নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

'শাহবাগ স্কয়ার', রাতেও জনসমুদ্র

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

বিকেল থেকে মাইক্রোফোন হাতে জোরালো গলায় সমাবেশ স্থল মুখর করছেন অঞ্জন রায়। কর্ণেল তাহের এর মেয়ে জয়া এসে সংহতি প্রকাশ করেছেন, তিনি বলেন খুনি ধর্ষকদের ফাঁসি দেশের গণ মানুষের দাবী। রাজধানীর শাহবাগ এখন শুধু ঢাকা নয় সারা বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

মুন্তাসীর মামুন বলেন প্রতিদিন আন্দোলন চলবে একটা তবে তা একটা নির্দিষ্ট সময়ে। ব্লগার আসিফ মহিউদ্দিন, একজন আরমান সহ অসংখ্য ব্লগার অবস্থান করছেন শাহবাগে। সামহোয়ারইন ব্লগের কর্ণধার সৈয়দ গুলশান আরা জানা, মডারেটর শরত এসেছেন সংহতি প্রকাশ করতে। শাহবাগ যেন হয়ে উঠছে তাহরীর স্কয়ার এমনটাই বললেন ব্লগার তামীম ইবনে আমান। ব্লগার আরজুপনি... Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে । +++

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

খুব সাধারন একজন বলেছেন: মাতঙ্গী মেতেছে আজ, দারুণও রঙ্গে

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

বাতাসের রূপকথা বলেছেন: আপনার নাম মাহতাব সমুদ্র, আপনি লিখেন জনসমুদ্র। তা, কার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আন্দোলন তার একটা নিশানা কোন ব্যানারে দেখলাম। আপনি বলে দেন, কার বিরুদ্ধে প্রতিবাদ। আপনাদের মত বয়সে একটান চার মাইল ড্রাইভ করেছি কোথাও যাওয়ার জন্য যা এখন মনে হয় অনর্থক শরীরের উপর ধকল তৈরী করা।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
প্রতিবাদ চলছে
শাহবাগ জলছে

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

রাইসুল সাগর বলেছেন: আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

একজন আরমান বলেছেন:

একটাই দাবী,
রাজাকারের দাবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.