নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

ভোট চুরি শুরু৷৷৷৷৷৷৷৷৷৷৷

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২০

রাতেই বিভিন্ন স্থানে সিল মারার অভিযোগ, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ৷
ভোটের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। সাভারের রাজাসন, ঝাালকাঠির নলছিটি, কিশোরগঞ্জের বাজিতপুর, রাজশাহীর কাটাখালি পৌর এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পালটা, ককটেল বিস্ফোরণ ও এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা হয়েছে।
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, ভোটের আগের রাতে বাজিতপুরের একটি ভোটকেন্দ্র দখল করে সিল মারার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তাদের পক্ষ থেকে এ ঘটনা প্রতিরোধ করতে গেলে ধাওয়া-পালটা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর একজন নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে। গতকাল রাত ৮টার দিকে পৌর এলাকার নিতারকান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে মুখোমুখি অবস্থানে চলে আসে। এসময় উভয়পক্ষের নেতাকর্মীরা রাস্তায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হলে আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় এমপি আফজাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন আশরাফের সমর্থকদের হামলায় আজিম (২৮), মামুন (২২) ও সাদেক (২০) নামে তিন বিএনপি কর্মী আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র এহেসান কুফিয়া অভিযোগ করেন, সন্ধ্যার পর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সশস্ত্র আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হানা দিয়ে নৌকা প্রতীকে সিল মারা শুরু করে। খবর পেয়ে তার সমর্থকরা সেখানে গেলে তাদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন কর্মী গুরুতর আহত হন এবং খলিল (২০) নামে তার এক কর্মী নিখোঁজ রয়েছে বলে জানান বিএনপি প্রার্থী এহেসান। নিখোঁজ খলিল পশ্চিম বাজিতপুরের জজ মিয়ার ছেলে। এব্যাপারে বাজিতপুরের রিটার্নিং অফিসার এজেডএম শারজিল হাসান জানান, দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে অবস্থান করছিল। পরে তাদের সরিয়ে দেয়া হয়েছে।
ঝালকাটি প্রতিনিধি জানায়, গতকাল রাত ১০টায় ঝালকাঠি জেলার নলসিটি পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডে কাঠেরপুলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ারের খালোতো ভাই এনায়েতের (৩০) ডান চোখে আঘাত করেন অপর বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন। এতে তিনি অচেতন হয়ে যান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ডান চোখ দিয়ে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। পুলিশ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে জানিয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, গতকাল রাত ১০টায় কাটাখালী পৌরসভায় শ্যামপুর বাজারে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এদিকে সেদিক ছ্টোাছুটি শুরু করেন। তবে কোন আহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
বিডিনিউজ জানায়, সাভারের রাজাসন এলাকার আলহেরা স্কুল কেন্দ্র দুর্বৃত্তরা দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে। এ সময় র‌্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷(মানব জমিন)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

মিতক্ষরা বলেছেন: ছবি কোথায়? এত বড় বড় হামলা হয়, তার ছবি, ভিডিও তুলে রাখতে পারে না বিএনপি?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

সজিব হাওলাদার বলেছেন: যারা চুরি করে তারা তো সাংবাদিক,ফটোগ্রাফার ডেকে চুরি করে ,যাতে সাক্ষী থাকে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

মিতক্ষরা বলেছেন: "যারা চুরি করে তারা তো সাংবাদিক,ফটোগ্রাফার ডেকে চুরি করে ,যাতে সাক্ষী থাকে।"

আজকাল সেল ফোন/মোবাইলে সব দৃশ্যই ধারন করা যায়। এত বড় হামলা হলে সেই দৃশ্য কেন একজন ধারন করতে পারবে না?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

সজিব হাওলাদার বলেছেন: তাহলে আমরা ধরে নিলাম দেশে নির্বাচন উপলক্ষে কোন হামলা,সংঘর্ষের ঘটনাই ঘটছে না৷আল্লাহ আপনার মঙ্গল করুক৷আমীন৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.