নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনাই সুন্দর; কল্পনা ইজ ওয়ান্ডারফুল\nএকা থাকি, লিখি... লেখার মাঝে নিজেকে খুঁজি। শব্দের শহরে খালি পায়ে হেঁটে বেড়াই... দুনিয়াদারি ভাল লাগে না। ওয়ান্ডারফুল লাগে না। “কল্পনাই সুন্দর, বাস্তবের বেল নাই”- এইরকম একটা ভাব ধরার চেষ্টা করি। বই পড়া আর ল

এম. এ. হায়দার

এম. এ. হায়দার › বিস্তারিত পোস্টঃ

( শিরোনামহীন )

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

ভাবছি, সামনের কÕটা দিন বেশ ভাল যাবে

স্বপ্ন থেকে কিছু রঙিন ছবি তুলে এনে

ঝুলিয়ে রাখব চোখের প্রতিটি চুলে

আর তাকিয়ে থাকব স্বপ্নভাঙা চোখে



ভাবছি, একদিন হাঁটব, খুব হাঁটব

চলে যাব দূরে, অচেনা কোথাও, রাস্তার শেষ প্রান্তে

যেখানে দৃশ্য দেখে নি আমাকে

একটা বেঞ্চে শুয়ে পড়ব ক্লান্ত দেহে

আর তাকিয়ে থাকব অসীমের দিকে

ভাবছি, আকাশের সব তুলো এনে

উপহার দেব তোমার জন্মদিনে



কি আছে জীবনে, কি নেই?

ভাবছি, ক্যালকুলেটরটা ফেলে দেব ডাস্টবিনে

আর কখনো কান্না কুড়াব না

শুধু ঘুরে বেড়াব

বেহিসেবী ঘুরে বেড়াব জীবনের বনে



নিজেকে খুব লুকিয়ে রাখতে চাইব

হয়েতা দিনগুলো চেপে বসবে অসহ

রাতগুলো খুঁজে নেবে আমায়

একটা ইচ্ছা এসে উঁকি দেবে

একটা প্রবল স্বপ্ন নাড়াচাড়া দেবে মনে



ভাবছি, সামনের কÕটাদিন বেশ ভাল যাবে

স্বপ্ন থেকে তোমার কিছু ছবি তুলে এনে

ঝুলিয়ে রাখব চোখের পাতার চুলে

ছবিগুলো হাসবে

আমি আর কোনদিন ঘুমিয়ে পড়তে চাইব না

কেউ কোনদিন ঘুমিয়ে পড়তে চায় নি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

শুঁটকি মাছ বলেছেন: নিজেকে খুব লুকিয়ে রাখতে চাইব
হয়েতা দিনগুলো চেপে বসবে অসহ
রাতগুলো খুঁজে নেবে আমায়
একটা ইচ্ছা এসে উঁকি দেবে
একটা প্রবল স্বপ্ন নাড়াচাড়া দেবে মনে[/sb

এই লাইনগুলা বেশী সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.