নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

জনাব,পদস্থ কর্তাবাবুরা তোমাদের উপর অভিমান থেকে বলছি!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

ছিঃ ধিক্কার তোমাদের,শত ধিক্কার৷তোমরা নির্লজ্জ,বেহায়া ও ব্যক্তিত্বহীন৷তোমাদের চেয়ে আমাদের দেশের অশিক্ষিত বা কম শিক্ষিত খেটে খাওয়া মানুষ, কৃষক,মজুর,ধোপা,জেলেরা ও অনেক ভাল৷তারা অন্তত তোমাদের মত নিজের বিবেক,সততা ও নিজের অল্প জ্ঞানকে টাকা আর লোভের কাছে বিক্রি করে না৷তোমরা যারা নির্বাচন কমিশনে,যারা প্রশাসনে আছ তারা আমাদের মত সাধারন মানুষদের ট্যাক্সের টাকায় তোমরা বিলাসবহূল জীবন যাপন করছ৷তোমাদের কি এই আমাদের মত সাধারন মানুষদের সাধারন অধিকারের কথা একটু ও মনে পরে না৷পৌরসভা নির্বাচনে তোমাদের যে মহান দায়িত্ব ও কর্তব্য পালন আমরা দেখলাম তাতে তোমাদের প্রতি নূন্যতম কোন শ্রদ্ধাবোধ আর আমাদের রইল না৷অবশ্য আমাদের শ্রদ্ধাবোধে তোমাদের কিছুই আসে যায় না৷তা আমরা জানি৷নির্বাচনে আমার ভোট আমি দিতে কেন পারলাম না ?জানি এর কোর উত্তর আমি পাব না৷পুলিশ কেন ব্যলটে সিল মারবে,কেন্দ্র কেন দখল করা হবে, কেন চার বছরের শিশু ও ভোট দিবে এত চৌকস আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকতে?এত কিছুর পর ও তোমরা বলবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা৷তোমরা আসলে মানুষ নামের অমানুষ হয়ে যাচ্ছ৷তোমাদেরকে দেখে এখন চতুষ্পদ বা ডানাওয়ালা প্রানীরা ও বলবে তোমাদের চেয়ে আমরা উত্তম৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

আজমান আন্দালিব বলেছেন: পদস্থ কর্তাবাবু, মৃত্যু আসলে হবে কাবু।
তার আগে নয়...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

সজিব হাওলাদার বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.