নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

চ্যনেল নাইন ,বিজ্ঞাপনের জন্য ফাইন৷

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

চ্যনেল নাইন৷বর্তমানে চলা বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)এর খেলা সরাসরি সম্প্রচার করছে৷কিন্তু তাদের মূখ্য উদ্দ্যেশ্য মনে নয় খেলা দেখানো নয় ,মূখ্য উদ্দ্যেশ্য মনে হয় ব্যবসা করা৷আচ্ছা ব্যবসা করবে করুক তাই বলে এইরকম!চ্যনেল কতৃপক্ষ মুখিয়ে থাকে কখন বিজ্ঞাপন দিবে৷আচ্ছা বিজ্ঞাপন দিবে ভাল কথা কিন্তু সেটা তো খেলার ফাকে ফাকে দিলেই পারে৷তারা করছে তার ঠিক উল্টো৷অস্বাভাবিক পরিমান আর যখন তখন বিজ্ঞাপন দিচ্ছে৷অনেক সময় খেলা চলাকলীন সময় ও বিজ্ঞাপন দেয়৷আবার কখনো ওভারের এক-দুই বল শেষ হবার পর তারা সরাসরি সম্প্রচার শুরু করে৷খুবই বিরক্তিকর৷মনে হয় আমরা বিজ্ঞাপন দেখতে বসেছি আর তার ফাকে খেলা দেখছি৷চ্যনেল কতৃপক্ষ নিশ্চয়ই দর্শকদের অধিকার হরন করতে পারে না৷

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

আখেনাটেন বলেছেন: এরা যে কবে পেশাদারিত্ব শিখবে। মনে করে বিজ্ঞাপন দিলেই লাভ। কিন্তু এতে যে তাদের চ্যানেলের ব্রান্ডিং-এর বারোটা বাজতেছে সেদিকে খেয়াল নেই। এগুলো চ্যানেল সারাজীবন এভাবেই চলবে। কোনদিন গণমানুষের চ্যানেল হতে পারবে না।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

সজিব হাওলাদার বলেছেন: ঠিকই বলেছেন৷

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মাদারি বলেছেন: হা হা! ভালো বলেছেন। সব চ্যানেলই বিজ্ঞাপনের জন্য ফাইন- যখন যার চান্স আর কি!

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

সজিব হাওলাদার বলেছেন: হুম৷

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

মাকড়সাঁ বলেছেন: সচেতনতা ছাড়া উপায় নাই।


০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

সজিব হাওলাদার বলেছেন: সচেতন কারা হবে?দর্শক নাকি চ্যনেল কতৃপক্ষ?

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা কখনোই দর্শকের কথা চিন্তা করে না। আর রাস্তাঘাটে, সেমিনারে আবদার করে আমরা কেন তাদের চ্যানেল না দেখে বিদেশী চ্যানেল বেশী দেখি?!

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

সজিব হাওলাদার বলেছেন: বিদেশী চ্যানেল কি খালি খালি দেখে?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

raselabe বলেছেন: আমরা সব সময় বলি স্টার জলাসা, স্টার প্লাস বাঙালী নারীরা দেখে কেন? তার একমাত্র কারন বাংলাদেশের টিভি চ্যানেল গুলোর বিজ্ঞাপনের নির্দিষ্ট কোন লিমিট বা টাইম মেইন্টেন নাই। যখন যা মনে হয় তাই করে এরা। আর অপর দিকে স্টার জলসা বা প্লাস তাদের সব কিছু মেনে চলে। সব বস্তা পচা সিরিয়ালও তারা সময় মত দেয়। আবার বিজ্ঞাপনওও দেয় সেটা দুই মিনিটই হোক বা দশ মিনিট হোক। তাদেয় সময় মাফিক। কিন্তু আমাদের প্রিয় বাংলাদেশের চ্যানেল গুলো কোন সময় বুঝে না। সব সময় ভাবে বিজ্ঞাপনের কথা। ভাবে না দর্শক নিয়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সজিব হাওলাদার বলেছেন: এদের ``সময়ের মূল্য`` রচনা ঠূটস্থ করানো দরকার৷

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

এস এম পাশা বলেছেন: বাংলাদেশী চ্যনেলের সময় জ্ঞান নেই বললেই চলে। তাদের সকল জ্ঞান অর্থ সংক্রান্ত। যত বিজ্ঞাপন তত অর্থ। পাবলিকরে বিজ্ঞাপন মুখস্ত করায়া ছাড়তে চায়

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

সজিব হাওলাদার বলেছেন: আবার`ওরা মানুষ হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.