![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
একটা ব্যাপার সকলেরই জানা যে, ইন্টারভিউয়ে শরীরের ভাষা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ইন্টারভিউয়ের প্রশ্নকর্তারা এই বিষয়টির ওপর সূক্ষ্ম নজর রাখেন। আপনাকে চাকরিটি দেয়া হবে কি না সে বিষয়ে তারা দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন। তবে আপনার শরীরের ভাষার ইতিবাচক পরিবর্তন করে আপনি ইন্টারভিউ পর্ব আপনার অনুকূলেও নিয়ে আসতে পারেন। আপনার প্রতি ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তারা আগ্রহ হারাচ্ছে কি না এ ব্যাপারে তারা বেশকিছু সূক্ষ্ম সংকেত প্রদান করেন। কীভাবে বুঝতে পারবেন ইন্টারভিউয়ে আপনি ক্রমশ ব্যর্থ হচ্ছেন? আর কিভাবেই বা ভুল সংশোধন করে ইন্টারভিউ পর্ব আপনার অনুকূলে নিয়ে আসবেন সে ব্যাপারে কিছু সূক্ষ্ম সংকেত দেয়া হলো..
সংকেত : প্রশ্নকর্তা খাতায় নোট নেয়া বন্ধ করে দেবেন এবং ঘনঘন দেয়ালঘড়ি কিংবা হাতঘড়ির দিকে তাকাবেন, আকস্মিকভাবে প্রশ্ন করে বসবেন।
বার্তা: 'আপনার ব্যাপারে আমরা বিরক্ত'
পরামর্শ: এই পরিস্হিতি সামাল দেয়ার জন্য আপনাকে বলতে হবে 'যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি?' এ ব্যাপারে শরীর-ভাষা বিশেষজ্ঞ, করপোরেট ট্রেনার ও ধারাভাষ্যকার সুসান কন্সটেন্টাইন বলেন, যখন আপনি প্রশ্ন করবেন তখন তারা থেমে যাবেন এবং আপনার প্রতি মনোযোগী হবেন। আপনি হাতের ভঙ্গিমায়, থেমে থেমে যে বিষয়টাতে তারা আগ্রহী সেটা জোরালোভাবে বলতে পারেন।
সংকেত: বুকে হাত বেঁধে পিছনে হেলে বসবেন প্রশ্নকর্তারা, শার্টের হাতা দিয়ে নাকের ঘাম মুছবেন, ঘাড় ঘুরিয়ে প্রস্হান পথের দিকে তাকাবেন।
বার্তা: 'আমি অসন্তুষ্ট'।
পরামর্শ: এই অবস্হা থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে হঠকারি কাজ করতে হবে। যেমন তাত্ক্ষনিকভাবে অশোভনীয় আচরণ করুন। দেখবেন, মনোযোগ আপনার দিকে কেন্দ্রীভূত হবে। বিশেষজ্ঞর পরামর্শ হলো, তাত্ক্ষণিক অভদ্র বা অশোভনীয়ভাবে প্রশ্ন করুন। আপনার দিকে মনোযোগ আকর্ষিত হওয়ার সাথে সাথে বিনয়ী হোন।
সংকেত: প্রশ্নকর্তা অন্যমনষ্ক হবেন, ভ্রু কুঁচকে তাকাবেন
বার্তা: আমি আপনার সাথে একমত নই অথবা আপনাকে বিশ্বাস করতে পারছি না। পরামর্শ: আপনার দেওয়া মন্তব্যের কথা চিন্তা করুন। আপনার মন্তব্য যদি মূল প্রসঙ্গের বাইরে হয় তাহলে সেটা সরাসরি বলে ফেলুন। এ ব্যাপারে ক্লেরোমোন্ট ম্যাককেনা কলেজের লিডারশিপ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী রোনাল্ড রিজিও বলেন, আপনাকে সরল, গরল, সোজাসাপটা- এককথায় ঠোঁটকাটা হতে হবে। প্রশ্নকর্তাকে সরাসরি বলুন, আপনি যে আমার সাথে একমত নন এটা বুঝতে পারছি। আমি কি বিষয়টি ব্যাখ্যা করতে পারি?
