নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে সহজ কিস্তিতে একটা প্লট বরাদ্ধ

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

পার্কের বেঞ্চে যখন

তুমি আমার

ঘাড়ে মাথা রাখতে যাবে

ভালোবাসার সময় অতিক্রমন আবেশ

অনুভবে,

আমার শরীরের তীব্র

পুরুষালী গন্ধে নাক

ছিটকে নিবে

বলবে 'তুমি বডি স্প্রে ব্যবহার

করতে পারনা ?'

আমি বলবো 'আমার

তো বডি স্প্রে নেই'

'কেন কিনতে পারনা?'

'কিনবো কিভাবে আজ

যে মাসের ২৭ তারিখ'

তুমি হাত

ধরে হ্যাচকা টানে ঝলমলে শপিং কমপ্লেক্সে নিয়ে যাও

অতঃপর আমার

শরীরে কিটনাশকের

মত স্প্রে ছুড়তে লাগলে,

বাহ্ দারুন গন্ধ

তো এটা কি ল্যাভেন্ডার?

এরপর সৌরভ আর

ইন্ডিয়ান অ্যাডের মত

মোহিত

অতঃপর

আমাকে জড়িয়ে ধরে বলবে

তোমাকে ভালোবাসতে পারবো না ঠিকই

কিন্তু জনম জনম বন্ধু

থাকবে,

প্রয়োজনে হাজব্যান্ড

ডিভোর্স হয়ে যাবে।

বাব্বাহ কি কথা!

মনে মনে ভাবলাম

কি দরকার ছিলো এই

বডি স্প্রের, আমার এত

প্রাপ্তির দরকার নেই।

আমি চেয়েছিলাম সহজ

কিস্তিতে তোমার

হৃদপিন্দে একটি প্লট

বরাদ্ধ...



[মাহতাব হোসেন - ২৭ জুন২০১২]

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

স্মরনে থাকবে কবিতাটি।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: তুমি তো কবিতায় কবিতায় বডি স্প্রে এর অ্যাডও করে ফেলেছ ভাইয়া...... ;) ;)
কবিতা ভালো হয়েছে :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

মাহতাব সমুদ্র বলেছেন: আমি চালাক--- বডি স্প্রে এর নাম দেই নাই। ধন্যবাদ

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
অতঃপর আমার
শরীরে কিটনাশকের
মত স্প্রে ছুড়তে লাগলে,



অতঃপর
আমাকে জড়িয়ে ধরে বলবে
তোমাকে ভালোবাসতে পারবো না ঠিকই
কিন্তু জনম জনম বন্ধু
থাকবে,
প্রয়োজনে হাজব্যান্ড
ডিভোর্স হয়ে যাবে।



দারুন! কাব্যরস এবং হাস্যরসের যুগল সন্নিবেশ- কবি ভালোলাগা জানিবেন।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: কবি হতে পারিনি।। ধন্যবাদ।।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

বাংলাদেশী দালাল বলেছেন: ব্লগে একি গন্ধ,
ভালবাসায়
লেগ গেল চির চেনা
দন্দ্ব।


সুন্দর

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

মাহতাব সমুদ্র বলেছেন: ভালোবাসা ছড়িয়ে দেই সবখানে।।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

সজিব তৌহিদ বলেছেন: কবি হওয়া সহজ কথা নয় যত সহজ লঙল ঠেলা। কবিরা প্রেমিক হয় জানি কিন্তু আপনি ভাই কিসের প্রেমিক দেশ নাকি নারী..??

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: প্রেমিক দেশ নারী

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

একজন আরমান বলেছেন:
শিরোনাম পড়েই আমার অবস্থা কাহিল !

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: ক্যান্???

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

সোহাগ সকাল বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

shfikul বলেছেন: +++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: প্লট সেল হইছে ভাই !



সেল না হওয়াই ভালো ! একা থাকা অনেক ভালো । লেখা ভালো লাগলো ।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: সেল হয় নাই।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মুনসী১৬১২ বলেছেন: +++++++++

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

নিসর্গ ময়ূখ বলেছেন: অসাধারন !

০১ লা মে, ২০১৩ দুপুর ১:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১২| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতা।

+++++++



ভাই কিস্তি কেমনে চালামু???

১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: হা হা হা... মাইনষের দুকানে কাম কৈরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.