নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য থেকে শুরু আর শূন্যতেই শেষ !

মেহেদী তারেক

আজীবন উপদেষ্টা,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

মেহেদী তারেক › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই দার্শনিক

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

প্রতিটি মানুষের জীবনের চলার পথ আলাদা। সেই আলাদা চলায় হঠাৎ করে একই পথে অনেকের সাথে দেখা হয়ে যায়। উদ্দেশ্য ভিন্ন হলেও কিছুটা সময় হয়তো একই সাথে একই পথে হাঠতে হয়। এই চলার মাঝে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের প্রভাব রয়ে যায় দীর্ঘ সময়। তারপরেও প্রতিটি মানুষই আলাদা এবং স্বতন্ত্র। আর এই নিজস্বতাই তার সব থেকে বড় পরিচয়।

চলার পথে আমাদের জীবনে এমন অনেক মানুষের সাথে পরিচয় হয় যারা আমাদের বন্ধু হয়, আবার অনেকে শত্রু। তারাই সব থেকে ভাগ্যবান যাদের এই বন্ধুর পাল্লাটা ভারী। সবাইকেই জীবনের ভাল এবং খারাপ মুহূর্ত পার করতে হয়। ভাল সময়তো বটেই খারাপ সময়েও এই বন্ধুই পাশে দাঁড়ায়। সাহায্য করে সিদ্ধান্ত নিতে অথবা হয় অনুপ্রেরণার উৎস। কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের আশেপাশের ছোট বড় সকল বন্ধুদের প্রতি।

বিঃদ্রঃ আমরা সবাই দার্শনিক যার যার নিজস্ব পরিমন্ডলে !


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম বেশী আমরা সবাই বেশী বুঝি...

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৮

এম আর তালুকদার বলেছেন: বিঃদ্রঃ টি যথাযথ বলেই মনে হচ্ছে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । ভালো লাগল ।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ এর নাটকে দেখেছিলাম- এই লোক চাকরির ইন্টারভিউ দিতে গেল।
চাকরিদাতা সিভি দেখে বললেন ফিলসফিতে মাসটারস করেছেন। আচ্ছা বাংলাদেশে কয়েকজন দার্শনিকের নাম বলুন তো।
চাকরি প্রার্থী বলল- স্যার বাংলাদেশের সবার দার্শনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.