সংকেত: আপনার জীবন বৃত্তান্ত বারবার ঘাঁটাঘাঁটি করবেন
বার্তা: 'আপনার সম্পর্কে আমি ওয়াকিবহাল'
পরামর্শ: এটার জন্য অনুতপ্ত হওয়ান প্রয়োজন নেই। কারণ এটা আপনার ভুল নয়। অনেক ইন্টারভিউয়েই কিছু অর্বাচীন প্রশ্নকর্তা থাকেন। তাঁরা চাকরি-প্রত্যাশীদের প্রশ্ন করার চেয়ে বিব্রত করতে চান। এসব সত্ত্বেও আপনি সুন্দরভাবে ইন্টারভিউ পর্ব সম্পাদন করতে পারেন। আপনার গতিপথ পরিবর্তন করুন, মুখোমুখি হোন। রিজিও এ ব্যাপার বলেন, প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করুন, আমার সম্পর্কে কি জানতে চান যেটা আমার ব্যাপার পরিষ্কার ধারণা দেবে যে আমি আসলেই এই চাকরির জন্য উপযুক্ত কি না! এক্ষেত্রে কন্সটেন্টাইন স্বহস্তে লিখিত জীবন বৃত্তান্ত ইন্টারভিউ টেবিলে রাখার পরামর্শ দিয়েছেন।
কখন আপনি জয়ী হবেন?
আপনার ইন্টারভিউ ভালো হচ্ছে কি না এ ব্যাপারে সংকেত প্রদানের ব্যাপারে বিশেষজ্ঞরা একমত হয়েছেন। কিন্তু কিভাবে বুঝবেন আপনার ইন্টারভিউ ভালো হচ্ছে?
প্রশ্নকর্তারা সম্মতি-সূচক মাথা নাড়াবেন, আপনার প্রতি আগ্রহ দেখাবেন, আপনার দিকে মনোযোগী হবেন। এক্ষেত্রে আপনার শরীরের ভাষাও তাদের মুগ্ধ করবে। আপনি পা ভাঁজ করলে দেখবেন প্রশ্নকর্তাও হাত ভাঁজ করছেন। মৌখিকভাবে ইতিবাচক সাড়া দিচ্ছে। যেমন আপনি যেটা বলছেন তিনিও সেটা রিপিট করছেন।
মার্ক বোডেন তাঁর ‘উইনিং বডি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্হে উল্লেখ করেছেন, ইন্টারভিউ চলার সময়ে যে কোন সংকেত নেতিবাচক কিংবা ইতিবাচক ভাবে ধরে নেয়ার কারণ নেই। বোডেন বলেন, আসলে এমন কোনো নিশ্চিত সংকেত নেই যাতে আপনি বুঝতে পারেন যে আপনার পরীক্ষক আসলে কী ভাবছেন ৷ তিনি বলেন, আপনি নির্দেশনা হিসেবে কিছু ইঙ্গিত ব্যবহার করতে পারেন কিন্তু তড়িঘড়ি করে কোনো উপসংহারে যাওয়া ঠিক হবে না ৷ যেমন ধরুন, যদি প্রশ্নকর্তা খুব তাড়াহুড়ো করেন কিংবা সংক্ষিপ্ত উত্তর আশা করেন তাহলে বুঝতে হবে তারা আগ্রহ হারিয়ে ফেলছে অথবা তাদের হাতে সময় কম ৷
কন্সটেন্টাইন প্রশ্নকর্তার প্রাথমিক ব্যবহার গুলো থেকে ইঙ্গিত নিয়ে দৃষ্টিভঙ্গিকে সুতীক্ষ্ণ করার পরামর্শ দিয়েছেন ৷ আগ বাড়িয়ে আপনার প্রশ্নকর্তা সম্পর্কে কোনো ধারণা করে ফেলা ঠিক হবে না ৷ খেয়াল রাখতে হবে, প্রশ্নকর্তা নিয়মের বাইরে একটু অন্যরকম আচরণ করছেন কিনা ৷ এটা খুবই স্বাভাবিক যে আপনি গোমড়া মুখো এবং নার্ভাস থাকতে পারেন এবং তার আচরণের সাথে আপনার কোনো সম্পর্ক নাও থাকতে পারে। -
ইন্টারভিউ বোর্ডে বসে কীভাবে বুঝবেন আপনি অসফল হচ্ছেন?
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকেও
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
নীলতিমি বলেছেন:
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
শ্রাবণধারা বলেছেন: "পরামর্শ: তাত্ক্ষনিকভাবে অশোভনীয় আচরণ করুন। দেখবেন, মনোযোগ আপনার দিকে কেন্দ্রীভূত হবে। বিশেষজ্ঞরা পরামর্শ হলো, তাত্ক্ষণিক অভদ্র বা অশোভনীয়ভাবে প্রশ্ন করুন।"
ভাই এগুলা কি লিখছেন? মনে হচ্ছে আপনি কোন একটা ইংরেজী লেখার অনুবাদ করেছেন, এবং খুব সম্ভব অনুবাদটা ঠিকঠাক ভাবে হয়নি।
For God's sake, ইন্টারভিউ বোর্ডে এই সব কাজ করতে যাবেন না, it'll be a disaster.
