নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

কোলাকুলিটা যখন স্বজনহীন দায়ীত্বরত পুলিশের সাথেই

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

এ এক অন্যরকম ঈদ। টাউন হল মসজিদে ঈদের নামাজ পড়ে বের হয়ে দেখি পুলিশের একটি দল কঠোর মুখে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কারো সাথে কোলাকুলি করা হয় নি। ভাবলাম কঠোর মুখের পুলিশ গুলোর সাথে একটু কোলাকুলি করলে কেমন হয়! এগিয়ে গেলাম নেমপ্লেটে দেখি সবারই মুসলিম নাম। হাত বাড়িয়ে দিলাম। একটু মনে হয় আতঙ্কিতই হলো এরপর বুক বাড়িয়ে দিতেই সেও এগিয়ে গেলো কোলাকুলি কর্লাম মুখে কঠোর ভাবটা নেই তারবদলে মুখে প্রশান্তির রেখা। একে একে ৫ সদস্যরে পুলিশের দলটার সাথে কোলাকুলি করলাম।



আসাদ এভিনিউ দিয়ে হন্তদন্ত হয়ে এক পুলিশ যাচ্ছে। হাত টা ধরে বুক এগিয়ে দিতেই হেসে ফেললো বেচার পুলিশ। কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করলাম।



মানিক মিয়া এভিনিউ এর পুলিশ বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র পুলিশের দিকে এগিয়ে গেলাম । অস্ত্র গুলো মনে হয় হাত দিয়ে একটু শক্ত করেই ধরলো। মুখে হাসি এনে শুভেচ্ছা জানালাম এরপর কোলাকুলি করছি এরই ফাঁকে তাদের সাথে থাক এস আই সাহেব মোবাইল দিয়ে একটা ছবি তুলে ফেললেন।



দেশের বাসায় স্ত্রী সন্তানদের রেখে দেশের জনগনের নিরাপত্তায় নিয়োজিত এইসব পুলিশদের ঈদের আনন্দ নেই । আমার পক্ষে যদি একটু আনন্দ দেয়র সামর্থ থাকে তাহলে দোষ কি?

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯

ডাব্বা বলেছেন: Good job done

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

মমিন@ বলেছেন: ভাল লাগলো :)

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

রোহান খান বলেছেন: ভাই যেভাবে বন্ধুত্ব করছেন পাছে না ঈদ সেলামী পকেট থেকে যায়...

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: হা: হা: হা:

৪| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

ফুরব বলেছেন: অনেক ডেঞ্জারাস কাজ করেছেন। আপনাকে আবার সন্দেহ করে নাই তো??

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকে আবার সন্দেহ করে নাই তো?? হা হা হা

৫| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

শান্তির দেবদূত বলেছেন: ভাল একটা কাজ করছেন। সাহসের কাজও বলা যায়। ঈদের শুভেচ্ছা রইল।

আপনারেও একটা ভার্চয়াল কুলাকুলি দিয়া দিলাম।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: আপনারেও একটা ভার্চয়াল কুলাকুলি দিয়া দিলাম

৬| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮

মো: আজিজ মোর্শেদ বলেছেন: অনেক সুন্দর একটা কাজ করছেন। ধন্যবাদ। আপনার এই কাজেই তাদের ঈদটা হয়তো অনেক আনন্দের হয়ে গেছে।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: হতে পারে।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: হয়তো

৭| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

আন্ধার রাত বলেছেন:
ঘুষ ট্রান্সমিটেড ডিজিজ না হলেই হলো ;)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

৮| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

রিয়াজ৩৬ বলেছেন: গ্রেট। সবার মাঝেই ভালবাসা আছে এবং সবাই ই শান্তি চায় তা আবার প্রমাণিত হল। মানুষই তো মানুষকে বিশ্বাস করবে, ভালবাসবে!

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: মানুষই তো মানুষকে বিশ্বাস করবে, ভালবাসবে!

৯| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:






১০| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

নিয়েল হিমু বলেছেন: ভাল লেগেছে বিষয়টা খুব । ফেবুতে দেখেই ভাল লেগেছিল । ব্লগে দেখে আবারো লাগল ।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

ছািব্বর বলেছেন: ভালো একটা কেজ করেছেন

১২| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

মামুন রশিদ বলেছেন: খুব ভাল লাগল ।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বিষয়টা ভালো লেগেছে খুব! :)

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: ফেসবুকে আপনার সাথে অমত থাকলেও ব্লগে আশা করি সহমত থাকবে। ধন্যবাদ

১৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনাকে অভিনন্দন!

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

মদন বলেছেন: +

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৬| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল কাজ করেছেন। প্রশংসনীয়।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৭| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

িভৃতচারী বলেছেন: ভাল লাগলো :)

১৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০

হাসান মাহবুব বলেছেন: এটাই ঈদের প্রকৃত চেতনা। অভিবাদন আপনাকে।

১৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তারা নিরলস ভাবে দায়িত্ব পালন করেন পরিশ্রম করেন দেশের শৃঙ্খলা রক্ষার্থে। তাদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা থাকা উচিৎ। :)

২০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “একটু মনে হয় আতঙ্কিতই হলো এরপর বুক বাড়িয়ে দিতেই সেও এগিয়ে গেলো কোলাকুলি কর্লাম মুখে কঠোর ভাবটা নেই তারবদলে মুখে প্রশান্তির রেখা।”

-হাহাহা, ভালো করেছেন। ভালো লাগলো লেখাটি। ভালোবাসা ভালোবাসায়।

ইকবাল রোডে থাকা অবস্থায় টাউনহলে গিয়ে পরাটা আর মাংসের চাপ খেতে যেতাম। মিস্ করছি আসার এভিনিউ...অনেক দিন ওদিকে যাওয়া হয় না।

২১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। এই ভাবে পুলিশের সাথে খাতির করে ফেলবেন। ব্যাস!! রাজধানী আপনার পায়ের নিচে!! হাহা!!

দারুন একটা কাজ করেছেন! আমার মাথায় এসেছিল অবশ্য র‍্যাবের সাথে। তাও সেটা ঈদগাহে! কিন্তু পরে আর মনে ছিল না। গরমের চোটে তাড়াতাড়ি বাসায় চলে আসছি।

২২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

মাহতাব সমুদ্র বলেছেন: মাইনুদ্দিন ভাই আর কাল্পনিক ভাইদের উত্তরটা পরে যত্ন করে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.