![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ নাকি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ?যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সম্পর্কিত সংস্থা গ্যালাপ এর এক প্রতিবেদনে একথা বলা হয়৷এমন দেশের একজন নাগরিক হতে পেরে নিজেকে খুব গর্বিত ও সন্মানিত ই মনে হয়৷এমন তথ্যে নিজেকে খুব গর্বিত ও সন্মানিত মনে হলে ও অন্তর থেকে এমন তথ্য মিথ্যা ও যুক্তিহীন মনে হয়৷কারন আমার দেশে যেখানে আমি নিজেকেই নিরাপদ মনে করছি না সেখানে সুদুর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সম্পর্কিত সংস্থা গ্যালাপ বলে দিল আমরা নাকি অন্যতম নিরাপদ দেশ৷কি হাস্যকর আর নির্লজ্জ মার্কা জরিপ৷আমার ঘরের খবর আমি জানিনা,জানে অন্যে৷যে দেশে হত্যা,গুম,খুন,সন্ত্রাস নিত্যসঙ্গি,সেই দেশ নাকি নিরাপদ?যে দেশে মায়ের পেটের ভেতরের বাচ্চাটি নিরাপদ নয় সেই দেশ নিরাপদ হয় কিভাবে?যে দেশের পুলিশ নিরাপরাধ হিন্দু যুবককে জামাত শিবির বানিয়ে প্রকশ্যে পায়ে গুলি করে পঙ্গু বানিয়ে দেয় সেই দেশ নিরাপদ হয় কিভাবে?যে দেশের আইন প্রনেতারা দিনে দুপুরে নিরাপরাদ ছোট্ট শিশুটিকে গুলি করে,টাকার বস্তা সহ যে দেশের আইন প্রনেতার সহযোগী ধরা পরার পর ও তার মন্ত্রীত্ব বাতিল হয় না,সেই দেশ নিরাপদ হয় কিভাবে?যে দেশে ভিন্ন মত,প্রতিবাদ করার নুন্যতম অধিকার নেই বা করলেও গুম,ক্রসফায়ার বা চাপাতির কোপ খেয়ে মরতে হয় সেই দেশ নিরাপদ হয় কিভাবে?যে দেশে গণতন্ত্রের নাম করে মানুষের প্রায় সকল অধিকার কেড়ে নেয়া হয় সেই দেশ নিরাপদ হয় কিভাবে?এরকম হাজারো নিরাপত্তাহীনতার মধ্যে ডুবে থেকে আমরা কিভাবে আমাদেরকে নিরাপদ ভাবব?আমাদের জানা নেই৷আমরা আমাদের স্বল্প জ্ঞ্যানে ``নিরাপদের`` যে সংজ্ঞা জানি তাতে আমরা কেউই নিরাপদ নই৷যারা এই জরিপ করেছে তাদের দেশ ও কিন্তু বাংলাদেশকে নিরাপদ মনে করে না৷উপরন্তু তারা নিরাপত্তার বিষয়ে বাংলাদেশর উপর নিত্য নতুন ফতোয়া জারি রেখেছে৷তাহলে এই সংস্থার এই জরিপ কি প্রশ্নবিদ্ধ নয়?এই জরিপ তো সেই এরশাদকে জোর করে অসুস্থ বানানোর বা জোর করে ছাগলকে ভেড়া বানানোর গল্পের মতই মনে হয়৷তাই নয় কি?
©somewhere in net ltd.