![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীর্ষ নিউজ, ঢাকা: আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ। তখনো ফজরের আযান হয়নি। ভূমিকম্পের প্রচন্ড ঝাঁকুনিতে জেগে উঠেছে ঘুমন্ত মানুষ। চোখে ঘুম নিয়েই ভয়ে-আতঙ্কে বাসি-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে তারা এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে।
ভূমিকম্পের পর পরই এর উত্তাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। ফজরের আযানের ঠিক পূর্ব মুহূর্তে ভূমিকম্প হওয়ায় কেউ কেউ নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এটাকে ফজরের নামাজের এলার্ম বলে উল্লেখ করেছেন।
রেজা রহমান নামে একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ভূমিকম্প নয়, এটি হচ্ছে ফজরের নামাজের এলার্ম। আজ ফজরের জামায়াতে মসজিদে গিয়ে দেখি চতুর্থ কাতারেও স্থান পাচ্ছিনা। যেখানে প্রতিনিয়ত দুই কাতার হওয়াঠাই কঠিন। যারা শুধুমাত্র শবে কদর নয়, শবে বরাতের দিন ফজরের নামাযে আসত, তাদেরকেও আজকে দেখা গেল ফজরের নামাজ মসজিদে এসে জামায়াতে আদায় করতে। হে আল্লাহ, তুমি আমাদের প্রকৃত মুমিন না বানিয়ে কবরে ডাক দিওনা।
- See more at: Click This Link
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
গোধুলী রঙ বলেছেন: হে আল্লাহ তুমি প্রতিদিন ফজরের আগে আগে ভুমিকম্প দাও তবে সবসময় কারোর প্রান এর মাধ্যমে নিওনা, মাঝে মধ্যে নিও, না হলে আমরা আবার তাতে অভ্যস্ত হয়ে নামাজ কালাম ছেড়ে দিবো, তুমিতো এই জাতের শ্রষ্টা, তুমি এদের চরিত্র সম্পর্কে সর্বাধিক অবগত।