![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে জুতা আমাকে কম ভুগায় নি। সে কাহিনীই আজ বলব।
শুরুটা হয় বিশ্ববিদ্যালয় জীবনে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির একজোড়া জুতা কিনলাম ৮০০ টাকা দিয়ে। এ জুতা তখনকার ক্রেজ! বাম পায়েরটা ঠিক হত কিন্তু ডান পায় ব্যথা করত। ভাবলাম, কিছু দিন পর ছেড়ে দিবে। কিন্তু, শক্ত সে-জুতা আর ছাড়ে না, বরং আমার ডান পায়ে চিরস্থায়ী ব্যথা হয়ে গেল।
সেভাবেই চলল প্রায় ১০ বছর। যে ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে সেফটি জুতা পরতে হয়। সেফটি জুতা খুব মজবুত আর এর সামনের দিকে (আঙ্গুলগুলির উপর ছাতার মত করে) লোহার পাত থাকে বলে এটা খুব শক্ত। সেবার এল সরু জুতা, যার ৮ নম্বরটি আমার জন্য উপযুক্ত ছিল। কিন্তু ৮ নম্বর জুতা আমি পেলাম না, তাই বাধ্য হয়ে ৭ নম্বর পরতে হল। লম্বায় ঠিক হলেও সামনের দিকে একটু আঁটো হত কিন্তু কর্তব্যের খাতিরে তা-ই পরতাম। ফলাফল, মাত্র ২ মাসেই বাম পায়েও স্থায়ী ব্যথা হয়ে গেল। সেফটি জুতা পরে বেশিক্ষণ হাঁটতে পারি না। পা ব্যথা করে।
একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ মত সিলিকন সুখতলা জুতাতে লাগিয়ে পরলাম কিছুদিন। এতে ব্যথা কম করত। কিন্তু ক্রমে ক্রমে অবস্থা এমন হল যে, কোনো জুতা পরেই বেশিক্ষণ হাঁটতে পারি না। সব জুতাই (এমনকি সেন্ডেলও) শক্ত লাগে। অথচ ঢাকার রাস্তার ট্যাক্সি-বাসের যে অবস্থা আমাকে প্রতিদিন প্রচুর হাঁটতে হয়। পায়ের ব্যথা এমন এক ব্যথা, যা প্রতি পদক্ষেপে তার অস্তিত্ব দেয়। সবচেয়ে খারাপ অবস্থা হত সকালে বিছানা থেকে নামের মূহুর্তে, এমন ব্যথা করত যা বলার না।
অর্থপেডিক ডাক্তারের কাছে যেতে পারতাম, কিন্তু কেন জানি আমার খুব একটা ভালো লাগে না। কী জানি তাঁরা বিষয়টাকে আরো জটিল করে তোলেন কিনা।
অনেক চিন্তা করলাম, আমার জন্য কী ধরনের জুতা প্রয়োজন তা নিয়ে। বাহিরের তলা নরম (যেন তাতে রাস্তার ইট-পাথর জনিত শক শোষিত হয়), সুখতলা নরম (যেন পা জুতার ভিতরে প্রয়োজনীয় নড়াচড়া করতে পারে), সামনের দিকটা চওড়া (আমার পায়ের গঠনটাও যেরকম ) এসব বৈশিষ্ট্যের জুতাই আমার প্রয়োজন। কিন্তু এরকম কি পাওয়া যায়? কোথায়?
কেনাকাটায় অভিজ্ঞ এমন এক বন্ধুকে নিয়ে গেলাম বসুন্ধরা সিটির এক বিখ্যাত জুতার দোকানে। তাদের বিদেশি ব্রান্ডের জুতার অনেক দাম। তা সত্বেও সেগুলি আরামদায়ক নয়। মানে, সামনের দিকটা চাপা। যাই হোক অনেক খুঁজে কালো রঙের একটা পাওয়া গেল, যার সামনের দিকটা চওড়া। আর এই সুখতলাও একটা অদ্ভুত বস্তু। এটা যেন একটা বায়ুথলি, যার ভিতরে পায়ের চাপ অনুযায়ী বাতাস ঘোরাফেরা করে!
আবারও বিধি বাম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই কোম্পানির জুতাতে একটা সমস্যা আমার সব সময়ই হয়, তা হল, ৭ নম্বরটা ছোট হয় আর ৮ নম্বরটা বড় হয়। যাই হোক, আঁটো জুতা পরবো না বলে নাকে খত দিয়েছি তাই ৮ নম্বরটাই নিলাম। দাম শুনে তো আক্কেল গুড়ুম। মাত্র ৮৫০০ টাকা। যাই হোক পায়ের স্বাস্থ্য বলে কথা।
এখন আমি অনেকটা আরাম বোধ করি। এ জুতা ৩ মাস ব্যবহারে আমার পায়ের ব্যথা ৭৫ ভাগ সেরে গেছে। বিশেষ করে হাঁটার সময় ব্যথা করে না বললেই চলে। সকালের ব্যথাটাও কমে গেছে।
ধন্যবাদ সেই জুতাকে আর আমার বন্ধুকে, যে সঙ্গে না গেলে সেদিন হয়তো ঐ জুতাটা কেনা হত না!
পরামর্শঃ জুতা সব সময় নরম আর ঢিলা পরবেন, প্রথম দিন থেকেই। সবার পায়ের সুস্বাস্থ্য কামনা।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
লড়াকু বলেছেন: ৮৫০০ অনেক টাকা কিন্তু ডাক্তার দেখাইলে এর চেয়ে অনেক বেশি খরচ হইত।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৬
অ্যানালগ বলেছেন: Hush Puppies নাকি?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৬
পলাশ১ বলেছেন:
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
শোভন এক্স বলেছেন: তারপরও একবার ডাক্তার দেখানো ভালো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮
পলাশ১ বলেছেন: ঠিক। দেখি।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪২
নীরর বলেছেন: জুতা বানায়া ও নিতে পারেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮
পলাশ১ বলেছেন: কোথায় বানায়? দয়া করে যদি ঠিকানা দিতেন...
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: ৮০০ টাকায় শুরু করে ৮৫০০ টাকায় চলে গ্যাছেন অলরেডি...........। আল্লাহই জানে..........শেষ জীবনে আপনাকে কি দামের জুতা পড়তে হয়।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৯
পলাশ১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
রাজামশাই বলেছেন: হুমম
জুতাময় পোষ্ট