নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক যখন মাদকাসক্ত!

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এবং অভিজ্ঞতা থেকে যে ব্যাপারটি দেখে এখন আমি প্রতিনিয়ত মর্মাহত হই তা হলো শিক্ষকদের মাদক গ্রহণ। আমার পার্বতীপুর এলাকার বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু মাদকাসক্ত শিক্ষকদের দেখে আমার একটা ধারনা তৈরী হয়েছে যে আমাদের দেশের প্রায় প্রতিষ্ঠান গুলোতে এই ধরনের কিছু মাদকাসক্ত শিক্ষক আছেন। এটার পরিমান অল্প হতে পারে আবার অনেকও হতে পারে। তবে আমার কথা কিন্তু এখানে না। সে দিন আমার এক ছোট ভাই আমাকে বলছিল

-ভাই অমুক স্যার কি ডাইল (ফেন্সিডিল) খায়?

-আমি বললাম না তো

-না ভাই খায় আওনি জানেন না।

-তুই জানিস কিভাবে?

- কামুদের বাসায় গত শুক্রবার তামিম ডাইল খাইতে গেছে দেখে স্যার ডাইলের বোতল গলায় ঢালতেছে। পালিয়ে আসতে ধরলেও তামিমকে স্যার দেখে ফেলেছে।



আমি অবাক হয়ে তার কথা শুনলাম। আমাদের এলাকার একটা স্বনামধন্য কলেজের একজন শিক্ষক যে ফেন্সিডিলসেবি এটা ওপেন সিক্রেট ব্যাপার। অধ্যক্ষ সাহেব জেনেও না জানার ভান করেন।



একটা কথা এভাবে কেউ বলতে পারেন 'শিক্ষক ডাইল খাক আর যাই খাক, এটা তার তার পারসোনাল ব্যাপার।'

এটা হলেও হয়তো আমার লেখার কোন ব্যাপার থাকতো না। অনেক শিক্ষক নেশা করেই ক্লাসে আসে। এবং এমনো বলে নেশা না করলে সে পড়ানোর ফিলিংস পায় না। কথাগুলো শুনেছিলাম বন্ধু প্রতিম কিছু জুনিয়র শিক্ষকের কাছে।



একবার চিন্তা করলাম হয়তো আমার এলাকা সীমান্তবর্তী হওয়ায় এখানে এই প্রবণতা বেশি। কিন্তু ঘটনা মনে হয় সত্য নয়। আমি বেশ কিছু বন্ধু যারা দেশের বিভিন্ন স্থানে বসবাস করে তাদের কাছে একটা আবছা ধারনা নেয়ার চেষ্টা করেছি। না ঠিক আছে। তবে সীমান্তবর্তী এলাকায় এই প্রবণতা বেশি। আর এটা বৃদ্ধি পাওয়ার কারন শুরুতেই অনৈতিকতা। মফস্বল এলাকার স্কুল কলেজ গুলোতে শিক্ষকদের নিয়োগ দেয়া হয় বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে।



কিছু কিছু ব্যপার এখন পরগাছা হয়ে আমাদের সমাজে এমন ভাবে বসে গেছে যে আমাদের গণপ্রতিনিধিরাও নিজেদের ভোট হারানোর ভয়ে এইসবের বিরুদ্ধে একশন নিতে যায় না।



আমাদের দেশের এক শ্রেণির গণপ্রতিনিধিদের কাছে শিক্ষক নিয়োগের ব্যাপারে অর্থের লেনদেনই নয় তোষামোদীও করতে হয়।



যাই হোক আমার মুল বক্তব্য হচ্ছে 'শিক্ষকদের অবশ্যই নেশ থেকে দূরে থাকতে হবে, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে'



যেহেতু শিক্ষকরাই শিক্ষকদের আদর্শ সেহেতু শিক্ষক যদি নৈতিকতা বিরোধী কাজ করে তাহলে শিক্ষার্থীরাও সেই কাজে লিপ্ত হবে।



