নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

নয় বছর পর পরিচিত চুলের গন্ধ

১১ ই মে, ২০১৩ রাত ৯:৪০

মনে মনে প্রায়ই খুঁজি তাকে, খুঁজেছি কতবার। কিন্তু এভাবে দেখা হয়ে যাবে কখনোই ভাবিনি তাকে। আজ কতদিন পর দেখা হলো! সর্বশেষ দেখা ২০০৩ এ।

স্কুল জীবনের শেষ দিনগুলির কথা খুব মনে পড়ে যায়। প্রতিটি ক্লাসের পরই করিডোরে এসে দাড়াতাম, তাকিয়ে থাকতাম মেয়েদের কমনরুমের দিকে। বারান্দায় বের হলেই চোখে চোখ পড়ে যেত। সেটা ছিলো আমার দিনের সর্বোচ্চ প্রাপ্তি, যার রেশ থেকে যেত দিন অবধি। কারনে অকারনে তাকে দেখার জন্যে হেটে যেতাম কমনরুমের পাশ দিয়ে।



বাসায় ছুটিতে এলেই তাকে মনে মনে খুঁজতাম। একে ওকে জিজ্ঞেস করেও কখনো তার সম্পর্কে বিন্দুমাত্র জানতে পারিনি। বাস টার্মিনালে রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করতেই চোখে চোখ পড়ে যায়। সহস্র বছরের তৃষ্ণার্ত চোখ কয়েক সেকেন্ড এক হয়। চোখ সরিয়ে নেই আমি। এরপর তার দৃষ্টি উপেক্ষা করে তাকে এড়িয়ে যাই।



টার্মিনালের বিপরিত দিকে গিয়ে মনের খচখচানি বেড়ে গেলো। আবার আসলাম কিন্তু কাছে গেলাম না। টিকেট কাউন্টারে একটু কথা বললাম, বোঝালাম কাজেই এসেছি। তার সাথে ছোট বোন, তার বিবাহিত বড়বোন এবং বোনের স্বামী। আবার ঘুরে গেলাম বিপরিত দিকে। মনের ভেতর তোলপাড়, মাথায় এলোমেলো চিন্তা।



নিজেকে সামলে, আমার গন্তব্যের উদ্দেশ্যে টিকেট কেটে বাসে উঠে পড়লাম। সীটে বসতেই দেখি আমার সামনের সীটে সে বসে আছে। খুব নার্ভাস ফিল করছিলাম। এতো কাছাকাছি, তার চুলের গন্ধ পাচ্ছি। সেই একই রকম চুল, চুলে হালকা ব্রাউনি শেড। যখন স্কুলে পড়তাম তখন কয়েকবার কথা বলেছি। নিতান্তই গুরুতরও কারন তৈরি করে কথা বলেছি। আমার এক ক্লাস জুনিয়র হওয়ায় কথা বলার ছল খুঁজে পেতাম না।



তার বাসার রাস্তা দিয়ে হেটা যেতাম সে মুচকি হাসতো। আমি বান্ধবীর বাসায় নোট নেয়ার ছলে তাকে দেখতে যেতাম। হয়তো সে বুঝে ফেলতো যে তাকে দেখতে যেতাম। আমার খুব রাগ লাগতো মনে হয় কষে একটা চড় দিয়ে বলি তুই বুঝবি বান্ধবির কাছে এসেছি তোর কাছে আসি নাই।



আমার বান্ধবীরা বলতো ওকে আমার পছন্দ হয় কি না! এইসব কথা এড়িয়ে যেতাম, এরমতো লজ্জাজনক কথা পৃথিবী কি আছে! আমার সামনে বসে আছে, বাসের জানালে দিয়ে ছুটে আসা বাতাসে তার চুল উড়ছে। আমার বুকের ভেতর শব্দের গতি বেড়ে গেছে। হৃত্‍স্পন্দন তো বাড়বেই।



আজ নয় বছর পরে দেখা অথচ বিন্দুমাত্র পরিবর্তন নেই। সেই কাটা নাক, সেই চাহনি, সেই চুল, মুখের একটি রেখাও পরিবর্তন হয় নি। বাস ছুটে চলছে। চোখের সামনে স্কুল জীবনের ছবিগুলো ভেসে উঠছে, খেলাধুলা হৈ হুল্লোড় ফাঁকে তাকে একটু কারনে অকারনে দেখার চেষ্টা। নয় বছর পর সে কি করছে, কোথায় আছে কিচ্ছু জানি না। আমার সামনের সীটে সে।



মাঝে মাঝেই মাথা ঘুরিয়ে আমাকে দেখছে আর আমি পরম নির্ভরতায় বাসের জানালা দিয়ে প্রকৃতি দেখছি। নয় বছর আগের সে তেমনি আছে মনে হয় আমিই কিছুটা বদলেছি নাহলে আমি কেন প্রকৃতি দেখবো। তার শরীর চুলের সৌরভ আমাকে আচ্ছন্ন করে ফেলছে।



নয় বছর পরেও মনের কথা মনেই থাক। যদি আবারও কোন একদিন এভাবে দেখা হয়... তুলে রাখি সেই দিনের জন্য..

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
নাহ। আজকালকার সাংবাদিকদের নিয়া এই এক ঝামেলা। এরা পুরা নিউজ কাভার দিতে চায় না। পুরা নিউজ জানতে চাই।

১২ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: কাভার দিমু... এক্টু অপেক্ষা...

২| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৪০

পানকৌড়ি বলেছেন: আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বল ভাল আছো তো বলো..... গানটা আপনার জন্য ।

১২ ই মে, ২০১৩ সকাল ১১:৪০

মাহতাব সমুদ্র বলেছেন: অনেক কৃতজ্ঞতা

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

কোডব্লকার বলেছেন: ভাই ২০০১ সালে লাস্ট দেখছি। এখনো মনে পরে :| :| :|

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: কষ্টের কথা বৈকি।।

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৫

কালোপরী বলেছেন: :)

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬

মাহতাব সমুদ্র বলেছেন: খুশি নাকি??

৫| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনামে মুগ্ধ হতে হল

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: তাই??

৬| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো অনেক।ছবিটাও অনেক সুন্দর।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৯

s r jony বলেছেন:
কমেন্ট নয়, সুধুই একটি দ্বির্ঘশ্বাস ফেলে গেলাম।

+++++

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: আমার গায়ে লেগে গেল...

৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৫৪

লাবনী আক্তার বলেছেন: যদি আবারও কোন একদিন এভাবে দেখা হয়... তুলে রাখি সেই দিনের জন্য.



দুয়া এবং শুভ কামনা রইল সেই দিনটির জন্য। :)

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ সুন্দর!

১২ ই মে, ২০১৩ রাত ১০:০৯

মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর নাকি কষ্টের??

১০| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মুনসী১৬১২ বলেছেন: আবার হোক দেখা..................

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

মাহতাব সমুদ্র বলেছেন: দোয়া করেন

১১| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো , কত সুর কতো গান মনে পরে গেলো ,

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো , কত সুর কতো গান মনে পরে গেলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.