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
মাহতাব সমুদ্র বলেছেন: এটা যে করতেই হবে এমন কোন কথা নেই। পরিস্থিতি আপনাকে টার্ণ করতে বাধ্য করবে। যদি একাধিক ইন্টারভিউয়ের মুখোমুখি হয়ে থাকেন তাহলে বোধগম্য হবে। ওশোভনীয় আচরণ করতে হলে পরিস্থিতি সামাল দেয়ার মত ক্ষমতা রাখতে হবে.। অশোভনীয় বলতে দৃষ্টীকটূ।
আপনার দিকে মনোযোগ আকর্ষিত হওয়ার সাথে সাথে বিনয়ী হোন।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
ডনস ইব্রাহিম বলেছেন: ভালো হয়েছে। তবে এক টানা পড়তে পড়তে মাথা গুরাচ্ছে।
মাঝে মাঝে বড় বড় স্পেস দিলে পড়তে সুবিধা হয়।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
মাহতাব সমুদ্র বলেছেন: ঠিক করে দিয়েছি।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
যোগী বলেছেন:
ভাল কিছু পয়েন্ট তুলেধরেছেন।
আমি কয়েকজন অত্যন্ত সফল ব্যাক্তির পরামর্শ মতে কয়েটা জিনিশ ফলো করেছি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে।
১। প্রত্যেকটা ওর্গানাইজেশানের জন্য আলাদা ভাবে রিজিউম তৈরী করা।
২। অন্তত ৪ থেকে ৭ দিন ঐ ওর্গানাইজেশানের আদ্যপ্রান্ত স্টাডি করা (রিলেটেড ফিল্ডের উপর)
৩। এর পরে বোর্ড যে প্রশ্নই করুক আমি আমার আন্সারের সাথে ঐ প্রতিষ্ঠানের রিলেটেড কিছু ইনফরমেশান এ্যাড করে দেয়।
যদিও আমি এগুলা ভাল ভাবে করতে পেরেছি কারন আমার প্রায় সবগুলা ইন্টারভিউই ছিল ভিজুয়াল কন্ফারেন্সিং মাধ্যমে।
ফেস টু ফেস মিটিং এও এটা খুব একটা কঠিন হবেনা।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
মাহতাব সমুদ্র বলেছেন: অনুশীলন, অভ্যাস এইসবের গুরুত্ত্বপুর্ণ দরকার। আপনার বাড়তি টিপসও ক্লাজের। ধন্যবাদ।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
প্যাপিলন বলেছেন: আপনার লেখাটি পুরাই তাত্বিক , অনেক কাজের তবে সেটা উন্নত দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের ইন্টারভিউ সিস্টেম (সরকারী আর বেসরকারী হোক) বড়ই বিচিত্র। এখানে কোন সিস্টেম খাটেনা।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
মাহতাব সমুদ্র বলেছেন: এখানে কোন সিস্টেম খাটেনা- কথা মিথ্যে নয়
৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
আদম_ বলেছেন: বাংলাদেশের ইন্টারভিউ সিস্টেম (সরকারী আর বেসরকারী হোক) বড়ই বিচিত্র। এখানে কোন সিস্টেম খাটেনা।
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
মাহতাব সমুদ্র বলেছেন: এখানে কোন সিস্টেম খাটেনা।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
রাইতের কইতর বলেছেন: দরকারি পোস্ট।
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
জনাব মাহাবুব বলেছেন: প্যাপিলন বলেছেন: আপনার লেখাটি পুরাই তাত্বিক , অনেক কাজের তবে সেটা উন্নত দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের ইন্টারভিউ সিস্টেম (সরকারী আর বেসরকারী হোক) বড়ই বিচিত্র। এখানে কোন সিস্টেম খাটেনা।
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
মাহতাব সমুদ্র বলেছেন: এখানে কোন সিস্টেম খাটেনা।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
লিখেছেন বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: প্যাপিলন বলেছেন: আপনার লেখাটি পুরাই তাত্বিক , অনেক কাজের তবে সেটা উন্নত দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের ইন্টারভিউ সিস্টেম (সরকারী আর বেসরকারী হোক) বড়ই বিচিত্র। এখানে কোন সিস্টেম খাটেনা।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
মাহতাব সমুদ্র বলেছেন: এখানে কোন সিস্টেম খাটেনা।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আদনান শাহ্িরয়ার বলেছেন: চমৎকার । সবকটা পয়েন্টই ভালো লেগেছে!
