![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
আপনার প্রথম চাকরিই হোক আর দশম চাকরিই হোক- নতুন চাকরি সম্পর্কে কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা আপনি লালন করেন অথবা অন্যদের লালন করতে দেখবেন ৷ কখনো এসব ভুল ধারণা যেন আপনার মনমতো চাকরিটি খুঁজে পাবার পথে বাঁধা হয়ে না দাঁড়ায় ৷
ভ্রান্ত ধারণা ১ : 'আমার যোগ্যতাই আমাকে চাকরি দেবে'
এটা সত্য যে চাকরি পাবার জন্য অভিজ্ঞতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আপনি যতটা নিশ্চিতভাবে এটাকে গুরুত্বপূর্ণ ধরে নিয়েছেন অদৌ সেটা ততো গুরুত্বপূর্ণ নয়। অনেক চাকরিদাতারাই এমন একজন ব্যাক্তিকে চাকরি দেয়ার জন্য খোঁজেন যিনি তাদের দলে যোগদান করার মতো যথার্থ অর্থে 'যোগ্য' নন। এ ব্যাপারে ওয়ার্নস গ্রেগওয়ার্ড নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার মি. ওয়ার্নস বলেন, পৃথিবীর সমস্ত অভিজ্ঞতাই আপনি অর্জন করেছেন কিন্তু এটা মুখ্য বিষয় নয়। আপনার যদি আর দশজনের চেয়ে ব্যক্তিত্বে ভিন্নতা থাকে, আলাদা কিছু গুণাবলী থাকে তাহলে চাকরিদাতারা আপনাকেই তাদের দলে অন্তর্ভুক্ত করতে চাইবে।
ভ্রান্তধারণা ২ : 'এই চাকরিতে আমাকে ডাকবে না, আমার ব্যাপারে তারা আগ্রহী নয়'
ভ্যালরাইট কনসাল্টিং এর কর্ণধার মি. রাইট এ সম্পর্কে সুন্দর একটি মতামত দিয়েছেন। তিনি বলেন, আপনি যথেষ্ট যোগ্য লোক। আপনার যোগ্যতা সম্পর্কে আপনি মোটেও সন্দিহান নন। আপনার সিভিও যথেষ্ঠ সমৃদ্ধ। আপনি সমস্ত নিয়ম মেনে আপনার জীবনবৃত্তান্ত সুন্দর একটি খামে ভরে চাকরিদাতা প্রতিষ্ঠানে পাঠালেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কোম্পানি থেকে আপনাকে ডাকা হলো না। তার মানে এই নয় যে, ঐ কোম্পানি থেকে আপনাকে কখনোই ডাকা হবে না। অধিকাংশ চাকরিপ্রার্থী নিজেদের সবদিক থেকে দক্ষ করেই চাকরির মুখোমুখি হন। প্রাথমিক অবস্হায় তাঁরা সবধরনের কাজই সাচ্ছন্দে করার মতো মানসিকতা রাখেন। রাইট বলেন, অধিকাংশ চাকরিপ্রার্থীই ফেসবুকের লাইক, টুইটারের রিটুইটের মতই দ্রুত 'ফিডব্যাক' প্রত্যাশা করেন। কিন্তু এটা চাকরির ক্ষেত্রে মোটেও কাম্য নয়। আপনি একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য মেইল করেছেন কিন্তু সেই প্রতিষ্ঠানের তরফ থেকে দ্রুত 'রেসপন্স' না পেলেই অধৈর্য হয়ে উঠছেন। এটা ঠিক নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে।
ভ্রান্ত ধারণা ৩: 'জীবনবৃত্তান্ত দেয়াই আছে, ভালো পদ তৈরি হলেই ডাকবে'
এটা ভাবার সুযোগ নেই যে কোম্পানি আপনার পছন্দ অনুযায়ী পদ সৃষ্টি করে আপনাকে নয়োগ দেবে। কেননা অপ্রয়োজনীয় ক্ষেত্রে কখনোই তারা মূল্যবান সময় নষ্ট করবে না। রাইট বলেন, অধিকাংশ কোম্পানিতেই এমন কোন সিস্টেম চালু নেই যে আগে থেকে চাকরি প্রার্থীর জীবনবৃত্তান্ত নিয়ে রাখবে এরপর তার পছন্দ ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র তৈরি করবে। পক্ষান্তরে রাইটের সুপারিশ হলো, অনলাইনে কাঙ্ক্ষিত কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন, তাদের কর্মকাণ্ড আদ্যোপান্ত লক্ষ্য করুন । কোম্পানির তথ্য-উপাত্ত ভালো করে আত্মস্থ করে এরপর আপনার পছন্দ অনুযায়ী চাকরির জন্য আবেদন করুন।
