটাস,মুহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গান গাইতে চেষ্টা করি ও শুনতে ভালবাসি।অভিনয়ে শ্রদ্ধেয় অমর মহানায়ক মান্না আমার আদর্শ।তাছাড়া,আমি বুম্বাদা(প্রসেনজিৎ),ফেলুদা(সব্যসাচী),শাশ্বত মূখার্জী,রূদ্রনীল ঘোষ,পরমব্রত চ্যাটার্জী,নায়ক রাজ রাজ্জাক,ডিপজল,মিশা সৌদাগর,শায়ন মুন্সী,কাজী মারুফ,সায়মন সাদিক,আরেফিন শুভ,কাজী হায়াৎ,রজতাভ দত্ত,পরান বন্দোপ্যাধ্যায়,উৎপল দত্ত,ভানু বন্দোপ্যাধ্যায় সহ আরো অনেকের অভিনয় পছন্দ করি এবং অনুসরণ করি।আমার প্রিয় কবি জীবনানন্দ দাস।কবিতায় তাঁকে আমি আমার আদর্শ মানি।আমার প্রিয় গীতিকার অঞ্জন দত্ত,কবির সুমন এবং সুদীপ কুমার দীপ।অঞ্জন দাকে আদর্শ মানি।আমি মানব ধর্মে বিশ্বাসী।আমি সকল প্রকার জাত,ধর্ম,বর্ণের উর্ধ্বে।সকলে মঙ্গল কামনায়...ভালোবাসা রইলো......মান্না।
টাঙ্গাইল জেলায় ছিল আমার আদি নিবাস
সেই ৬৪তে জন্ম আমার, জন্ম ফাগুন মাস।
নদীর জলে গ্রামে ধুলে কেটেছে জীবন,
বাংলা ছবি দেখে নায়ক হতে চেয়েছে মন।
ধীরে ধীরে কেটে গেল দিন আর বাড়ছি আমি ব্যাস!
ইংরেজীতে ভালো করে করলাম ইন্টারমিডিয়েট পাশ।
খেলতাম ফুটবল, ছিলাম আর্জেন্টিনার সাপোর্টার।
কিছু দিন অভিনয় করলাম হয়ে নাটক পিলিয়ার।
নতুন মুখের সন্ধানে আসলাম আমি ঢাকা।
প্রথম পাগলী ছবিতে অভিনয় করলাম, খুলে গেল ভাগ্যচাকা।
বেশ কিছু সিনেমায় ছিলাম আমি সাইড নায়ক।
রাজ্জাক ভাই, জসিম ভাই ছিল মেইন নায়ক।
কাশেম মালার প্রেম যখন করল ভীষন হিট।
বহু প্রডিউসার করল আমার সাথে মিট।
বাবার মত মানতাম যাকে, তিনিই কাজী হায়াৎ।
দাংগা, তেজী, ত্রাস, আম্মাজান মানেই কাজী হায়াৎ।
অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম শুরু থেকে আমি।
আম্মাজানের পর আমি হলাম আরো দামী।
অনেক ছবিতে পুলিশ আমি, অনেক ছবিতে মাস্তান।
অনেক ছবিতে আমিই বীর, আমি বঙ্গ সন্তান।
নিজের প্রতিষ্ঠান থেকে করলাম প্রযোজনা।
জাতীয় ও বিদেশ থেকে পেলাম সম্মাননা।
মনের সাথে যুদ্ধ ছিল আমারি ছবি,
লিখে ফেললাম কিছু গান হয়ে আমি কবি।
অবুঝ শিশু করলাম আমি বুকে নিয়ে ব্যথা
পাশাপাশি চলছিল হার্টের চিকিৎসা।
—
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: ভালোবাসা রইলো ভাই।
২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! প্রিয় চিত্রনায়ক মান্না কে নিয়ে লেখা ব্লগার মোঃ মেহেদী হাসান মান্নার চমৎকার একটি কবিতা।
আসলেই অনেক ভালো লাগল। অনেকদিন পর প্রিয় নায়কের কথা মনে পড়ে গেল
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: ভালোবাসা রইলো।
৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫০
ইব্রাহীম আই কে বলেছেন: সুন্দর সাবলীল উপস্থাপনা। অনেক ভালো লেগেছে।
ব্লগে আমি নতুন। সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসবেন। দাওয়াত রইলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: জ্বী, অবশ্যই।
৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬
অচেনা হৃদি বলেছেন: নায়ক মান্না কে নিয়ে কবি মান্নার কবিতা ! এক মান্না লোকান্তরে, আরেক মান্না সামহোয়ারে !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: ভালো বলেছেন।
৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: উনার অল্প কিছু মুভি ভালো। বাকি সব নোংরা সিনেমা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮
মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:১৮
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট। জানা হলো