![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ক্লাস এইটে পড়ি৷ইংরেজী দ্বিতীয় পত্র ক্লাস নিতে আসলেন আমাদের ইংরেজী শিক্ষক অমূল্য স্যার৷অমূল্য স্যারের কিছু মূদ্রাদোষ ছিল৷যেমন-করো গাল ধরে টান দেয়া,কারো গাল ধরে টান দেয়া আবার কারো চুল ধরে৷ ক্লাসে আমাদের পড়া নিচ্ছিলেন৷পর্যায়ক্রমে আবিদুরের পালা এল৷আবিদুর হল অত্যন্ত নম্র,ভদ্র ও ভীতু প্রকৃতির৷তবে ছাত্র হিসেবে ভালই৷আর ওর পাশেই বসেছিলাম আমি এবং ক্লাসের সবচেয়ে দুষ্ট হাফিজ৷তো আবিদুর দাড়িয়ে দাড়িয়ে পড়া বলছে৷কোন নড়াচড়া নেই,সোজা স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে পড়া বলছে৷পড়া বলা শেষ হলে বেঞ্চে বসল৷তারপর পেছনের বেঞ্চে একজন পড়া বলা শুরু করল৷হঠাত করে স্যার বলল –এই ব্যাটা আবিদুর,তোর সমস্যা কি?খালি মোড়ামুড়ি করিস ক্যান?আমরা ও খেয়াল করলাম আবিদুর খালি মোড়ামুড়ি করছে৷ঠিকমত বসছে না,আবার দাড়াচ্ছে ও না৷এর মাঝামাঝি একটা অবস্থা৷স্যার রেগে ওর কাছে এসে গাল ধরে টেনে দাড়া করালেন৷বললেন কি হইছে?আবিদুর তো ভয়ে কাপছে আর বলছে স্যার ভিজে গেছে৷স্যার বলল –কি,কোথায় ভিজে গেছে?আবিদুর তার বসার স্থান আর তার পাছা দেখিয়ে বলল স্যার ভিজে গেছে৷স্যার আরো রেগে বলল-এই ব্যটা তুই কি মেয়ে নাকি যে ওখানে ভিজে যাবে?ক্লাসের সকল ছাত্র ছাত্রী লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে রইল৷তারপর স্যার ওর কাছে এসে দেখল আসলেই ওর পাছা ভিজে একাকার৷স্যার ভেজার কারন অনুসন্ধান করতে লাগলেন৷পরে অনুসন্ধানে পাওয়া গেল ওটা থুথুর কারনে ভিজে ছিল৷অর্থাত ও যখন দাড়িয়ে পড়া বলছিল তখন পাশের কেউ একজন ওর বসার স্থানে থুথু দিয়ে রেখেছে৷আর তাতেই এই অবস্থা৷ততক্ষনে স্যার বুঝে ফেলেছে একাজ ওর পাশে বসা হাফিজই করেছে৷হাতে থাকা বেত দিয়ে হাফিজকে কি মারটাই না মারল সেইদিন৷সেইদিনের সেই ঘটনা আজ ও মনে হলে একা একাই হাসি পায়৷
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১
সজিব হাওলাদার বলেছেন: না ভাই,ধন্যবাদ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
আমার স্পর্শ বলেছেন: আপনি কি বাংলাদেশ রাইফেলস এর অমূল্য স্যার এর কথা বলছেন?