নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

দিল্লিতে আবারো ধর্ষণের লজ্জা, এবার ফেসবুক বন্ধুরা

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

দিল্লিতে চলন্তবাসে গণধর্ষণের ঘটনার পর একটুও বদলায়নি সেখানকার চিত্র। 'দিল্লি যেন আছে সেই দিল্লিতেই'। কারণ ভারতের রাজধানীর বুকে আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বর্ষবিদায়ের রাতে সেখানকার সফদরজং এনক্লেভ এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে আচ্ছন্ন করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ছাত্রীটিকে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাওয়ায় অভিযুক্তরা। এ ঘটনার পর থানায় গণধর্ষণের অভিযোগ করেন ওই ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দু'জনই দিল্লির একটি বেসরকারি সংস্থার কর্মী। পুলিশ জানায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে আলাপ হয়েছিল ওই ছাত্রীর। দামিনিকে বাসের নিচে পিষে মারার চেষ্টা হয় দিলি্লতে চলন্তবাসে গণধর্ষণ ও মারধরের শিকার উত্তরাখ-ের ২৩ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রী দামিনিকে বাসের চাকায় পিষে মারার চেষ্টা করেছিল ধর্ষকরা। তবে মেয়েটির সঙ্গের হবু বর সময়মতো তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারায় সে যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। বৃহস্পতিবার আদালতে এক হাজার পৃষ্ঠার যে অভিযোগপত্র পুলিশ দাখিল করতে যাচ্ছে, তাতে ভয়াবহ সেই ঘটনার বিবরণ এভাবেই দেয়া হয়েছে। চার্জশিটে আটক আসামিদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগও লিপিবদ্ধ করা হয়। স্থানীয় বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের খবরে বলা হয়, ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে ধর্ষকদের মধ্যে তিনজনকে কামড়ে দিয়েছিল মেয়েটি। তিন পাষ-ের শরীরে এর চিহ্নও পাওয়া গেছে। সন্দেহভাজনদের শরীরে পাওয়া চিহ্ন, ফরেনসিক প্রতিবেদন ও মেয়েটির আহত ছেলে বন্ধুর দেয়া সাক্ষ্য আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান তথ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে। অভিযোগপত্রে ধর্ষণ ও হত্যার দায়ে এই ছয় আসামির মৃত্যুদ- চাওয়া হবে বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে দিলি্ল পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগপত্রে মোট ৩০ জনকে সাক্ষী করা হচ্ছে, যার মধ্যে দিল্লি ও সিঙ্গাপুরের চিকিৎসকরাও থাকবেন। এদিকে বুধবার দিলি্ল হাইকোর্টে এ মামলার ই-চার্জশিট জমা পড়েছে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিলি্লতে উত্তরাখ-ের ২৩ বছর বয়সী ওই ছাত্রী একটি চলন্তবাসে গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তার সঙ্গের ছেলে বন্ধু বা হবু বরকে রড দিয়ে মারধর করে দুর্বৃত্তরা। এরপর মেয়েটিকে বাসের চাকায় পিষে মারার চেষ্টা করা হয়। ঘটনার ১৩ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মেয়েটি মারা যায়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেয়া হোক। আলোচিত এই মামলার কার্যক্রম চলবে দিলি্লর দ্রুত বিচার আদালতে। ধর্ষণবিরোধী আইন মেয়েটির নামে হলে অনাপত্তি পরিবারের দিলি্ল গণধর্ষণের ঘটনায় নিহত ওই তরুণীর নাম প্রকাশ করা উচিত। এ দাবি ওঠার একদিনের মধ্যেই ওই মেয়েটির পরিবার তার নামে ধর্ষণবিরোধী আইন আনার ব্যাপারে সম্মতি জানিয়েছে। বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তরুণীর স্মৃতির উদ্দেশ্যে এটা যোগ্য সম্মাননা হবে বলে মত দেন তারা। ২৩ বছরের ওই তরুণীর বাবা জানিয়েছেন, 'সরকার যদি ধর্ষণবিরোধী আইন আনতে তার নাম প্রকাশ্যে আনে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।' এর আগে মেয়েটিকে মীনাক্ষী শেষাদ্রী অভিনীত হিন্দি সিনেমার নির্যাতিত নায়িকার নামে 'দামিনি' বলে আখ্যা দেয়া হচ্ছিল। এর আগে মঙ্গলবার ভারতের মানবসম্পদ প্রতিমন্ত্রী শশী থারার টুইটারে বলেন, 'দিলি্ল গণধর্ষণে নিগৃহীতা তরুণীর নাম গোপন রেখে কী লাভ?' কেন্দ্রীয় ওই প্রতিমন্ত্রী প্রস্তাব দেন, পরিবারের যদি আপত্তি না থাকে, তাহলে দেশের কঠোর ধর্ষণবিরোধী আইন তরুণীর নামেই করা উচিত। এভাবে আইনটির নামকরণ হলে নিহত ওই তরুণীর উদ্দেশ্যে যথাযোগ্য সম্মান জানানো হবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, দেশে কারো নামে এভাবে আইনের নামকরণ করা যাবে না। এটা বিধি-বহির্ভূত। এদিকে মঙ্গলবারই তরুণীর উত্তরপ্রদেশের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা নিয়ে তার নাম প্রকাশ্যে আসে। সেখানে তার নামে একটি নতুন স্কুল তৈরি করা হবে বলে প্রস্তাব দেয়া হয়। তথ্যসূত্র : জি-নিউজ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, পিটিআই

