নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য থেকে শুরু আর শূন্যতেই শেষ !

মেহেদী তারেক

আজীবন উপদেষ্টা,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

মেহেদী তারেক › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা এবং প্রাপ্তি

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

আমাদের জীবনে প্রত্যাশার শেষ নাই । তবে বেশীভাগ সময়েই আমাদের প্রত্যাশাটা প্রাপ্তি হিসেবে পরিনত হয় না। আমরা বেশীরভাগ সময়েই ভূল মানুষের কাছ থেকে ভূল কিছু প্রত্যাশা করি। আর তখন আমাদের প্রত্যাশা থাকে আকাশ সমান আর প্রাপ্তি হয় শূন্য।

তবে সেইসাথে মাঝে মাঝে প্রত্যাশার বাইরেও অনেক প্রাপ্তি থাকে যা আমাদেরকে পাহাড়সম আনন্দ দেয়। হুট করেই অপ্রত্যাশিতভাবে আমাদের স্বপ্নপূরন হয়ে যায় অথবা পেয়ে যাই অরাধ্য কিছু।

প্রত্যাশা এবং প্রাপ্তির সম্পর্ক মানুষবেধে ব্যস্তানুপাতিক। সব সময় যে এমনটা হয় তা না। অনেক ক্ষেত্রেই প্রত্যাশা প্রাপ্তিতে পরিনত হয়। যদিও তার পরিমান অনেক কম। সব থেকে ভালো হচ্ছে কোন কিছু প্রত্যাশা না করা, তাহলে সামান্য প্রাপ্তিতেও মন আনন্দে ভরে উঠবে।
আর প্রত্যাশার ক্ষেত্রে সামান্য না পাওয়াগুলোও অনেক বেশী কষ্টের কারন হতে পারে। এত কিছুর পরেও আমরা প্রত্যাশা করি এবং প্রাপ্তির আশায় থাকি। এটাই স্বভাবত মানুষ্য চরিত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.