নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আর কত অপেক্ষা প্রতিভার ঝলক দেখাতে?

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২


লিটন দাস৷ভাগ্যবান ই বটে৷অনেক আশা আকাংখা নিয়েই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্তি৷তার অনেক প্রতিভার কথা শুনে আসছিলাম৷কিন্তু তার প্রতিভার আলো অষ্টম ম্যাচ পর্যন্ত জ্বললো না৷তার প্রতিভার আলো জ্বালাতে আর কত ম্যাচ আর কত সময় লাগবে তা আমরা জানি না৷তবে আমরা আপাদত তার প্রতিভার আলো দেখা থেকে বিরতি চাই৷আট ম্যাচে ১৫.২৭ গড়ে এ পর্যন্ত তার সংগ্রহ ১০৭ রান।প্রয়োজনে তার প্রতিভার ঝলক পরে দেখলে ও চলবে৷রেকর্ড পরিমান সুযোগ তাকে দেয়া হয়েছে৷আর কত?এবার সুযোগ দেয়া হোক এনামুল,নাফীসদের

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

নাজিমুদ্দিন পাটোয়ারী বলেছেন: সত্যি কথা .।.। অজ্ঞাত কারনে তাকে সুযোগ দেয়া হচ্ছে।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

নাবিক সিনবাদ বলেছেন: ডাব্বা মারার প্রতিভা ছাড়া তার ভিতরে আর কোনো প্রতিভা আছে বলতে মনে হয়না।

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

সজিব হাওলাদার বলেছেন: ভাল ই বলেছেন,ডাব্বা মারা।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

তট রেখা বলেছেন: সজ্ঞাত কারণেই তাকে ডাব্বা মারার সুযোগ দেয়া হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

সজিব হাওলাদার বলেছেন: Dabba Award 2015 goes to Litton Dad by BCB.

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

রাশেদ মহাচিন্তিত বলেছেন: ঘরোয়া ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ যে এক না, এটা লিটন দাস বুঝায়া দিল। তবে বিজয়কে ঠিক কেন নেয়া হচ্ছে না, এটা অস্পষ্ট।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

সজিব হাওলাদার বলেছেন: ঠিক বলেছেন,ধন্যবাদ৷

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মুহূর্তে উইকেট কীপার ব্যাটসম্যান যেহেতু মুশফিক, সেহেতু লিটন দাসকে দলের বাইরে রাখা যেত। আর মুশফিক যদি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলে তখন না হয় উইকেটকীপার ব্যাটসম্যান হিসেবে লিটন দাস কে নেয়া যেতে পারে।..

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

সজিব হাওলাদার বলেছেন: আশা করি বিসিবি শুভ বুদ্ধির পরিচয় দিবে৷

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

মানবী বলেছেন: কোন খেলোয়াড়ের ফর্ম না থাকলে তাকে দল রাখা অনুচিৎ।

সামান্য সজনপ্রীতির কারনে জাতীয় দলের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত হতে পারে।

পোস্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.