নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আমি একজন ডাঃ ইমরান এইচ সরকার৷

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

আচ্ছা আমি এমন কেন?আর আমার ভাগ্য ও বেশি ভাল না৷আর আমি এত নির্লজ্জ কেন?ভাবছেন আমি এইগুলো কি আবোল তাবল বলছি?বলতেছি সেই দুঃখের কথা৷যার জন্য করি চুরি সে ই বলে চোর৷এই দেশ ,এই আওয়ামিলীগ সরকারের জন্য কত কিছুই না করলাম৷অথচ তারাই আমার এখন বড় শত্রু৷আমি জানি যতদিন এই দেশে জামায়াত ইসলাম,বি এন পি তথা আওয়ামিলীগ ছাড়া অন্য কোন দল বা মত থাকবে ততদিন এইদেশের মঙ্গল ও উন্নয়ন হবে না৷কারন বাংলাদেশে আওয়ামিলীগই একমাত্র দল যারা প্রকৃত দেশপ্রেমিক,মুক্তিযুদ্ধের চেতনাধারী,ও উন্নয়নের কান্ডারী৷আওয়ামিলীগ আবার ধর্মের ও কান্ডারী৷বিশেষ করে ইসলাম ধর্মের ধারক ও বাহক৷তাই এই সব কথা চিন্তা করে আওয়ামিলীগ ছাড়া অন্য সব ভিন্ন দল ও মতকে নিশ্চিন্হ করার জন্য চেষ্টার কোন ত্রুটি ছিল না৷তাইত শাহবাগের মোড়ে দাড়িয়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে সে কত গলাফাটা চিৎকার৷নিজেদের তৈরি করা আইনকে ও শেষ পর্যন্ত পরিবর্তন করে শালা রাজাকার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েই ছাড়লাম৷আর কত বিড়িয়ানী,কত টাকা যে ছড়ালাম শাহবাগের মোড়ে আর সাথে কুটনীতি তো আছেই৷এদেশের মানুষ আসলে হারামজাদা৷যতদিন টাকা,বিড়িয়ানী আছে ততদিনই তারা আছে৷এখন আর টাকা,বিড়িয়ানী দিলে ও আসে না৷না আসলে ও অসুবিধা নাই৷কতগুলো পোষা ও নির্লজ্জ মিডিয়া তো সবসময় আমার পাশে আছে৷কোথা ও আমি একজন থাকলে সেখানে পোষা ও নির্লজ্জ মিডিয়া থাকে দশজন৷আমি যদি দশজন নিয়ে একটি মিছিল করি পোষা ও নির্লজ্জ মিডিয়া সেটাকে দশ হাজার বলে প্রচার করবে৷আর এই যে হেফাজতে ইসলাম কয়েক লক্ষ লোক নিয়ে শাপলা চত্তরে যে নাটক করল সেটা এই পোষা ও নির্লজ্জ মিডিয়া মাত্র কয়েকজন জঙ্গির ঘোরাফেরার মত করে প্রচার করল৷আর যে সত্য কথা প্রচার করল তার গলা চিরতরে বন্ধ করে দেয়া হল৷এই যে দেখেন আমি কিন্তু কোন মুক্তিযুদ্ধার সন্তান বা নাতী নই৷তারপরও আমি আমার দুচোখে মুক্তিযুদ্ধ আর তার চেতনা ছাড়া কিছুই দেখি না৷আমি এই মুক্তিযুদ্ধ আর তার চেতনার জন্য পুরো দেশের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত,বিভেদ ছড়িয়ে দিয়েছি৷দেশের জন্য এত কিছু করার পর ও দেশের মানুষ আমাকে চোখে দেখতে পারে না৷যেন আমিই সব নষ্টের মূল৷সব দিক থেকে হুমকি,ধমকি৷যেন এদেশের মানুষ আমাকে পেলে গিলে খেয়ে ফেলবে৷আমি এখন পুলিশের সাহায্য ছাড়া একপা ও যেতে পারি না৷আর শুধু এদেশের মানুষ কেন এই যাদের জন্য,যাদের আশ্রয়ে,প্রশ্রয়ে আজ আমি ডাঃ ইমরান এইচ সরকার সেই আওয়ামিলীগ ও আজ আমার প্রতিপক্ষ৷আমার জন্যই নাকি আওয়ামিলীগের জনপ্রিয়তা আজ বিলিন প্রায়৷আর সেই জন্য আমাকে,আমার প্রিয় লাকীসহ আমাদের অনেক সহকর্মীকে এই আওয়ামিলীগের লোকজন কত মার ই না মারল৷তারপরও ওদের মন ভরল না৷এখন ও পেলেই যেন মারবে৷আজ এদেশের মানুষ আমার নামটি পর্যন্ত শুনতে চায় না৷তারা মনে প্রানে প্রচন্ডভাবে আমাকে ঘৃনা করে৷তারা মনে করে এ নাম যেন এক জানোয়ারের,এক নষ্ট ধান্ধাবাজ,এক উচ্ছৃঙ্খল আর অশান্তির প্রতিচ্ছবি৷আচ্ছা এতে আমার দোষ কোথায়?আমি তো একজন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধে চেতনাধারী মাত্র৷ইদানিং আমার নিজের ফেইসবুকে ঢুকতে ভয় লাগে৷আমার কোন ষ্ট্যটাস পেলেই যেন সবাই আমাকে বাশঁ দেওয়া শুরু করে৷সবাই যেন সবসময় আমাকে বাশঁ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে৷আর শুধু আমাকে দিলে তো কোন কথা ছিল না৷আমার পুরো চৌদ্দগুষ্ঠির বারোটা বাজিয়ে ছাড়ে৷এত কিছুর পর ও আমি হাল ছাড়িনি৷এদেশটাকে যে আমি বড় ভালবাসি৷এ দেশটা যে আমার,লাকীর সকলের৷এদেশ তো আমাদের মত করেই গড়ে তুলতে হবে৷আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে এদেশে কোন অন্যায়,অবিচার,বিভেদ,বৈষ্যম্য আর কোন রাজাকার থাকবে না৷আমি,লাকীসহ অমরা সবাই সবার চোখে চোখ,হাতে হাত,মুখে মুখ রেখে যেন মুক্ত পাখির মত এই ঘর থেকে ওই ঘর ,এই বিছানা থেকে অন্য বিছানায় বিচরন করতে পারি৷আমরা আমাদের লক্ষ্যে অবিচল৷একদিন আমরা জয় করবই এদেশকে৷ইনশাআল্লাহ৷

