![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে যে পাঁচ টাকার কয়েন আছে আমি তা জানিনা। আমি আজকে প্রথম পাঁচ টাকার কয়েন দেখলাম। এটা ই লিগ্যাল (অবৈধ)। বাংলাদেশ ব্যাংকের এ কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা এটা করতে পারেনা।
আজ রোববার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অবৈধভাবে এ কয়েন ছেড়েছে। তারা এটা ঠিক করেনি, তাদের শুধু এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা ছিল।
অর্থমন্ত্রী বলেন, আমার দেখা পাঁচ টাকার যে কয়েন বর্তমানে বাজারে রয়েছে, সেটির আইনগত বৈধতা ছিল না। এখন এই আইনের মধ্য দিয়ে সেই কয়েন বৈধতা পাবে।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
সাইকো হিমু বলেছেন: -_- আবার মাল খাইসে
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
সজিব হাওলাদার বলেছেন: তাইত মনে হচ্ছে৷
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এঁর হাতে আমাদের অর্থনীতি!!!
ও এম জি!
সেভ আস!
গ্রামে বয়স হলে নাকি বুদ্ধি বিভ্রম ঘটে বুড়ো বুড়িদের! রাবিশ টাইপ একই কথা বারবার বলা! কতক্ষন আগে কি বলেছে তা ভুলে যাওয়া সহ নানান সিম্পটম তাদের ক্ষেত্রে দেখা যায়!
রাজনীতির বুড়োরা কি তার বাইরে?????
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
সজিব হাওলাদার বলেছেন: বাহিরে তো নয়ই বরং আরো রাবিশ৷
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
অগ্নি সারথি বলেছেন: সাইকো হিমু বলেছেন: -_- আবার মাল খাইসে
৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজব লাগে এরকম লোককেই কেন রাখতে হবে অর্থমন্ত্রী।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
মিলন হোসেন১৫৮ বলেছেন: কত দিন পরে পরে মনে হয় বেশি মাল খায়
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
সজিব হাওলাদার বলেছেন: মালে তো মালই চিনে৷
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
সুমন কর বলেছেন: