নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

সিলেটে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে আসামি

১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

বাথরুমের ভেন্টিলেটর ভেঙে রোববার ভোররাতে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে এক বন্দী। তার নাম গোলাম রব্বানী ওরফে সামাদ (২৬)। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও একজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন-কারারক্ষী লোকমান, ফখর উদ্দিন ও হাবিলদার মুহম্মদ মোল্লা।
হাসপাতাল ও কারা সূত্র জানায়, হাসপাতালের চতুর্থ তলার ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন গোলাম রব্বানী। রোববার ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
কারা সূত্র আরও জানায়, পলাতক সামাদ একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে ওই মেয়েকে সে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সে কারাগারে ছিল।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া বলেন,অসুস্থ অবস্থায় সামাদকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারে অভিযান চলছে। দায়িত্বে অবহেলার জন্য তিন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.