ভ্রান্ত ধারণা ৪: 'আমার ক্যারিয়ার পরিবর্তন সম্ভব নয়'
আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানকার কর্মপরিধি সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবেন সেটিই স্বাভাবিক। কিন্তু ক্যারিয়ার পরিবর্তনের কথা চিন্তা করলেও এ ব্যাপারে শঙ্কিত হয়ে উদাসীন থাকছেন। এ ক্ষেত্রে আপনি শঙ্কিত না হয়ে নিজস্ব কিছু কৌশল প্রয়োগ করে নতুন ক্যারিয়ার তৈরি করতে পারেন। যদি ক্যারিয়ারে পরিবর্তন চান তাহলে আপনার সর্বশেষ অভিজ্ঞতা আপনাকে দারুণভাবে সহায়তা করবে। কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী নিজেকে দক্ষ করতে হবে। এ জন্য প্রয়োজন হলে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবেই আপনি আপনার পছন্দের চাকরিটি পেতে পারেন। এটা আপনার প্রত্যাশাকে শাণিত করবে। নিজেকে আরো বেশি দক্ষ করতে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটির কর্মচারিদের সাথে কথা বলুন। এ ক্ষেত্রে আপনি কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা ছাড়া চাকরিদাতাদের প্রত্যাশাও জানতে পারবেন। অনেক কোম্পানিই চাকরি প্রার্থীদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করেন কেননা এদের দ্বারা কোম্পানি বিভিন্ন ভাবে লাভবান হতে পারে।
প্রচলিত ধারণা ৫ : 'আমার জন্য হয়তো কোনো চাকরিই অবশিষ্ট নেই'
যখন আপনি চাকরি খুঁজছেন তখন নিরুৎসাহিত বোধ করা খুবই স্বাভাবিক। বিশেষ করে অর্থনৈতিক অস্থিতিশীলতার সময়গুলোতে এটা প্রকট আকার ধারণ করে। লক্ষ্য রাখবেন, চাকরি সন্ধানের ক্ষেত্রে কৌশলগতভাবে যেন আপনি একটু এগিয়ে থাকেন ৷ রাইটের মতামত অনুযায়ী, অনেক সময় বিজ্ঞাপন প্রকাশের আগেই চাকরির পদ পূর্ণ হয়ে যায় ৷ এসব ক্ষেত্রে সামাজিক যোগাযোগ অভ্যন্তরীণ যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গণ্য হয় ৷
আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি সম্পর্কে সম্যক ধারণা পেতে এখন গণমাধ্যম বেশ কাজে আসে ৷ কারণ এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্যে আপনি আপনার পুরনো সহকর্মীদের খুঁজে পেতে পারেন ৷ একজন চাকরিদাতা চাকরি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত যোগাযোগ এবং পরিচয়কে প্রাধান্য দেবেন ৷সুতরাং আপনি এমন একটি যোগাযোগ সূত্র খুঁজে বের করুন যা আপনাকে ভিন্নভাবে চাকরিদাতার কাছে উপস্থাপন করতে পারবে।
ইন্টারভিউ ভালো করার জন্য
চাকরির ইন্টারভিউয়ে ভালো করার ১০টি কার্যকর কৌশল
ইন্টারভিউ এর মুখোমুখি হওয়ার আগে যেটা জরুরী-
ইন্টারভিউ বোর্ডে বসে কীভাবে বুঝবেন আপনি অসফল হচ্ছেন?