ছাত্র শিক্ষক ডাইল খায়- এই ভয়াবহ অপসংস্কৃতি রোধ করতে হবে।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ব্যক্তিগত ব্যাপারের দোহাই দিয়ে অনেকে পার পেতে চান। ব্যপারটাআমার ভাল লাগে না।আগে ব্যক্তি তারপর তার কর্ম । নাহলে ক্ষতির আশংকা। প্রতিষ্ঠিতদের অনেকেই অনুসরণ করতে চান। মেধা বা অবদানএর অনুসরণ করা দুরূহ তবে তার কর্মকান্ড ব্যক্তিগতআচরণ অনেকেআয়ত্ত করতে চান ফলে ব্যক্তিত্বএকটা অতীব গুরুত্ব পূর্ণ ব্যাপার। যার চরিত্র নাই তার কিচুই নাই। মদ পান করা একটা বাজে অভ্যাস ।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

মাহতাব সমুদ্র বলেছেন: একমত

২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন। শিক্ষকদের এই ধরনের কাজ মানায় না।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

মাহতাব সমুদ্র বলেছেন: শিক্ষকদের এই ধরনের কাজ মানায় না।

৩| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আছে কিছু এরকম।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

৪| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম হতে দেখলে অসহায় লাগে। এরা কি শেখাবে?

ভাল একটা বিষয় তুলে এনেছেন।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

মাহতাব সমুদ্র বলেছেন: এরকম হতে দেখলে অসহায় লাগে

৫| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

খাটাস বলেছেন: শুধু ডাইল না, বাবা ও খায়। ভাল বিষয় নিয়ে লিখছেন।
ছাত্র শিক্ষক ডাইল খায়- এই ভয়াবহ অপসংস্কৃতি রোধ করতে হবে।
প্লাস। ভাল থাকবেন।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: ছাত্র শিক্ষক ডাইল খায়- এই ভয়াবহ অপসংস্কৃতি রোধ করতে হবে।

৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

মামুন রশিদ বলেছেন: শিক্ষক যদি মাদকসেবী হয়, সমাজের আর ভালো কিভাবে আশা করা যায় ।


ধিক্কার জানাই এই সব শিক্ষক নামধারীদের ।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

মাহতাব সমুদ্র বলেছেন: ধিক্কার জানাই এই সব শিক্ষক নামধারীদের

৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়াবহ ! নির্লজ্জতা আর আদর্শহীনতার সেরা উদাহরণ !

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

মাহতাব সমুদ্র বলেছেন: নির্লজ্জতা আর আদর্শহীনতার সেরা উদাহরণ !

৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাদের নৈতিকতা কোথায় এসে দাঁড়িয়েছে আজ !!!!!!!

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

মাহতাব সমুদ্র বলেছেন: নৈতিকতা নাই।

৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: ভয়াবহ ব্যাপার,

আমার পরিচিত এক ছাত্র আছে সে আর তার প্রাইভেট টিউটর একসাথে বসে ইয়াবা খায়। ইয়াবা কেনার টাকাও দুজনে সমান ভাগে দেয়।

এসব অপদার্থদের দেখি আর অবাক হই।

জানি এসব বন্ধ হবে না তার পরও আপনার সাথে গলা মেলাচ্চি-

ছাত্র শিক্ষক মাদক সেবন করে - এই ভয়াবহ অপসংস্কৃতি রোধ করতে হবে।

প্লাস। ভাল থাকবেন।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

মাহতাব সমুদ্র বলেছেন: আমার পরিচিত এক ছাত্র আছে সে আর তার প্রাইভেট টিউটর একসাথে বসে ইয়াবা খায়। ইয়াবা কেনার টাকাও দুজনে সমান ভাগে দেয়। এইসবই হচ্ছে বর্তমান অবস্থা!

১০| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

সজিব তৌহিদ বলেছেন: কি আশ্চর্য!!

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

মাহতাব সমুদ্র বলেছেন: ।

১১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

লিটল হামা বলেছেন: মাদক এক ভয়ংকর অভিশাপ। শিক্ষকদের বিশেষ করে এর থেকে দূরে রাখা জরুরী।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: শিক্ষকদের বিশেষ করে এর থেকে দূরে রাখা জরুরী।

১২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

গোর্কি বলেছেন:
-সমসাময়িক প্রেক্ষাপটে দারুণ পোস্ট।
-সামাজিক অবক্ষয় রোধ একান্ত বাঞ্চনীয়।
-একাত্মতা জানাই।

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: সবাইকে এগিয়ে আসতে হবে।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

নিসর্গ ময়ূখ বলেছেন: হুম্মম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.