নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

জাপানিজ বাংলায় ভাষণ দিয়ে তাক লাগালেন, দিপু মনি দিলেন ইংরেজিতে

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ষষ্ঠবারের মত বাংলাদেশ সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা জানালো। এই সম্মাননা অনুষ্ঠানে এসে আপ্লুত হলেন বিদেশি বন্ধুরা। কেননা তারা কখনো ভাবেননি এই ভাবে সম্মনিত হবেন। যাই হোক মুলকথায় আসি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিপরীত দৃশ্যের অবতারনা করলেন।



জাপানী বন্ধু তোমিয়ো মিজোকামি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা মঞ্চে উঠে স্পষ্ট বাংলায় ভাষণ দিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন। অথচ তারপরে ভাষণ দিতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম স্মার্টলি ইংরেজিতে ভাষণ দিয়ে গেলেন, একই পথে গেলেন দিপু মনিও। যদিও অনেকেই বলতেই পারেন এই অনুষ্ঠানে অনেক বিদেশি ছিলেন তাই তারা ইংরেজিতে ভাষণ দিয়েছেন। আমি এই যুক্তি মানছি না। ভাষণের একটা অনুলিপি অনুবাদ সহ প্রত্যেক অতিথিদের হাতে দিয়ে মাতৃভাষায় ভাষণ দেয়া যেত। যাই হোক আমি স্মালোচনা করতে আসিনি, এসেছি স্তুতি গাইতে।



মিজোকামি বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাপানের পত্রিকায় বাংলাদেশের কথা লিখেছি। আজ আমি বাংলাদেশে এসে সম্মাননা গ্রহণ করছি এটা আমার জীবনের একটি স্মরনীয় মুহুর্ত।



তিনি বলেন বাংলাদেশের পাশে মুক্তিযুদ্ধের সময় ছিলাম, এখনও আছি। বাংলাদেশের সাথে আমার সম্পর্ক নিবিড়। বাংলাদেশ আজ যে সম্মান আমাকে দিলো তা আমি কখনোই ভুলবো না, আমি জাপানে গিয়ে এই কথা বলবো।



তিনি দৃঢ় বাংলায় বলেন জাপানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তা অটূট থাকবে।



মিঃ তোমিয়োর বাংলা ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুগ্ধ হয়ে হাত তালি দেন।



তোমিয়ো নিজের ভাষার পাশাপাশি বাংলাকে ধারন করেছেন, কৃতার্থ আমরা বাঙালিরা।



মুল সংবাদ- বাংলায় ভাষণ দিয়ে তাক লাগালেন জাপানী বন্ধু

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

তোমোদাচি বলেছেন: দোমো আরিগাতো গুজাইমাস তোমিয়ো মিজোকামি !!

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই এইডার মানে কি???

২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কোবিদ বলেছেন:
জাপনীরা যদি বাংলায় দিতে পারে তা হলে
বাঙ্গালীরা কেন ইংরেজীতে দিতে পারবে না!!
বাংলায় দিলে কইবো লেহা পড়া জানেনা!!
মাতৃভাষায় কয় !! :!> :-/
=p~
বাংগালীরা কী কম শিক্ষিত নাকি ? =p~ :-P =p~

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: আপনার কথায় যুক্তি আছে বটে

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ুুপাংশুল বলেছেন: এই কয়দিন ইংরাজি বয়ান মুখস্হ করতে উনাদের তো আর কম কষ্ট হয় নি।কষ্টটা মাটি করতে চান নি উনারা :-B :-B :-B

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: কথাটা ফেলে দেবার মত না।।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নিকষ বলেছেন: কোবিদ বলেছেন:
জাপনীরা যদি বাংলায় দিতে পারে তা হলে
বাঙ্গালীরা কেন ইংরেজীতে দিতে পারবে না!!
বাংলায় দিলে কইবো লেহা পড়া জানেনা!!
মাতৃভাষায় কয় !! :`> :-/
=p~
বাংগালীরা কী কম শিক্ষিত নাকি ? =p~ :-P =p~

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: ।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সরোজ রিক্ত বলেছেন: আরিগাতো গুজাইমাস = ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: আরিগাতো গুজাইমাস = ধন্যবাদ

৬| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

তোমোদাচি বলেছেন: তোমিয়ো মিজোকামি কে জাপানীজ ভাষায় আন্তরিক ধন্যবাদ দিলাম আর কি !! ;)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৭| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আতিকুল০৭৮৪ বলেছেন: unader sob boyan english e type kora cilo..sudden banglay kivabe dibe?

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: হুম.. তা তো অবশ্যই

৮| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

াহো বলেছেন: ++

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ড. জেকিল বলেছেন: যে দেশের সাথে কোন সম্পর্ক নেই, যে দেশকে তারা ভালোবেসে কোন প্রতিদান পাবেনা নিজের দেশের মতো , সেই দেশটাকে বোধ হয় তারা আমাদের চাইতেও বেশি ভালবাসে ।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মাহতাব সমুদ্র বলেছেন: আসলেই তো।।

১০| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কালোপরী বলেছেন: হুম

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: কালোপরী বলেছেন: হু.।। হুম

১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমিয়ো মিজোকামি কে আন্তরিক ধণ্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকেও।।

১২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

শিপু ভাই বলেছেন:
তোমিয়ো মিজোকামি কে আন্তরিক ধন্যবাদ ।

দিপু মনির ইংরেজি বক্তব্যে খুশিও না বেজারও না!!!

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

মাহতাব সমুদ্র বলেছেন: দিপু মনির ইংরেজি বক্তব্যে খুশিও না বেজারও না!!!

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

অগ্নি সারথি বলেছেন: লাল সালাম তোমিয়ো মিজোকামি

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩

মোঃমোজাম হক বলেছেন: জাপানি ভদ্রলোক বাংলা জানেনা তাই বাংলা বলতে পেরে সে নিজেকে গর্বিত মনে করেছে।

আর দিপু মনি ইংরেজি না জেনে বলেছে কিনা জানিনা ভাই :)

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

মাহতাব সমুদ্র বলেছেন: মোজাম ভাইকে বলছি, উনি ৭১ এ আমাদের হিতৈষী ছিলেন। আমার মনে হয় তিনি বাংলা জানেন। কারন তিনি স্ক্রিপট লিখে আনেন নি।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বিদেশি এই বন্ধুকে ধন্যবাদ ।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

অতল গহবর বলেছেন: তোমিয়ো মিজোকামি অনেক চমৎকার একটি কাজ করেছেন। ওনাকে ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ঘুড্ডির পাইলট বলেছেন: বিদেশি এই বন্ধুকে ধন্যবাদ ।

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.