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

আসাদুজ্জামান আসাদ বলেছেন: দিল্লীকা লাড্ডু.................................... =p~ =p~ =p~
বাংলাদেশেও হচ্ছে শুধু দিল্লীতে নয়!!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: বাংলাদেশেও হচ্ছে শুধু দিল্লীতে নয়!!! হুম। আপনাকে আমাকে এগিয়ে আস্তে হবে।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
:( :( :( :(

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: দুঃখ জনক ভাই.।।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

আবহমান বাংলা বলেছেন: দিল্লী কি ধর্ষণের রাজধানী হয়ে উঠল নাকি?

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: তাই ত মনে হচ্ছে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

নেংটি ইদুর বলেছেন: দিল্লি যদি ধর্ষনের রাজধানী হয় তাহলে ভারত আর ধর্ষন কি একই শব্দ? ;)

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: ধর্ষন শব্দ মুছে ফেলতে হবে চিরতরে

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

সিরাজুল বাবু বলেছেন: খুব দুঃখ জনক ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: খুব দুঃখ জনক লজ্জাজনক

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

েনহ।ল বলেছেন: লজ্জাজনক ।।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

মাহতাব সমুদ্র বলেছেন: লজ্জাজনক বটে

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

মুশাসি বলেছেন: দিল্লীতে ধর্ষনের ঘটনার ধিক্কার জানাই।

আসুন এবার নিজের দেশের ধর্ষন ঘটনাগুলোর প্রতিকার করি আগে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

মাহতাব সমুদ্র বলেছেন: অবশ্যি

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

রীতিমত লিয়া বলেছেন: তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের দামিনীদের জন্য এগিয়ে চলি চলুন

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মাহতাব সমুদ্র বলেছেন: একমত

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রীতিমত লিয়া বলেছেন: তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের দামিনীদের জন্য এগিয়ে চলি চলুন

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মাহতাব সমুদ্র বলেছেন: একমত

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

শের শায়রী বলেছেন: এখন বুজবার পারছি খুশবন্ত সিং "দিল্লী" উপন্যাসে এত যৌনতা কই পাইছিল?

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: হা: হা; হা:

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

আহমাদ জাদীদ বলেছেন: আমাদের এখানেই কি কম, আমরা বেশিই চুপ থাকি...... :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: রেপ ছিটি হয়া গেলু B:-)



০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

মিজভী বাপ্পা বলেছেন: দিল্লী দেখি নারীদের জন্য রেড জোন হয়ে গেল B:-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: হুম, তাই তো মনে হচ্ছে

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

রাতুলবিডি২ বলেছেন: ধর্ষকের মৃত্যুদন্ড চাই, দ্রুত বিচারের আওয়াতায় ।

আর যত নারীবাদী , মানবতাবাদী আছে তারাও কখনও ধর্ষকের মৃত্যুদন্ড চায়না । পাশবিক কিছু ঘটলে এর মাঝে পুরুষ তন্ত্র, তাদের মানষিকতা এসব খুজতে থাকেন, আর এই নিয়ে কয়েকটা পক্ষ বানিয়ে ক্যাচাল লাগান, ধর্ষকরা থাকতে থকে নিরাপদে!

ধর্ষকের মৃত্যুদন্ড চাই, দ্রুত বিচারের আওয়াতায়

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

হারানো ওয়াছিম বলেছেন: বিশ্বের যে কোন ধর্ষকের ফাঁসি হোক.....................

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: ধর্ষকের ফাঁসি হোক.....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.