নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

ধানমন্ডি লেক: বড়লোকের নষ্ট ছেলেদের দ্বারা কলুষিত হচ্ছে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

রাজধানীর কেন্দ্রে নৈস্বর্গিক সৌন্দর্যে গড়ে ওঠা ধানমন্ডি লেকে নগরবাসীর যেন একটু স্বচ্ছ নিঃশ্বাস নেয়ার আসেন। এখানে সকালে এবং বিকেলে অনেকে হাটটে আসেন। অথচ ধানমন্ডি লেকের বাতাস কিছু ধনীর দুলালের কারনে কলুষিত হচ্ছে। দুষিত সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে তাদের কারনে।



দৃশ্যপটঃ ১

ধানমন্ডির পাঁনসী রেস্তোরার পাশ দিয়ে একটি সেতু মিলিত হয়েছে দ্বীপরাষ্ট্রের সাথে। আর একটি সেতু কলাবাগান ক্রীড়াচক্র মাঠ থেকে মিলিত হয়েছে। অপর সেতুটি চলে গেছে লেকের ভিতরে। বিকেলে এই দ্বীপরাষ্ট্র গিয়ে দেখা যায়, একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংগঠনের কজ নিয়ে আড্ডা দিচ্ছে। দ্বীপ রাষ্ট্রের এই ছোট্ট দ্বীপে বসে কয়েকজন বড়লোকের ছেলে হাতে গাঁজা ডলছে।



আর একজন সিগারেটের ভিতর সেটা প্রবেশ করাচ্ছে। পুর্বে তৈরি করা আরেকটায় টান দিচ্ছে। গোটা এলাকায় বিকট গন্ধে ছেয়ে যাচ্ছে। সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। পোশাক পরিচ্ছদ অত্যন্ত মুল্যবান কিন্তু উগ্রতার ছাপ। পর পাশে বসে আছে লেকে হাটটে আসা মধ্যবয়স্ক এক দম্পতি। গাঁজা সেবন কারীদের বলার কেউ। শুধু নাক সিঁটকানোর মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ।



এরপর তাদের আরো একটি দল আসে যথারীতি গাঁজার গন্ধে এলাকা বিকট আকার ধারন করছে। পাশ দিয়ে কোচিং ফেরত ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছে তাদের বাবা অথবা মা।



দৃশপট-২



ধানমন্ডি ৩২ এবং ৮ নম্বরের মাঝামঝি জায়গা। ধারাবাহিক ভাবে পথিকদের জন্য বিশ্রাম নেয়ার জন্য ছোট ছোট ছাউনি দেয়া ঘর। সন্ধ্যার পর অন্ধকারে সেখানে অবস্থানকারীদের বোঝার কোন উপায় নেই। মাঝে মাঝে দুর্বোধ্য গানের লাইন ভেসে আসে। পথচারীরা হেটে গেলে নাক চেপে যেতে হয়।



ধানমন্ডি লেকের দুটো স্থানের দৃশ্যপট এটি। ধানমন্ডি লেকের বিভিন্ন এলাকা ঘুরে একই দৃশ্য দেখা যায়। অধিকাংশ স্থানেই এইসব মাদকসেবীদের দেখা যায়। প্রকাশ্যেই তারা মাদক সেবন করে। এতে প্রতিনিয়ত লেকে আসা দর্শনার্থী কিংব পরিবার নিয়ে আসা মানুষেরা বিব্রতকর অবস্থায় পড়ছে। আর এইসব মাদক সেবীরা অধিকাংশই বড়লোকের ঘরের ছেলে।



লেকে নিরাপত্তা কর্মীরা থাকলেও তাদের সংখ্যা সীমিত। তাদের একজনের সাথে কথা হলে জানান মাদক সেবীরা একটি সংঘবদ্ধ দল। তাদের বিরুদ্ধে কথা বলা ঝামেলার ব্যাপার।



লেকে কথা হয় ধানমন্ডির বাসীন্দা লোকমান হাকিম বলেন, এখানে আডা দিতে আসা অধিকাংশরাই ধানমন্ডি এলাকার নয়, এরা আশেপাশের এলাকা থেকে আসে। ধানমন্ডির বাসিন্দা কোন ছেলেমেয়েরা এখানে আড্ডা দেয় না। তিনি বলেন ধানমন্ডির ছেলেমেয়েরা হয়তো এখানে সকালে অথবা বিকেলে হাটটে বের হয়।

