![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন ছেলে ও মেয়েদের মধ্য কথাবলা,একসাথে চলাফেরা,প্রেম-ভালবাসা এটা একটা ভীতিকর,লজ্জার ও অসামাজিক কাজ।তারপর ও এই সম্পর্ক থেমে থাকেনি।কঠোর গোপনীয়তা,পবিত্রতার মধ্যেই এই সম্পর্ক চলেছে।শত প্রতিকুলতা উপেক্ষা করে একে অপরের সান্নিধ্য লাভের আসায় দিন,মাস,বছর,যুগধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছে।সময়ের বিবর্তনে সেই অবস্থা এখন আর নেই।মানুষ এখন আধুনিক হয়েছে৷এখন ছেলে ও মেয়েদের মধ্যে কোন পার্থক্য করা হয় না ৷এখন আর কেউ কার জন্য দিন,মাস,বছর,যুগধরে অধীর আগ্রহে অপেক্ষা করে না৷তাদের মধ্যে অবাধ মেলামেশকে আধুনিকতা হিসেবে দেখা হয়৷যে যাকে যখন যেভাবে চায় তাকে ঠিক সেভাবেই পাচ্ছে৷যার ফলে এখন আর কেউ কাউকে অনুভব করে না৷অবাধ মেলামেশার ফলে একটা সময়ে এসে ছেলে মেয়ে একে অপরের সাথে মেলামেশার আগ্রহ হারিয়ে ফেলে৷তখন একটা ছেলে একটা মেয়ের সাথে মিলে কোন আনন্দ খুজে পায় না৷তাই তারা এখন লিঙ্গ পরিবর্তন করে মেলামেশা শুরু করেছে৷এখন ছেলে-ছেলে,মেয়ে-মেয়ে মেলামেশা করছে৷এটা হচ্ছে সমকামিতা৷এটা আবার অনেক দেশের আদালত বৈধ ঘোষনা করেছে৷আমাদের দেশে ও নাকি গোপনে গোপনে সমকামিতা প্রবেশ করেছে৷আমার চিন্তা অন্যখানে৷একসময় ছেলে-ছেলে,মেয়ে-মেয়ে মেলামেশা করতে করতে আগ্রহ,আনন্দ হারিয়ে ফেলবে৷তখন কি হবে?তখন কি মানুষ অন্য নিরীহ পশু-প্রানির উপর ঝাপিয়ে পরবে?হয়ত তাই ই হবে৷তখন হয়ত মানব সভ্যতার বিদায়ের ঘন্টা ও বেজে যাবে৷
©somewhere in net ltd.