আর এই লেখাটাটা যেখানে প্রকাশিত-
নতুন চাকরিতে ঢোকা নিয়ে ৫টি প্রচলিত ও ভ্রান্ত ধারণা
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ। আশা করি কাজে লাগবে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেখাটি পড়লাম। অনেক মূল্যবান কথা আছে, নতুন এবং পুরাতন সকলের জন্যই।
আপনি একটি মহৎ কাজে করে যাচ্ছেন, মাহতাব সমুদ্র
ধন্যবাদ!
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
শীলা শিপা বলেছেন: কাজে লাগবে...
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
মাহতাব সমুদ্র বলেছেন: আশা করি কাজে লাগবে...
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
ধূর্ত উঁই বলেছেন: কাজে লাগার মত পোস্ট ।
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
মাহতাব সমুদ্র বলেছেন: কাজে লাগার মত পোস্ট
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
নীল আকাশ আর তারা বলেছেন: হুমমমম .............
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট ।
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
কালীদাস বলেছেন: ইদানিং মাঝে মাঝে চিন্তা করি, ফ্রেশম্যানদের চাকরি দেয়াটা কতটা রিস্কি। কনফার্ম ৬~১০মাসের মধ্যে জব ছেড়ে দেবে!!
সাড়ে তিনবছর আগে উল্টাটা হোক, তাই চাইতাম
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
মাহতাব সমুদ্র বলেছেন: হুম।
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
মহিদুল বেস্ট বলেছেন: চাকরি দরকার! কাজে লাগবে... +++
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
মাহতাব সমুদ্র বলেছেন: কাজে লাগবে.
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: এইটা কি পত্রিকায় দিয়েছিলো নাকি ? আমি অন্য কোথাও পড়েছি কিছুদিন আগে :/
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
মাহতাব সমুদ্র বলেছেন: কালেরকন্ঠে। আমিই লিখেছিলাম।
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: ওহ, পেয়েছি, কালের কন্ঠে, তোমারই লেখা, তাই না
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
মাহতাব সমুদ্র বলেছেন: হ্যাঁ ম্যাম, নাম দেয়া আছে।
১২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চাকরি জিনিসটাই ভীত রাখছে।।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
মাহতাব সমুদ্র বলেছেন: চাকরি জিনিসটাই ভীত রাখছে????
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
আম্মানসুরা বলেছেন: উপকারী
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
মাহতাব সমুদ্র বলেছেন: হুম।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
ড. জেকিল বলেছেন: ভালো উপকার করছেন, চালায়ে যান।
খুব দরকারী তথ্য এখন। প্রিয়তে ......
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্লাস !
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
ক্যাচালবাজ বলেছেন: আপনি কি করেন?
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: আমি বেকার হৈয়া পরামর্শ দেই
১৭| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর পোষ্ট ভাইয়া
কবে যে চাকরি করবো
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
মাহতাব সমুদ্র বলেছেন: সময় হলেই করবা
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
অদৃশ্য বলেছেন:
বিশ্বাস দৃঢ় হলে মানুষ দূর্গম পথ পাড়ি দিয়ে নতুনকে উন্মোচন করার সাহস করে... তাই যে কোন কিছুর জন্য বিশ্বাসটা জরুরী...
আপনার এমন লিখা যে কারো কনফিডেন্স বৃদ্ধিতে দারুনভাবেই সাহায্য করবে...
শুভকামনা...
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মাহতাব সমুদ্র বলেছেন: বিশ্বাস দৃঢ় হলে মানুষ দূর্গম পথ পাড়ি দিয়ে নতুনকে উন্মোচন করার সাহস করে... তাই যে কোন কিছুর জন্য বিশ্বাসটা জরুরী...
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪
রায়ান ঋদ্ধ বলেছেন: অনেক উপকারী একটা পোস্ট।
আমাদের দেশে পার্টটাইম জব-এর কিছু সেক্টর আর তার জন্য প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে একটা পোস্ট করা যায় কি না একটু বিবেচনা কইরেন। বিশেষ করে কল-সেন্টার জবস।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ। মাথায় থাকলো। অবশ্যই লিখবো।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: প্রিয় তে