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

নাবিক সিনবাদ বলেছেন: হাহ ভালাই কইসেন :D

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

মুখ ও মুখোস বলেছেন: এক সময় বেশি দালালী করলেও একটা কামের কাম করছে - রাজাকারগো ফাঁসির ব্যবস্থা করছে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

হাসান কালবৈশাখী বলেছেন: ইম্রানসরকার উচ্চাভিলাসি, তাকে আমি পছন্দ করি না।
তবে ছাগুরা ইম্রানসরকারকে চিরকাল চরম ঘৃনা করে যাবে। তবে কারন টা বলবে কন্ডমউৎসব করে, ফ্রী বিরানি খাইত .. ইত্যাদি।
ঘৃনার আসল কারনটা কখনো বলবে না
অতচ ইম্রানে ছাগুদেরকে একটা ইটা ছুড়েনি, ধর্ম নিয়ে লেখেনি, কি লিখবে? নামে ব্লগার হলেও লেখাই তো জানে না।
সুধু ফেবুতে দুএক লাইন লেখে।
ঘৃনার আসল কারনটা ছাগুরা কখনোই বলে না। বলবে না

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

সজিব হাওলাদার বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

ফ্রিটক বলেছেন: এই নামটা শুনলে আমারও মুখে কেন জানি গালি চলে আসে। দালালির সীমা লঙ্ঘন করলে যা হয়ে

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

খোলা মনের কথা বলেছেন: পুরাই হাচাঁ কইচেন ভাইসাব। এমরান এইডস সরকার বলে কথা :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.