![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টক শো৷সে কি যে মজা তা সে ই জানত৷সারা দিনের কর্মব্যস্ততার পর কার ভাল লাগত রাত জেগে টিভির ওই প্যচাঁল৷তার উপর বউয়ের জঞ্জাল আর বকাবকি৷কোন কিছুই টকশো দেখা থেকে তাকে বিরত রাখতে পারেনি৷কি অকাঢ্য যুক্তি এক একজনের আবার কি সুন্দর পাল্টা অকাঢ্য যুক্তি অন্যজনের ৷বাহঃ কি চমৎকার৷মাঝে মধ্যে নিজে নিজেই হাততালি দেয় মধ্য রাতে৷আর তো ঘুম থেকে উঠে বউয়ের সে কি গর্জন৷টিভি ভেঙ্গে ফেলার কত হুমকি৷অনেক চেষ্টা করেছে বউকে নিজের মত করে টকশো বান্ধব করার৷দেখ কি জমজমাট টকশোর টেবিল৷একদিকে একপক্ষ আর অন্য দিকে অন্য পক্ষ৷তর্ক-যুক্তি দিয়ে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার সে কি চেষ্টা৷বলল বউকে৷বউ মুখ ভেংচিয়ে বলল,তুমি থাক তোমার তর্ক-যুক্তি নিয়ে আমি ঘুমালাম৷বেচারার কি আর করার৷টকশোর নেশা তো আর কাটে না৷টকশো শেষ করে যখন বেচারা ঘুমাতে যায় তখন বউ তো ঘুমে বিভোর৷ভয়ে ও বউয়ের গায়ে হাত লাগায় না৷তাহলে তো ভারি বিপদ৷এভাবে কত রাত যে কেটেছে তার কোন হিসাব নেই৷যুক্তি আর জ্ঞানীদের কথা তাকে খুব টানে৷মনে মনে ভাবে এত সুন্দর আর যুক্তি দিয়ে কিভাবে মানুষ কথা বলে৷আর উপস্থাপনা কি চমৎকার?তবে এখন আর সেই দিন নেই৷দিনশেষে ঘরে ফিরে রুটিন মাফিক কাজ শেষে ঘুমিয়ে পড়া৷বউ অবশ্য মাঝে মধ্যে টিটকারীর ছলে বলে ,কি ব্যপার এখন দেখি আর রাত জেগে প্যচাঁল শোন না৷সে মনে মনে ভাবে যে ধরনের প্যচাঁল আর যাদের প্যচাঁল শোনার জন্য সে রাত জাগত,এখন আর সেই প্যচাঁল আর প্যচাঁলী কোনটাই নেই৷টকশো হয় ঠিকই কিন্তু তার গুন,মান,ঝাজ কোনটাই নেই৷শুধু তোসামোদি করা৷পক্ষ আছে প্রতিপক্ষ নেই৷যুক্তি আছে কিন্তু পাল্টা যুক্তি নেই৷এখন যারা টকশোতে আলোচক হিসেবে আসেন তাদের মধ্যে দুই একজন বাদে সবাই মনে হয় জ্ঞানপাপী,দলকানা ও সুবিধাভোগী৷মনে মনে প্রচন্ড রাগ হয় তার৷কিন্তু আবার ভাবে তারমত আমপাবলিকের যে বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার নাই৷আর উপস্থপনা দেখলে মনে হয় পাতানো কোন খেলার রেফারি৷রাগে-অভিমানে এখন আর সে কোন টকশো ই দেখে না৷তার মনে শত ধিক্কার আর অভিশাপ তাদের উপর যারা তাকে এই টকশো দেখা থেকে বিরত রেখেছে৷
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সজিব হাওলাদার বলেছেন: ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টক শো এখন আসলেই আঃ লতিফ সিদ্দিকীর কথিত টক মারানি হয়ে গেছে............