নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আগামীর বীরশ্রেষ্ঠ

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

জনাব মাহবুবুল আলম হানিফ ও জনাব ডঃ হাসান মাহমুদ৷কি দারুন একখান জুটি৷বাংলাদেশে এইরকম প্রতিভা যদি ঘরে ঘরে থাকত তাহলে বাংলাদেশ আজ আর ও অন্তত পাচঁশ বছর এগিয়ে থাকত৷কি দারুন তাদের দুরদর্শীতা৷সত্যিই প্রশংসনীয়৷যেকোন ঘটনা ঘটার আগেই তারা তার কাহিনী জেনে যান৷তাদের দুজনের বচনভঙ্গি কি সুন্দর৷আর তাদের দেশপ্রেম দেখেছেন৷সত্যিই প্রসংশনীয়৷আসলে আমরা তাদের সত্যিকারের মর্যাদা দিচ্ছি বলে মনে হয় না৷আমার মনে হয় রবীন্দ্রনাথ বা ডঃ ইউনুসের নোবেল পুরষ্কার কেড়ে নিয়ে এদের দুইজনকে দেয়া উচিত৷নোবেল কমিটি হল অন্ধ ও দলকানা৷না হলে এমন প্রতিভা তারা চোখে দেখে না৷আর তাদের দুজনের মধ্যে কত মিল৷দুজনেই চশমা ছাড়া চোখে দেখে না৷আবার আর একজনে নামের আগে ডক্টর লাগানো ও আছে৷তাকে যারা ডক্টর পদবী দিয়েছেন তারা ধন্য৷তাদের দুজনের ঋন আমরা কোনদিন শোধ করতে পারব না৷যদি আমাদের বর্তমানে একজন জাতির পিতা না থাকত তাহলে তাদেরকেই জাতির পিতা বলে ডাকতাম৷যাক সেটা তাদের দুর্ভাগ্য৷আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যে আদর্শ রেখে যাচ্ছেন তাতে তারা মরে ও অমর হয়ে থাকবেন৷ইনশাআল্লাহ৷তারা যখন আমাদের এতিম করে চলে যাবেন তখন যেন তাদের নামের আগে বীরশ্রেষ্ঠ পদবী যোগ করা হয়৷কারন এই পদবী তারা ছাড়া আর কেউ পাবার যোগ্যতা রাখে না৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

আয়রোন বাবা বলেছেন: কিছু বলার নাই

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

সজিব হাওলাদার বলেছেন: আপনার বলার কোন অধিকারই নাই।আপনি শুধু শুনবেন আর জ্ঞানার্জন করবেন৷

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাইব্রিড আর কারে কয়.........
সজিব হাওলাদার বলেছেন: আপনার বলার কোন অধিকারই নাই।আপনি শুধু শুনবেন আর জ্ঞানার্জন করবেন৷
আবার জিগায় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.