নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

মানণীয় সাংসদকে ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

সড়ক পথে ঢাকা থেকে আমাদের শরনখোলা যেতে একটি স্মরনীয় ও বরনীয় মার্কা রাস্তা আছে।যার শুরু শরনখোলা আর শেষ সাইনবোর্ড।এই রাস্তা দিয়ে যে একবার হেটে বা গাড়িতে যাবে ,সে নির্ঘাত এই রাস্তার কথা আজীবন মনে রাখবে।সে মনে রাখবে কিভাবে এই রাস্তা তাকে হেলাইয়া,দুলাইয়া,কাইত কইরা,চিৎ কইরা নিরাপদে গন্তব্যে পৌছাইয়া দেয়।তার উপর সারা দেশে যখন কৃষি জমির পরিমান দিনে দিনে কমছে সেখানে এই রাস্তার বদৌলতে অত্র এলাকায় কৃষি জমির পরিমান বাড়ছে।কারন এই রাস্তায় আপনি ইচ্ছা করলেই ধান রোপন,সবজি চাষ,মাছ চাষ ,পশু পালন করতে পারবেন।আর এই মহান কাজের জন্য যিনি গত প্রায় দশ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রমকরছেন তিনি আমাদের এলাকার মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেন।প্রকৃতি আর দেশের জন্য কত দরদ তার,কয়েক লক্ষ্ লোকের যাতায়াতের একমাএ রাস্তাটি তিনি প্রায় বন্ধ করে কৃষি জমির পরিমান বৃদ্ধি করছেন।তার উপর আগামি বরষায় আমরা বাসের পরিবর্তে নৌকায় করে নিশ্চিন্তে,নিরাপদে চলাচল করতে পারব।সেক্ষেত্রে দূর্ঘটনার হাত থেকে এই এলাকার লোকজন রেহাই পাবে।যেহেতু মহান মানণীয় ডাঃ মোজাম্মেল হোসেন গত প্রায় দশ বছর যাবৎ এই এলাকার সাংসদ ছিলেন সুতরাংএই সমস্ত অবদানের জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।ধন্যবাদ মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেন।আমরা দোয়া করি যেন আপনি বেচে থাকতে থাকতে এই রাস্তাটি সম্পূর্ন পরিবর্তিত হয়ে বড় একটি নদী হয়।তাতে এলাকার মাছের চাহিদা ও পূরন হবে।আবার ও ধন্যবাদ মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেনকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.