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
মহিদুল বেস্ট বলেছেন: গ্রাজ্যুয়েশান আপাতত কম্পিলিট এখন চাকরির বাজারে দৌড়াতে হবে... এটা কাজে দিবে! ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
মাহতাব সমুদ্র বলেছেন: হুম !
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
প্যাপিলন বলেছেন: আমার কমেন্টে একটু ভুল আছে....আপনার পোস্টটা তাত্ত্বিক বাংলাদেশের জন্য কিন্তু উন্নত বিশ্বের জন্য খুবই প্রাক্টিকাল। আমাদের দেশেও যে প্রযোজ্য হবে না ঠিক তা নয় তবে খুব কম ক্ষেত্রেই - বিএটি, এমজিম এরকম হাতে গোণা কয়টি কোম্পানীর জন্য।
আমি বানিজ্য অনুষদের ছাত্র নই। জীবনের প্রথম পরীক্ষা দিয়েছিলাম ২য় সারির একটি বেসরকারী ব্যংকে। সার্কুলারে এনি ডিসিপ্লিন চাওয়ায় আবেদন করেছিলাম। পরীক্ষা ভালই দিয়েছিলাম। ভাইবা বোর্ডে আমার সাবজেক্ট শুনে আতকে উঠল একজন পরীক্ষক। 'আপনি এই সাবজেক্টে পড়ে কিভাবে ব্যাংকে টিকলেন' - না...না.. আমি উত্তর দিয়েসিলাম এনি ডিসিপ্লিন চাওয়া হয়েছিল ...........এই সাবজেক্ট ব্যাংকে উপযোগী নয়, সরি...... কোন প্রশ্ন না করেই বরে করে দিলেন। পরে জেনেছিলাম এনি ডিসিপ্লিন চাওয়ার অর্থ ছিল ২০০ টাকা (+ভ্যাট) ব্যাংক ড্রাফটের রমরমা বাণিজ্য।
আমাদের দেশে ব্যাংক সার্কুলারে বা একটু স্মার্ট জবগুলোতে দেখবেন, বিবিএ এমবিএ, বাণিজ্য অনুষদ, অর্থনীতি এর সাথে ইংলিশে গ্রাজুয়েটধারীদের আবেদন করার সুযোগ দেয়া হয়। প্রশ্ন হলো আমাদের দেশে ইংরেজি ল্যাংগুয়েরেজ ওপর অনার্স বা মাস্টার্সের সুযোগ নেই। যেটা আছে তাহলো ইংরেজি সাহিত্য। একজন ইংরেজি সাহিত্যর ছাত্র ব্যাংকে বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি কাজ করতে পারে তাহলে বাংলা সাহিত্যর ছাত্র কি দোষ করল। নীতি নির্ধারকদের ধারনা ইংরেজি সাহিত্যর ছাত্র মানেই ভাল ইংরেজি জানে। বিশ্ববিদ্যালয় লেভেলে ইসলামের ইতিহাসেও কিন্তু অনেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেয় আর ইংরেজিতে না পরলে যে ভাল ইংরেজি জানা যাবেনা তারও বা নির্দেশক তারা কোথায় পেলেন। ..........
মোদ্দা কথা আমাদের দেশের বেশিরভাগ ইন্টারভিউ গ্রহীতারাই ইন্টারভিউ পদ্ধতি সম্পর্কে ন্যূনতম স্মার্টনেস নেই...সেখানে পরীক্ষার্থীরা ভাগ্যের ওপর নির্ভর করা ছাড়া আর কিছু করার নেই....
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
মাহতাব সমুদ্র বলেছেন: আমাদের দেশের বেশিরভাগ ইন্টারভিউ গ্রহীতারাই ইন্টারভিউ পদ্ধতি সম্পর্কে ন্যূনতম স্মার্টনেস নেই
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ মাহতাব ভাই।
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
শীলা শিপা বলেছেন: প্রশ্নকর্তা হতে চাই!!!
ইন্টারভিউ দিতে চাই না...
এখন কি করতে হবে বলেন...
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
মাহতাব সমুদ্র বলেছেন: এখন বাসায় বসে কাজের মানুষকে প্রশ্ন করতে পারেন.।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
সপন সআথই বলেছেন: kaj e lagbe valo post
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
মাহতাব সমুদ্র বলেছেন: লাগবে।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
ড. জেকিল বলেছেন: সুন্দর, সুন্দর, অনেক ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