পত্রিকা লিঙ্ক- ধানমন্ডি লেক: বড়লোকের নষ্ট ছেলেদের দ্বারা কলুষিত হচ্ছে

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

টানিম বলেছেন: :( :( :( :( :-& :-& :-& :-& :-&

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: হুম।।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

সোহানী বলেছেন: ভাই আমরা এখন ব্যাস্ত রাজপথে, এসব দেখার সময় কই :-& :-& :-& :-& :-&

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: এগুলোও দেখবেন যখন ভুক্তভোগী হবেন.।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

মুরশীদ বলেছেন: আমাদের দেশের মানুষের বিনোদনের খুব অভাব ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: বিনোদন কেন্দ্র যেগুলো আছে সেগুলোও এদের দখলে।।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: দুঃখ >>>

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

অশান্ত কাব্য বলেছেন: কবে না শুনি হাতির ঝিলেরও একই অবস্থা...

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

মাহতাব সমুদ্র বলেছেন: অলরেডি

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

হেডস্যার বলেছেন:
এগুলারে দেখলেই !!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

মাহতাব সমুদ্র বলেছেন: কি???

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

রামন বলেছেন:
মক্কার লোকেরা যেমন হজ্ব পায় না তেমনি ধানমন্ডির বাসিন্দা হয়েও লেকের ধারেকাছেও যেতে পারি না :(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: ধানমন্ডির বাসিন্দা হয়েও লেকের ধারেকাছেও যেতে পারি না

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: কি আর করবে,কাজ কর্ম পায় না তাই যায় অকর্ম করতে :-0

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

মাহতাব সমুদ্র বলেছেন: কি আর করবে,কাজ কর্ম পায় না তাই যায় অকর্ম করতে

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

রুদ্র মানব বলেছেন: এই বিষয় নিয়া কাউরেই তোয়াক্কা করতে দেখি না । :-0 :-0

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

মাহতাব সমুদ্র বলেছেন: হ।।

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

গোবর গণেশ বলেছেন: অশান্ত কাব্য বলেছেন: কবে না শুনি হাতির ঝিলেরও একই অবস্থা...

নেন দেখেন

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

মাহতাব সমুদ্র বলেছেন: দেখলাম।

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আন্দোলন বলেছেন: ধানমন্ডি লেককে ধুমপান মুক্ত এবং মাদক মুক্ত ঘোসণা করা হোক,

কর্তীপক্ষ নিরাপত্তা কর্মী বারাক, অবশ্য ই ভালো কর্মী যারা ঘুষ খাবে না, কেও ধরা পড়লে প্রথম বার ৫০০ টাকা জরিনাবা , পরের বার ১০০০ ...

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো প্রস্তাব

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

আকাশ_পাগলা বলেছেন: বড়োলোকের নষ্ট ছেলে ছাড়া কেউ গাঁজা খায়না বুঝি !!
দারুণ বলেছেন স্যার।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

মাহতাব সমুদ্র বলেছেন: খায়.. আমি গাজাকে উপজীব্য করে লিখি নি।। সেইসব পোলাপাইন দের উপজীব্য করে লিখেছি।।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পুরাতন বিষয় নতুন কিছু আপডেট থাকলে দেন।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: বিষয় পুরাতন হৈলেও কিছু করন লাগবো. তয় নতুন বিষয় আইতাছে.।। ধানমন্ডি নিয়ে কয়েকটা পর্ব লিখবো।।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সন্ধ্যার পরে ওখানে প্রাপ্ত বয়স্ক চলচিত্রের প্রাকটিশ চলে :(




এইটা বাদ গেছে !

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: ঐটা পরের পর্বে আসছে.।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

মুশাসি বলেছেন: পরিবার থেকেই শিক্ষাটা আসতে হবে

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: নাগরিক জীবনে বোধোয় অভাব

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

হাসান নাঈম বলেছেন: আমাদের দেশের মানুষের বিনোদনের খুব অভাব ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

আহলান বলেছেন: হুমম .. পরিবেশটা আসলেই নষ্ট থেকে নষ্টতর হচ্ছে , তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার উপায় নেই। আর এই নষ্ট বাতাসের প্রভাবে সবাই অসুস্থ্য হয়ে পড়ছে .....

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মাহতাব সমুদ্র বলেছেন: তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার উপায় নেই। আর এই নষ্ট বাতাসের প্রভাবে সবাই অসুস্থ্য হয়ে পড়ছে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.